Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – সেপ্টেম্বর মাস

Current Affairs 2019 – September Month

১. কোন রাজ্য সরকার সম্প্রতি “Walk to Work on Wednesdays” ক্যাম্পেইন শুরু করেছে ?

(A) ওড়িশা
(B) মেঘালয়
(C) ত্রিপুরা
(D) নাগাল্যান্ড

উত্তর :
(B) মেঘালয়

Walk to Work on Wednesdays – ক্যাম্পেইনটির অনেকগুলি উপকারিতার মধ্যে কিছু হলো – জ্বালানীর খরচা বাঁচানো, যানজট কমানো, বায়ু দূষণ কমানো , কর্মচারীদের সুস্থ ও ফিট রাখা


২. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) এর নিরাপদ শহর সূচকে (Safe Cities Index ) কোন শহরকে প্রথম স্থান দেওয়া হয়েছে ?

(A) ওসাকা
(B) প্যারিস
(C) টোকিও
(D) সিঙ্গাপুর

উত্তর :
(C) টোকিও

টোকিও – ১ , মুম্বাই – ৪৫, দিল্লি – ৫২


৩. কোন রাজ্য / কেন্দ্রশাসিত সরকার সিটি বাস এবং মেট্রো ট্রেনে মহিলাদের বিনামূল্যে যাত্রা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) লাদাখ
(B) দিল্লি
(C) ছত্তিসগড়
(D) গুজরাট

উত্তর :
(B) দিল্লি 

৪. ২০১৮ সালের তেনজিং নোরগে ন্যাশনাল এডভেঞ্চার পুরস্কার কোন IPS অফিসার পেলেন ?

(A) সোনিয়া নারাং
(B) সংযুক্তা পরাশর
(C) অপর্ণা কুমার
(D) কিরণ বেদি

উত্তর :
(C) অপর্ণা কুমার

এই প্রথম কোনো IPS অফিসার এই পুরস্কারটি পেলেন ।


৫. ছেলেদের অনুর্ধ ১৪ বিভাগে কোন দল ২০১৯ সালের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টূর্নামেন্ট জিতলো ?

(A) মিজোরাম
(B) ত্রিপুরা
(C) গোয়া
(D) মণিপুর

উত্তর :
(A) মিজোরাম

মনিপুরকে ২-০ গোলে হারিয়ে এই প্রথমবারের জন্য মিজোরাম এই টুর্নামেন্টটি জিতে নিলো


৬. ২০১৯ সালের “Aqua Aquaria India” কোন শহরে অনুষ্ঠিত হলো ?

(A) রাঁচি
(B) হায়দ্রাবাদ
(C) দেরাদুন
(D) মানালি

উত্তর :
(B) হায়দ্রাবাদ 

৭. ভারতের প্রথম স্কাই সাইক্লিং পার্ক কোন শহরে হতে চলেছে ?

(A) মানালি
(B) মুসৌরি
(C) পুনে
(D) শিমলা

উত্তর :
(A) মানালি 

৮. ২০১৯ সালের নেহেরু ট্রফি নৌকার রেসে কোন দল জিতেছে ?

(A) নাদুভাগম চুন্দন
(B) চম্পাকুলাম চুন্দন
(C) করীচল চুন্দন
(D) দেবস চুন্দন

উত্তর :
(A) নাদুভাগম চুন্দন

৯. কোন দেশ ২০১৯ সালের “SAFF under-15 football championship” জিতলো ?

(A) পাকিস্তান
(B) ভারত
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

উত্তর :
(B) ভারত 

১০. বলিউডের প্রথম প্লাস্টিকমুক্ত সিনেমা কোনটি ?

(A) ওয়ার
(B) ড্রিম গার্ল
(C) কুলি নম্বর 1
(D) মিশন মঙ্গল

উত্তর :
(C) কুলি নম্বর 1




১১. ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেল টানেলটি সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে ?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) অন্ধ্র প্রদেশ
(D) তামিলনাড়ু

উত্তর :
(C) অন্ধ্র প্রদেশ

১২. ভারতের কোন ঐতিহাসিক স্থাপত্যকে সম্প্রতি সম্পূর্ণরূপে LED দিয়ে সাজানো হলো ?

(A) কুতুব মিনার
(B) তুঘলকাবাদ দুর্গ
(C) খাজুরাহো গুহা মন্দির
(D) কোনারকের সূর্য মন্দির

উত্তর :
(A) কুতুব মিনার 

১৩. ভারতের প্রথম “আবর্জনা ক্যাফে ( Garbage cafe )” , যেখানে আবর্জনার পরিবর্তে খাবার দেওয়া হবে, কোথায় খোলা হয়েছে ?

(A) নতুন দিল্লি
(B) অম্বিকাপুর
(C) লক্ষ্নৌ
(D) রাঁচি

উত্তর :
(B) অম্বিকাপুর

ছত্তিসগড়ের অম্বিকাপুরে ভারতের প্রথম Garbage cafe খোলা হয়েছে যেখানে ৫০০গ্রাম, ১ কিলোগ্রাম প্লাষ্টিক বোতল দিলে তার পরিবর্তে খাবার দেওয়া হবে ।


১৪. WHO –SEARO – এর ৭২তম অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হয়েছেন ?

(A) নির্মলা সীতারামণ
(B) রাজনাথ সিং
(C) নরেন্দ্র মোদী
(D) হর্ষ বর্ধন

উত্তর :
(D) হর্ষ বর্ধন

WHO  – World Health Organization, SEARO – Regional Office for South-East Asia


১৫. কোন আইকনিক জায়গাটিকে ভারতের পরিষ্কারতম আইকনিক স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে ?

(A) তিরুপতি মন্দির
(B) মাতা বৈষ্ণ দেবীর মন্দির
(C) ছত্রপতি শিবাজি টার্মিনাস
(D) আজমির শরীফ দরগা

উত্তর :
(B) মাতা বৈষ্ণ দেবীর মন্দির 

১৬. ভারী ট্রাকের জন্য BS-VI শংসাপত্র পাওয়া ভারতের প্রথম বাণিজ্যিক যান প্রস্তুতকারক হলো 

(A) টাটা মোটরস
(B) অশোক লেল্যান্ড
(C) মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা
(D) স্বরাজ মাজদা

উত্তর :
(B) অশোক লেল্যান্ড

১৭. শ্রীহরি নটরাজ কোন খেলার সাথে সম্পর্কিত ?

(A) বক্সিং
(B) সাঁতার
(C) জুডো
(D) দাবা

উত্তর :
(B) সাঁতার

বেঙ্গালুরুর শ্রীহরি নটরাজ ৭৩তম গ্লেনমার্ক জাতীয় সিনিয়র একুয়াটিক চ্যাম্পিয়নশিপে সেরা পুরুষ সাঁতারুর শিরোপা জিতে নিয়েছেন ।


১৮. সাইবার ক্রাইম তদন্ত সম্পর্কিত প্রথম জাতীয় সম্মেলন ভারতের  কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) নতুন দিল্লি
(B) লক্ষ্নৌ
(C) জয়পুর
(D) ভোপাল

উত্তর :
(A) নতুন দিল্লি

১৯. টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হলেন 

(A) নায়িম হাসান
(B) তাইজুল ইসলাম
(C) মুমিনুল হক
(D) রাশিদ খান

উত্তর :
(D) রাশিদ খান

মাত্র ২০ বছর বয়সি আফগানিস্তানী ক্রিকেটার রাশিদ খান হলেন টেস্ট ক্রিকেটের বিশ্বের কনিষ্ঠতম অধিনায়ক ।


২০. EIU- র গ্লোবাল লাইভিবিলিটি ইনডেক্স ২০১৯ অনুসারে বিশ্বে বসবাসের জন্য সেরা শহর কোনটি ?

(A) সিডনি
(B) ভিয়েনা
(C) প্যারিস
(D) মেলবোর্ন

উত্তর :
(B) ভিয়েনা

১- ভিয়েনা , ২ – মেলবোর্ন , ৩ – সিডনি, ১১৮ – নতুন দিল্লি , ১১৯ – মুম্বাই


To check our latest Posts - Click Here

1 2 3 4 5Next page
Telegram

Related Articles

7 Comments

    1. আপনারা এগুলো পিডিএফ দিলে ভীষণ ভালো হয় ।

Back to top button