General Knowledge Notes in BengaliGeography Notes

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ – PDF

Highest Peak of Indian States and Union Territories

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ

আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ/ পয়েন্ট । ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এবং সেটি কোন পর্বতশ্রেণীর অন্তর্গত তার একটি সুস্পষ্ট ধারণা আজকের নোট থেকে পেয়ে যাবে। ভারতের ভূগোল বিষয়টির ওপর এখন থেকে অনেক ধরণের প্রশ্ন এসে থাকে । যেমন – পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? স্যাডল পিক কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ ? । এই নোটটি পড়া থাকলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর খুব সহজেই দেওয়া যাবে । list of highest peaks of different mountain ranges in indiaBibhinno Rajyer Sorbochcho Sringo Talika

ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলউচ্চতম শৃঙ্গপর্বতশ্রেণী
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জস্যাডল পিক
অরুণাচল প্রদেশকংটোপূর্ব হিমালয়
হিমাচল প্রদেশেররিও পাৰ্গিলপশ্চিম হিমালয়
জম্মু ও কাশ্মীরমাউন্ট K2কারাকোরাম
কর্ণাটকমুলায়নাগিরিপশ্চিম ঘাট
কেরালাআনাইমুদিপশ্চিম ঘাট
মহারাষ্ট্রকালসুবাইসাহ্যাদ্রি
মিজোরামফাওংপুইলুশাই পাহাড়
নাগাল্যান্ডসরামতিনাগা পাহাড়
রাজস্থানগুরু শিখরআরাবল্লী
সিকিমকাঞ্চনজঙ্ঘাপূর্ব হিমালয়
তামিলনাড়ুদোদাবেতানীলগিরি পাহাড়
ত্রিপুরাবেটলিংছিপজামুই পাহাড়
উত্তরাখণ্ডনন্দা দেবীহিমালয়
পশ্চিমবঙ্গসান্দাকফুপূর্ব হিমালয়
মনিপুরমাউন্ট টেম্পুনাগা পাহাড়
মেঘালয়শিলং পিকখাসি পাহাড়
অন্ধ্র প্রদেশআরমা কোন্দাপূর্বঘাট
ওড়িশাদেওমালায়পূর্বঘাট
হরিয়ানাকারও পিকশিবালিক হিমালয়
ঝাড়খন্ডপরেশনাথছোটনাগপুর মালভুমি
মধ্যপ্রদেশধূপগড়সাতপুরা
গুজরাটগিরনারগিরনার
গোয়াসংসগরপশ্চিম ঘাট
তেলেঙ্গানাদোলি গুট্টাদাক্ষিণাত্য মালভূমি
উত্তর প্রদেশআমসত পিকশিবালিক পর্বতশ্রেণী
বিহারসোমেশ্বর দুর্গশিবালিক পর্বতশ্রেণী
লাদাখসালতরো কাংড়িকারাকোরাম
দিল্লিতুঘলকাবাদ দুর্গআরাবল্লী
Highest Peak of Indian States and Union Territories

এই নোটটির PDF ফাইল নিচের Download লিংক থেকে ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ – বাংলা কুইজ
  • File Size : 991 KB
  • No. of Pages : 03
  • Formar : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Geography

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button