Current TopicsGeneral Knowledge Notes in Bengali
IIFA Awards 2024: Full List Of Winners in Bengali – ২৪তম আইফা অ্যাওয়ার্ড ২০২৪
২৪তম আইফা অ্যাওয়ার্ড ২০২৪ : প্রিয় বন্ধুরা , আজকে আমরা তুলে ধরলাম IIFA Awards 2024: Full List Of Winners in Bengali – ২৪তম আইফা অ্যাওয়ার্ড ২০২৪ । ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ -এ আবুধাবিতে ২৪তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা IIFA অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজিত হল ।
IIFA অ্যাওয়ার্ডের বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো।
ক্যাটাগরি | বিজয়ী |
---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | অ্যানিম্যাল |
শ্রেষ্ঠ পরিচালক | বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) |
শ্রেষ্ঠ অভিনেতা | শাহরুখ খান (জওয়ান) |
শ্রেষ্ঠ অভিনেত্রী | রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ) |
শ্ৰেষ্ঠ সহ-অভিনেতা | অনিল কাপুর (অ্যানিম্যাল ) |
শ্ৰেষ্ঠ সহ-অভিনেত্রী | শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি ) |
শ্রেষ্ঠ খলনায়ক | ববি দেওল (অ্যানিম্যাল ) |
শ্রেষ্ঠ নবাগত স্টার | আলি জেহ অগ্নিহোত্রী (ফররে) |
শ্রেষ্ঠ সংগীত পরিচালনা | অ্যানিম্যাল |
শ্রেষ্ঠ গীতিকার | সিদ্ধার্থ – গরিমা (সতরঙ্গ, অ্যানিম্যাল) |
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ) | ভূপিন্দর বাব্বল (অর্জন ভেল্লি, অ্যানিম্যাল) |
শ্ৰেষ্ঠ গল্প | ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান, সুমিত রায়, (রকি অউর রানি কি প্রেম কাহানি ) |
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (মহিলা) | শিল্পা রাও (ছলেয়া, জওয়ান) |
শ্রেষ্ঠ গল্প (অ্যাডপটেড) | বিধু বিনোদ চোপড়া, জাসকুনওয়ার কোহলি (টুয়েলভথ ফেল) |
শ্রেষ্ঠ চিত্রনাট্য | বিধু বিনোদ চোপড়া, জাসকুনওয়ার কোহলি, অনুরাগ পাঠক, আয়ুষ সাক্সেনা, বিকাশ দিব্যাকীর্তি (টুয়েলভথ ফেল) |
শ্ৰেষ্ঠ সংলাপ | ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি ) |
শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার | জি. কে. বিষ্ণু (জওয়ান ) |
শ্রেষ্ঠ সম্পাদনা | সন্দীপ রেড্ডি ভগ্গা (অ্যানিম্যাল ) |
শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং | সম্পথ আলওয়ার, ক্রিস জ্যাকবসন, রব মার্শাল, মারতি হামফ্রে (জওয়ান) |
শ্রেষ্ঠ আবহ সংগীত | হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল ) |
শ্রেষ্ঠ কোরিওগ্রাফি | বসকো সিজার (ঝুমে জো পাঠান, পাঠান) |
শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইন | শচীন সুধাকরণ, হরিহরন এম |
শ্রেষ্ঠ স্পেশাল এফেক্ট | রেড চিলিস ভিএফএক্স (জওয়ান) |
এরকম আরও কিছু পোস্ট –
To check our latest Posts - Click Here
There is apparently a bunch to realize about this. I feel you made various nice points in features also.
You made some good points there. I did a search on the issue and found most guys will approve with your site.