Current TopicsGeneral Knowledge Notes in Bengali

IIFA Awards 2024: Full List Of Winners in Bengali – ২৪তম আইফা অ্যাওয়ার্ড ২০২৪

২৪তম আইফা অ্যাওয়ার্ড ২০২৪ : প্রিয় বন্ধুরা , আজকে আমরা তুলে ধরলাম IIFA Awards 2024: Full List Of Winners in Bengali – ২৪তম আইফা অ্যাওয়ার্ড ২০২৪ । ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ -এ আবুধাবিতে ২৪তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা IIFA অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজিত হল ।
IIFA অ্যাওয়ার্ডের বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো।

ক্যাটাগরিবিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্রঅ্যানিম্যাল
শ্রেষ্ঠ পরিচালকবিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
শ্রেষ্ঠ অভিনেতাশাহরুখ খান (জওয়ান)
শ্রেষ্ঠ অভিনেত্রীরানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে )
শ্ৰেষ্ঠ সহ-অভিনেতাঅনিল কাপুর (অ্যানিম্যাল )
শ্ৰেষ্ঠ সহ-অভিনেত্রীশাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি )
শ্রেষ্ঠ খলনায়কববি দেওল (অ্যানিম্যাল )
শ্রেষ্ঠ নবাগত স্টারআলি জেহ অগ্নিহোত্রী (ফররে)
শ্রেষ্ঠ সংগীত পরিচালনাঅ্যানিম্যাল
শ্রেষ্ঠ গীতিকারসিদ্ধার্থ – গরিমা (সতরঙ্গ, অ্যানিম্যাল)
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ)ভূপিন্দর বাব্বল (অর্জন ভেল্লি, অ্যানিম্যাল)
শ্ৰেষ্ঠ গল্পঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান, সুমিত রায়,
(রকি অউর রানি কি প্রেম কাহানি )
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (মহিলা)শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
শ্রেষ্ঠ গল্প (অ্যাডপটেড)বিধু বিনোদ চোপড়া, জাসকুনওয়ার
কোহলি (টুয়েলভথ ফেল)
শ্রেষ্ঠ চিত্রনাট্যবিধু বিনোদ চোপড়া, জাসকুনওয়ার
কোহলি, অনুরাগ পাঠক, আয়ুষ সাক্সেনা,
বিকাশ দিব্যাকীর্তি (টুয়েলভথ ফেল)
শ্ৰেষ্ঠ সংলাপঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি )
শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারজি. কে. বিষ্ণু (জওয়ান )
শ্রেষ্ঠ সম্পাদনাসন্দীপ রেড্ডি ভগ্গা (অ্যানিম্যাল )
শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিংসম্পথ আলওয়ার, ক্রিস জ্যাকবসন, রব মার্শাল, মারতি হামফ্রে (জওয়ান)
শ্রেষ্ঠ আবহ সংগীতহর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল )
শ্রেষ্ঠ কোরিওগ্রাফিবসকো সিজার (ঝুমে জো পাঠান, পাঠান)
শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনশচীন সুধাকরণ, হরিহরন এম
শ্রেষ্ঠ স্পেশাল এফেক্টরেড চিলিস ভিএফএক্স (জওয়ান)

এরকম আরও কিছু পোস্ট –

ফিল্মফেয়ার পুরস্কার 2024

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button