NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব – PDF

Important National Days of India

ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব নিয়ে। কোন দিনে কোন দিবস পালন করা হয় এবং কেন পালন করা হয় সেটি তোমাদের জন্য সুন্দর করে দেওয়া রইলো।

ভারতের জাতীয় দিবস তালিকা 

ভারতের জাতীয় দিবস তালিকা দেওয়া রইলো ।

দিনজাতীয় দিবসগুরুত্ব
জানুয়ারি ৯প্রবাসী ভারতীয় দিবস
Pravasi Bharatiya Divas
১৯৪৫ সালে এই দিনে গান্ধীজি ভারতের ফিরে এসেছিলেন
জানুয়ারি ১২জাতীয় যুব দিবস
National Youth Day
১৮৬৩ সালে এই দিনে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন
জানুয়ারি ১৫জাতীয় সেনা দিবস
National Army Day
এই দিনে ১৯৪৯ সালে জেনারেল কেএম কারিয়াপ্পা ভারতীয় সেনা বাহিনীর কম্যান্ডার-ইন-চিফ পদের দায়িত্ব নেন
জানুয়ারি ২৪জাতীয় কন্যা শিশু দিবস National Girl Child Dayভারতে কন্যা শিশুদের সমর্থন এবং বিভিন্ন সুযোগ প্রদানের উদ্দেশ্যে এই দিনটি উদযাপিত হয়
জানুয়ারি ২৪জাতীয় ভোটার দিবস National Tourism Dayএই দিনে ১৯৫০ সালে গঠন করা হয় ভারতের নির্বাচন কমিশন
জানুয়ারি ২৬প্রজাতন্ত্র দিবস
Republic Day
১৯৩০ সালে এই দিনটিকে জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল
জানুয়ারি ৩০শহীদ দিবস
Martyr’s Day
গান্ধীজির প্রয়াণ দিবস
ফেব্রুয়ারি ১ভারতীয় কোস্টগার্ড দিবস
Indian Coastguard Day
১৯৭৭ সালে এই দিনে ভারতীয় কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয়েছিল
ফেব্রুয়ারি ১৩জাতীয় মহিলা দিবস
National Women’s Day
সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৮৭৯ খ্রিস্টাব্দে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
ফেব্রুয়ারি ২৪কেন্দ্রীয় আবগারি দিবস
Central Excise Day
১৯৪৪ সালে এই দিন Central Excise and Salt act চালু হয়েছিল
ফেব্রুয়ারি ২৮জাতীয় বিজ্ঞান দিবস
National Science Day
১৯২৮ সালে এই দিনে বিজ্ঞানী সি ভি রমন, রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন
মার্চ ৪জাতীয় সুরক্ষা দিবস
National Security Day
১৯৬৬ সালে এই দিনে National Security Council (NSC) প্রতিষ্ঠিত হয়েছিল
মার্চ ১৬জাতীয় টিকাদান দিবস
National Vaccination Day
১৯৯৫ সালে এই দিনে ভারতের পালস পোলিও প্রোগ্রাম শুরু হয়েছিল
এপ্রিল ৫জাতীয় সমুদ্র দিবস
National Maritime Day
আন্তঃমহাদেশীয় বাণিজ্য এবং অর্থনীতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৬৪ সালে প্রথম উদযাপন করা হয়েছিল
এপ্রিল ৫সমতা দিবস
Samta Diwas
১৯০৮ খ্রিস্টাব্দে এই দিনে জাতীয়তাবাদী রাজনীতিবিদ বাবু জগজীবন রাম জন্মগ্রহণ করেছিলেন।
এপ্রিল ১১জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস
National Safe Motherhood Day
১৮৬৯ সালে এই দিনে কস্তুরবা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন
এপ্রিল ১৩জালিয়ানওয়ালা দিবস
Jallianwala Day
১৯১৯ সালের ১৩ এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালা হত্যাকান্ড হয়েছিল
এপ্রিল ২১সিভিল সার্ভিসেস ডে
Civil Services Day
সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ সালে এই দিনে দিল্লির মেটক্যাল্ফ হাউসে প্রশাসনিক পরিষেবা আধিকারিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এপ্রিল ২৪জাতীয় পঞ্চায়েতী দিবস
National Panchayati Day
পঞ্চায়েতী রাজ্ সম্পর্কিত ৭৩তম সংবিধান সংশোধনী ১৯৯২ সালে এই দিন থেকে কার্যকরী হয়েছিল।
এপ্রিল ২৪মানব একতা দিবস
Manav Ekta Diwas
এই দিন বাবা গুরবচন সিং জি প্রয়াত হয়েছিলেন
মে ১১জাতীয় প্রযুক্তি দিবস
National Technology Day
১৯৯৮ সালে এই দিনে পোখরানে পারমাণবিক বোমা টেস্ট করা হয়েছিল (অপারেশন শক্তি )
মে ২১জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস
Death of Rajib Gandhi
১৯৯১ সালে এই দিনে তামিলনাড়ুতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল
জুলাই ১জাতীয় ডাক্তার দিবস
National Doctors’ Day
১৮৮২ সালে এই দিনে ডাঃ বিধান চন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন
আগস্ট ৯ভারত ছাড়ো আন্দোলন
Quit India Day
১৯৪২ সালে এই দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ।
আগস্ট ১৫স্বাধীনতা দিবস
Indian Independence Day
১৯৪৭ সালে এই দিনে ভারত স্বাধীনতা লাভ করেছিল।
আগস্ট ২০জাতীয় সদ্ভাবনা দিবস
National Sadvabana Divas
১৯৪৪ সালে এই দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জন্মগ্রহণ করেছিলেন
আগস্ট ২৯জাতীয় ক্রীড়া দিবস
National Sports Day
প্রখ্যাত হকি প্লেয়ার ধ্যানচাঁদ ১৯০৫ সালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন
সেপ্টেম্বর ৫শিক্ষক দিবস
Teachers’ Day
১৮৮৮ খ্রিস্টাব্দে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন এই দিনে জন্মগ্রহণ করেছিলেন
সেপ্টেম্বর ১৪হিন্দী দিবস
Hindi Day
১৯৪৯ সালের ১৪ই সেপ্টেম্বর হিন্দী ভাষাকে ভারতের কেন্দ্র সরকারের অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল
সেপ্টেম্বর ১৫ইঞ্জিনিয়ার্স দিবস
Engineer’s Day
এম বিশ্বেসরাইয়া জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৮৬১ সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
অক্টোবর ২গান্ধী জয়ন্তী
Gandhi Jayanti
মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে পালন করা হয়। তিনি ১৮৬৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
অক্টোবর ৮জাতীয় বিমান বাহিনী দিবস
National Air-Force Day
এই দিনে ১৯৩২ সালে ভারতীয় বিমানবাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল।
অক্টোবর ১০জাতীয় ডাক দিবস
National Post Day
অক্টোবর ৯ তারিখেবিশ্ব ডাক দিবস পালন করা হয়। ভারতের ঠিক পরের দিন জাতীয় ডাক দিবস পালন করা হয়।
অক্টোবর ১৫বিশ্ব ছাত্র দিবস
World Students’ Day
ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৯৩১ সালে তিনি এই দিনে রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন।
অক্টোবর ৩১জাতীয় একতা দিবস
National Unity Day
২০১৪ সাল থেকে প্রতিবছর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৮৭৫ সালে সর্দার প্যাটেল এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
নভেম্বর ৭জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস
National Cancer Awareness Day
ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০১৪ সাল থেকে ৭ই নভেম্বর প্রতিবছর এই দিবস পালন করা হয়।
নভেম্বর ৯জাতীয় আইনী সেবা দিবস
National Legal Services Day
এই দিনে ১৯৮৭ সালে Indian Legal Services Authorities Act কার্যকরী হয়েছিল।
নভেম্বর ১৪জাতীয় শিশু দিবস
National Children’s Day
জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৮৮৯ খ্রিস্টাব্দে এই দিনে তিনি প্রয়াগরাজে জন্মগ্রহণ করেছিলেন।
নভেম্বর ১৭জাতীয় মৃগী দিবস
National Epilepsy Day
মৃগী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৭ই নভেম্বরে ভারতের জাতীয় মৃগী দিবস পালন করা হয়।
নভেম্বর ১৯জাতীয় সংহতি দিবস
National Integration Day
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৯১৭ খ্রিস্টাব্দে এই দিনে তিনি প্রয়াগরাজে জন্মগ্রহণ করেছিলেন।
নভেম্বর ২৬জাতীয় আইন দিবস / সংবিধান দিবস
National Law Day / Constitution Day
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল।
ডিসেম্বর ৩অ্যাডভোকেট দিবস
Advocate’s Day
ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের জন্মজয়ন্তীতে পালন করা হয়। ১৮৮৪ খ্রিস্টাব্দে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
ডিসেম্বর ৪জাতীয় নৌবাহিনী দিবস
National Navy Day
১৯৭১ সালে ঠিক এই দিনে অর্থাৎ ৪ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর
ডিসেম্বর ৭ভারতের পতাকা দিবস
Flag Day of India
১৯৪৯ সাল থেকে প্রতিবছর ৭ই ডিসেম্বর এই দিনটি পালন করা হয় ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সম্মান জানাতে ।
ডিসেম্বর ১৪জাতীয় শক্তি সংরক্ষণ দিবস
National Energy Conservation Day
১৯৯১ সালে এই দিনে প্রথমবারের জন্য National Energy Conservation Awards প্রদান করা হয়েছিল।
ডিসেম্বর ১৬বিজয় দিবস
Vijay Diwas
বিজয় দিবস ভারতে ১৬ ডিসেম্বর স্মরণ করা হয়, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার জয়কে উদযাপনের জন্য।
ডিসেম্বর ২২জাতীয় গণিত দিবস
National Mathematics Day
শ্রীনিবাস রামানুজন-এর জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৮৮৭ সালে এই দিনে ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রদেশের তাঞ্জোর জেলার ইরেভদ শহরে জন্ম গ্রহণ করেন তিনি।
ডিসেম্বর ২৩জাতীয় কৃষক দিবস
National Farmers’ Day 
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরন সিং এর জন্মবার্ষিকীতে পালন করা হয়।
ডিসেম্বর ২৫সুশাসন দিবস
Good Governance Day
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির এর জন্মবার্ষিকীতে পালন করা হয়। ১৯২৪ সালে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
Important National Days of India

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক পেয়ে যাবে ।


Download Section

  • File Name : ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব – বাংলা কুইজ
  • File Size : 1.7 MB
  • No. of Pages : 07
  • Format : PDF

আরও দেখে নাও :

জাতীয় এবং আন্তর্জাতিক দিবস

জাতীয় মহিলা দিবস | National Women’s Day

পাই দিবস – কবে, কেন পালন করা হয় ?

বিশ্ব শিশু দিবস – ২০ই নভেম্বর । World Children’s Day

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button