Current TopicsGeneral Knowledge Notes in Bengali

Grand Slam Tennis Winners 2024 – টেনিস গ্রান্ড স্ল্যাম বিজেতাদের তালিকা ২০২৪

টেনিস গ্রান্ড স্ল্যাম বিজেতাদের তালিকা ২০২৩

Grand Slam Tennis Winners 2024 : লন টেনিসের চারটি মেজর টুর্নামেন্ট হলো গ্রান্ড স্ল্যাম। এগুলি খেলার জগতে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট, তেমনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই পোস্টে এই চারটি গ্র্যান্ডস্লাম বিজেতাদের তালিকা দেওয়া রইলো ।

২০২৪ সালের টেনিস গ্র্যান্ড স্ল্যাম সময়সূচী

২০২৪ সালে কোথায় ও কবে বিভিন্ন টেনিস গ্রান্ড স্ল্যাম অনুষ্ঠিত হতে চলেছে তার তালিকা নিচে দেওয়া রইলো।

গ্র্যান্ডস্লামসময়সূচিস্থান
অস্ট্রেলিয়া ওপেন১২ – ২৮ জানুয়ারি , ২০২৪মেলবোর্ন পার্ক, মেলবোর্ন, অস্ট্রেলিয়া
ফ্রেঞ্চ ওপেন২০ মে -৯ জুন, ২০২৪স্টেড রোল্যান্ড গ্যারোস, প্যারিস, ফ্রান্স
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ১ – ১ ৪ জুলাই, ২০২৪অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব, লন্ডন, ইংল্যান্ড
US ওপেন২৬ অগাস্ট – ৮ সেপ্টেম্বর, ২০২৪USTA বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, নিউ ইয়র্ক সিটি, ইউএস

Also Check : IPL 2023 – একনজরে আইপিএল ২০২৩ – PDF

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪

২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন এ বিজয়ীদের তালিকা নিচে দেওয়া রইলো।

বিভাগবিজেতা
পুরুষদের সিঙ্গেলসজনিক সিনার (ইতালি )
মহিলাদের সিঙ্গেলসআরিনা সাবালেঙ্কা (বেলারুশ )
পুরুষদের ডাবলসরোহান বোপান্না (ভারত) ম্যাথিউ এবডেন (অস্ট্রেলিয়া )
মহিলাদের ডাবলসহিসিয়েহ সু-ওয়েই (তাইওয়ান) এলিস মার্টেনস (বেলজিয়াম )
মিক্সড ডাবলসহিসিয়েহ সু-ওয়েই (তাইওয়ান) ও জ্যান জিলিনস্কি (পোল্যান্ড )
অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪ বিজেতাদের তালিকা

ফ্রেঞ্চ ওপেন ২০২৪

২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেন বিজয়ীদের তালিকা নিচে দেওয়া রইলো।

বিভাগবিজেতা
পুরুষদের সিঙ্গেলসকার্লোস আলকারাজ (স্পেন )
মহিলাদের সিঙ্গেলসইগা সিওনতেক(পোল্যান্ড )
পুরুষদের ডাবলসমার্সেলো আরেভালো (স্পেন ) এবং মেট পেভিক (ক্রোয়েশিয়া )
মহিলাদের ডাবলসকোকো গফ (মার্কিন যুক্তরাষ্ট্র ) এবং ক্যাটরিনা সিনিয়াকোভা (চেক প্রজাতন্ত্রের )
মিক্সড ডাবলসলরা সিগমুন্ড (জার্মান ) এবং এডোয়ার্ড রজার-ভ্যাসেলিন (ফ্রেঞ্চ )
ফ্রেঞ্চ ওপেন ২০২৪ বিজেতা তালিকা

Also Check : ফ্রেঞ্চ ওপেন ২০২৩ – বিজেতাদের তালিকা

উইম্বলডন ওপেন ২০২৪

২০২৪ সালের উইম্বলডন ওপেন বিজয়ীদের তালিকা নিচে দেওয়া রইলো।

বিভাগবিজেতা
পুরুষদের সিঙ্গেলসকার্লোস আলকারাজ গারফিয়া (স্পেন )
মহিলাদের সিঙ্গেলসবারবোরা ক্রেজিকোভা (চেক প্রজাতন্ত্র )
পুরুষদের ডাবলসহেনরি প্যাটেন (ব্রিটিশ )
মহিলাদের ডাবলসটেলর টাউনসেন্ড (মার্কিন যুক্তরাষ্ট্র ) ও ক্যাটরিনা সিনিয়াকোভা (চেক প্রজাতন্ত্রের )
মিক্সড ডাবলসহিসিয়েহ সু-ওয়েই (তাইওয়ান) ও জ্যান জিলিনস্কি (পোল্যান্ড )
উইম্বলডন ওপেন ২০২৩ বিজেতাদের তালিকা

ইউ এস ওপেন ২০২৪

ইউ এস ওপেন ২০২৪ এর বিজেতাদের তালিকা নিচে দেওয়া রইলো ।

বিভাগবিজেতা
পুরুষদের সিঙ্গেলসজনিক সিনার (ইতালি )
মহিলাদের সিঙ্গেলসআরিনা সাবালেঙ্কা (বেলারুশ )
পুরুষদের ডাবলসম্যাক্স পার্সেল এবং জর্ডান থম্পসন (উভয় অস্ট্রেলিয়ান)
মহিলাদের ডাবলসলিউডমিলা কিচেনক (ইউক্রেন) এবং জেলেনা ওস্তাপেনকো (লাটভিয়া)
মিক্সড ডাবলসসারা এররানি এবং আন্দ্রেয়া ভাভাসোরি (দুজনেই ইতালি থেকে)
ইউ এস ওপেন ২০২৩ বিজেতাদের তালিকা

কে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন?

নোভাক জোকোভিচ

পুরুষদের একক বিভাগে উইম্বলডন ওপেন ২০২৪ কে জিতে নিয়েছেন ?

কার্লোস আলকারাজ গারফিয়া (স্পেন )

মহিলাদের সিঙ্গেলসে উইম্বলডন ওপেন ২০২৪ কে চ্যাম্পিয়ন হয়েছেন ?

বারবোরা ক্রেজিকোভা (চেক প্রজাতন্ত্র )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button