NotesGeneral Knowledge Notes in Bengali
জীববিদ্যা সংক্রান্ত কিছু শব্দের পূর্ণরূপ – Full form of Biological Terms – PDF
List of Biological Abbreviations and their full forms
জীববিদ্যা সংক্রান্ত কিছু শব্দের পূর্ণরূপ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো জীববিদ্যা সংক্রান্ত কিছু শব্দের পূর্ণরূপ (List of Biological Abbreviations and their full forms ) নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই জীবনবিজ্ঞানের কোনো একটি Abbreviation তুলে দিয়ে তার পূর্ণরূপ বা Full Form জানতে চাওয়া হয়। নিচের তালিকাটি মনে রাখলে খুব সহজেই সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।
জীববিদ্যা সংক্রান্ত কিছু শব্দের পূর্ণরূপ তালিকা
নং | সংক্ষিপ্ত নাম | সম্পূর্ণ নাম |
---|---|---|
1 | ADP | অ্যাডিনোসিন ডাইফসফেট |
2 | BMR | বেসাল মেটাবলিক রেট |
3 | ATP | অ্যাডিনোসিন ট্রাইফসফেট |
4 | ESR | এরিথ্রোসাইট সেডিমেনটেশন রেট |
5 | ECG | ইলেকট্রোকার্ডিয়োগ্রাম |
6 | EEG | ইলেকট্রো এনসেফালোগ্রাম |
7 | MRI | ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং |
8 | DNA | ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড |
9 | RNA | রাইবোনিউক্লিক অ্যাসিড |
10 | BP | ব্লাড প্রেশার |
11 | HIV | হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস |
12 | RBC | রেড ব্লাড় করপাসল |
13 | WBC | হোয়াইট ব্লাড করপাসল |
14 | HDL | হাই ডেনসিটি লাইপোপ্রোটিন |
15 | LDL | লো ডেনসিটি লাইপোপ্রোটিন |
16 | AIDS | অ্যাকোয়ার্ল্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম |
17 | CT Scan | কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান |
18 | GM Seed | জেনেটিকালি মডিফায়েড সিড |
19 | DDT | ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন |
20 | BHC | বেনজিন হেক্সাক্লোরাইড |
21 | WWF | ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড |
22 | CNS | সেন্ট্রাল নার্ভাস সিস্টেম |
23 | CSF | সেরিব্রো স্পাইনাল ফ্লুইড |
24 | RuBP | রাইবিউলোজ বাইফসফেট |
25 | NADP | নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট |
26 | PGA | ফসফোগ্লিসারিক অ্যাসিড |
27 | PGAID | ফসফোগ্লিসারালডিহাইড |
28 | TCA | ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড |
29 | EMP | এম্বডেন-মেয়ারহফ-পারনেস |
30 | ETS | ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম |
31 | PQ | ফটোসিন্থেটিক কোশেন্ট |
32 | RQ | রেসপিরেটরি কোশেন্ট |
33 | IAA | ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড |
34 | GA | জিব্বেরেলিক অ্যাসিড |
35 | STH | সোমাটোট্রপিক হরমোন |
36 | GTH | গোনাডোট্রপিক হরমোন |
37 | ACTH | অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন |
38 | ADH | অ্যান্টি ডাইইউরেটিক হরমোন |
39 | LH | লিউটিনাইজিং হরমোন |
40 | TMV | টোবাকো মোজেইক ভাইরাস |
41 | TSH | থাইরয়েড স্টিমুলেটিং হরমোন |
42 | BT | ব্লিডিং টাইম |
43 | CT | ক্লটিং টাইম |
44 | USG | আলট্রাসোনোগ্রাফি |
45 | IVF | ইন-ভিট্রো ফার্টিলাইজেশন |
জীববিদ্যার কিছু সংক্ষিপ্ত নামের পূর্ণ রূপ – প্রশ্ন ও উত্তর
১. AIDS এর পূর্ণ রূপ কি ?
২. ডিএনএ (DNA) এর পুরো কথা কী?
Deoxyribonucleic acid (ডি-অক্সিরাইবোনিউক্লিক )
৩. আর এন এ (RNA) এর পুরো কথা কী?
Ribo Nuclic Acid (রাইবো নিউক্লিক অ্যাসিড)
৪. TMV এর পূর্ণরূপ কি
Tobacco mosaic virus (টোবাকো মোজাইক ভাইরাস )
এরকম আরও কিছু পোস্ট :
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত শব্দের পূর্ণরূপ – Computer Related Full Form
- প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান
- প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান
- বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF
- মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম
- জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান/আবিষ্কার
Download Section :
File Name : জীববিদ্যা সংক্রান্ত কিছু শব্দের পূর্ণরূপ – Full form of Biological Terms – বাংলা কুইজ
File Size : 1.6 MB
No. of Pages : 03
Format : PDF
To check our latest Posts - Click Here