Geography NotesGeneral Knowledge Notes in Bengali

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF

List of Important Waterfalls of the World

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর কিছু উল্লেখযোগ্য জলপ্রপাত নিয়ে (List of Important Waterfalls of the World )

বিশ্বের উচ্চতম জলপ্রপাত তালিকা

বিশ্বের উচ্চতম জলপ্রপাত তালিকা নিচে দেওয়া রইলো।

জলপ্রপাতউচ্চতা (মিটার )দেশ
অ্যাঞ্জেল জলপ্রপাত৯৭৯ভেনেজুয়েলা
তুগেলা জলপ্রপাত৯৪৮দক্ষিণ আফ্রিকা
ট্রেস হেরমানাস জলপ্রপাত৯১৪পেরু
ওলো উপেনা জলপ্রপাত৯০০মার্কিন যুক্তরাষ্ট্র
উমবিল্লা জলপ্রপাত৮৯৬পেরু
ভিন্নুফসেন জলপ্রপাত৮৬০নরওয়ে
বালাইফসেন জলপ্রপাত৮৫০নরওয়ে
জেমস ব্রুস জলপ্রপাত৮৪০কানাডা
ব্রাউন জলপ্রপাত৮৩৬নিউজিলান্ড
স্ট্রুপেন জলপ্রপাত৮২০নরওয়ে
বিহিলাউ জলপ্রপাত৭৯২মার্কিন যুক্তরাষ্ট্র
কলোনিয়াল ক্রিক জলপ্রপাত৭৮৮মার্কিন যুক্তরাষ্ট্র
মঙ্গেফসেন জলপ্রপাত৭৭৩নরওয়ে
গোকতা ক্যাটারাক্টস৭৭১পেরু
মুতারাজি জলপ্রপাত৭৬২জিম্বাবুয়ে
ওসেমাইট জলপ্রপাত৭৩৯মার্কিন যুক্তরাষ্ট্র
ক্যাসকেড দি ট্রু দে ফের৭২৫ফ্রান্স
ওলমাফসেন৭২০নরওয়ে
মানওয়াইনুই জলপ্রপাত৭১৯মার্কিন যুক্তরাষ্ট্র
কেজেরাগফোসেন৭১৫নরওয়ে
হ্যারিসন বেসিন জলপ্রপাত৭০৭মার্কিন যুক্তরাষ্ট্র
হালোকু জলপ্রপাত৭০০মার্কিন যুক্তরাষ্ট্র
চেম্বারলাইন জলপ্রপাত৭০০নিউজিল্যান্ড
আলফ্রেড ক্রিক জলপ্রপাত৭০০কানাডা
দান্তেফোসেন৭০০নরওয়ে
ব্রুফোসেন৬৯৮নরওয়ে
স্পায়ারফোসেন৬৯০নরওয়ে
কুকেনাম, সাল্টো৬৭৪ভেনেজুয়েলা
ইউতাজ, সাল্টো৬৭১ভেনেজুয়েলা
বিশ্বের উচ্চতম জলপ্রপাত তালিকা

বিশ্বের বিখ্যাত কিছু জলপ্রপাত

বিশ্বে জলপ্রপাত সংখ্যা অসীম। কোনো জলপ্রপাত তার উচ্চতার জন্য বিখ্যাত, আবার কেউ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কেউ বা অন্য কোনো বিশেষ কারণে বিখ্যাত। দেখেই নিয়ে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ৫টি জলপ্রপাত ।

১. ইগুয়াসু জলপ্রপাত

ইগুয়াসু জলপ্রপাত আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গুলির মধ্যে একটি। কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই জলপ্রপাতের সৃষ্টি হয়।

২. নায়াগ্রা জলপ্রপাত

সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জলপ্রপাত ভ্রমণকারীদের অত্যন্ত জনপ্রিয় ।

৩. ভিক্টোরিয়া জলপ্রপাত

দক্ষিণ আমেরিকার জাম্বেজি নদীতে সৃষ্ট হয়েছে। একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

 

৪. কাইটিউর জলপ্রপাত

গুয়েনাতে অবস্থিত। এটি ভিক্টোরিয়া জলপ্রপাতের প্রায় দ্বিগুণ এবং নায়াগ্রা জলপ্রপাতের চেয়ে প্রায় ৫ গুন্ উঁচু।

৫. অ্যাঞ্জেল জলপ্রপাত

ভেনেজুয়েলার এই জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাত। কটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

আরও দেখে নাও :

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী –  PDF –  Major Straits of the World

ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত

পশ্চিমবঙ্গের নদনদী

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল – PDF – গুরুত্বপূর্ণ নদনদী

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download Section :

  • File Name : বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size : 1.4 MB
  • Format : PDF
  • No. of Pages : 03

বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
বিশ্বের উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল ফলস্।

অ্যাঞ্জেল ফলস্ কোন দেশে অবস্থিত ?
ভেনেজুয়েলা ।

অ্যাঞ্জেল জলপ্রপাতটির উচ্চতা কত?
৯৭৯ মিটার (প্রায়)

আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
নায়াগ্রা জলপ্রপাত।

নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button