Geography NotesGeneral Knowledge Notes in Bengali

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী তালিকা PDF – Major Straits of the World

List of the Major Straits of the World

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী তালিকা PDF

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী তালিকা ( List of the Major Straits of the World ) নিয়ে। আমরা প্রণালী গুলি মহাদেশ ভিত্তিক ভাগ করে আলোচনা করেছি যাতে তোমাদের  মনে রাখতে ও বুঝতে হয় । কিছু বিভিন্ন মহাদেশের প্রনালীসমূহ নিয়ে আলোচনায় যাবার আগে দেখে নিয়ে যে প্রণালী সম্পর্কিত কিছু তথ্য।

প্রণালী কি ?

প্রণালী

প্রণালী হলো প্রাকৃতিক ভাবে গঠিত সরু ও সাধারণত নাব্যযোগ্য জলপথ যা দুটি বৃহত্তর জলাধারের সাথে সংযোগ স্থাপন করে। বেশিরভাগ ক্ষেত্রে প্রণালী হলো জলের একটি চ্যানেল যা দুটি স্থলভাগের মধ্যে অবস্থিত।

প্রণালীর গুরুত্বগুলি লেখ।

নৌ-বাণিজ্য পথ হিসেবে প্রণালী গুলির গুরুত্ব অপরিসীম।
প্রনালীগুলি সাধারণত গুরুত্বপূর্ণ তৈল উৎপাদক অঞ্চলে অবস্থিত হওয়ায় অর্থনৈতিক দিক থেকে এগুলির গুরুত্ব অপরিসীম।
ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রনালীগুলি।
প্রনালীগুলি দুটি স্থলভাগকে জলপথের মাধ্যমে পৃথক করে, অন্যদিকে দিয়ে দেখলে দুটি ভিন্ন স্থলভাগকে ( দেশ বা মহাদেশ ) সংকীর্ণ জলপথের মাধ্যমে যুক্ত করে।

মহাদেশভিত্তিক বিভিন্ন প্রণালীর তালিকা

দেওয়া রইলো মহাদেশ ভিত্তিক বিভিন্ন প্রণালীর তালিকা।

এশিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী

এশিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী তালিকা দেওয়া রইলো।

প্রণালীর নামবিচ্ছিন্ন করেছেযুক্ত করেছে
বেরিং প্রণালীএশিয়া ও উত্তর আমেরিকাপূর্ব সাইবেরিয়া সাগর ও বেরিং সাগর
কোরিয়া প্রণালীদক্ষিন কোরীয়া ও কিয়ুশু (জাপান )জাপান সাগর ও পীত সাগর
তাতার প্রণালীপূর্ব রাশিয়া ও সাখালিনওখটক্স সাগর ও জাপান সাগর
তাইওয়ান প্রণালীতাইওয়ান ও এশিয়া ভূখন্ডপূর্ব চীন ও উত্তর চীন সাগর
হর্মুজ প্রণালীসংযুক্ত আরব আমিরশাহি ও ইরানওমান উপসাগর ও পারস্য উপসাগর
মালাক্কা প্রনালীমালয় উপদ্বীপ ও সুমাত্রাজাভা সাগর ও বঙ্গোপসাগর
সুন্ডা প্রণালীজাভা ও সুমাত্রাজাভা সাগর ও ভারত মহাসাগর
মাকাসার প্রনালীবোর্নিও ও সেলেবস দ্বীপ পুঞ্জসেলেবস সাগর ও জাভা সাগর
লাজোন প্রণালীতাইওয়ান ও ফিলিপিন্সদক্ষীণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর
লে পেরুজ প্রণালীসাখালিন দ্বীপপুঞ্জ ও হোক্কাইডো দ্বীপপুঞ্জওখটক্স সাগর ও জাপান সাগর
ফার্মোসা প্রনালীতাইওয়ান ও চীনপূর্ব চিনসাগর ও দক্ষিণ চীন সাগর
বসফরাস প্রণালীএশিয়া ও ইউরোপকৃষ্ণসাগর ও মার্মারা সাগর
দার্দেনালিস প্রণালীএশিয়া ও ইউরোপভূমধ্যসাগর ও মার্মারা সাগর
পক প্রণালীভারত ও শ্রীলংকাবঙ্গোপসাগর ও আরবসাগর
এশিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী
image
পক প্রণালী
image 1
হরমুজ প্রণালী

ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী

ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী তালিকা দেওয়া রইলো।

প্রণালীর নামবিচ্ছিন্ন করেছেযুক্ত করেছে
সিসিলি প্রণালীসিসিলি দ্বীপপুঞ্জ ও তিউনেশিয়াপশ্চিম ও পূর্ব ভূমধ্যসাগর
ওটরান্টো প্রণালীঅ্যাড্রিয়াটিক ও গ্রেট ব্রিটেনইতালি ও আলবেনিয়া
কর্ফু প্রণালীআলবেনিয়া ও গ্রিসঅ্যাড্রিয়াটিক সাগর ও আয়োনিয়ান সাগর
জিব্রাল্টার প্রণালীইউরোপ ও আফ্রিকাভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
বনিফেসিয়ো প্রণালীসার্ডিনিয়া দ্বীপ (ইটালি) ও কার্সিকা (ফ্রান্স )টিরেনিয়ান সাগর ও ভূমধ্যসাগর
মেসিনা প্রণালীসিসিলি ও ইতালির মূল ভূখণ্ডটিরেনিয়ান সাগর ও ভূমধ্যসাগর
বসফরাস প্রণালীএশিয়া ও ইউরোপকৃষ্ণসাগর ও মার্মারা সাগর
কার্চ প্রণালীকার্চ (ইউক্রেন ) ও রাশিয়াঅ্যাজোভ সাগর ও কৃষ্ণসাগর
ডোভার প্রণালীফ্রান্স ও ইংল্যান্ডইংলিশ চ্যানেল ও উত্তর সাগর
ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী

আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রণালী

আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রণালী বিভিন্ন প্রণালী তালিকা দেওয়া রইলো।

প্রণালীর নামবিচ্ছিন্ন করেছেযুক্ত করেছে
জিব্রাল্টার প্রণালীইউরোপ (স্পেইন ) ও আফ্রিকা (মরোক্কো )ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
বব-এল মানডেব প্রণালীসোমালিয়া ও ইয়েমেনলোহিত সাগর ও ইডেন উপসাগর
পেম্বা প্রণালীআফ্রিকার মূল ভূখণ্ড ও পেম্বা দ্বীপপুঞ্জভারত মহাসাগরের মধ্যে অবস্থিত
মোজাম্বিক প্রণালীমাদাগাস্কার ও মোজাম্বিকভারত মহাসাগরের মধ্যে অবস্থিত
টিরান প্রণালীআরব ও সিনাইলোহিতসাগর ও আকাবা উপসাগর
জাঞ্জিবার প্রণালীজাঞ্জিবার ও তানজানিয়াভূমধ্যসাগর ও ট্রেনিয়ান সাগর
আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রণালী

উত্তর আমেরিকার বিভিন্ন প্রণালী

উত্তর আমেরিকার বিভিন্ন প্রণালী তালিকা দেওয়া রইলো।

প্রণালীর নামবিচ্ছিন্ন করেছেযুক্ত করেছে
ডেভিস প্রণালীগ্রীনল্যান্ড ও কানাডাবাফিন বে ও ল্যাব্রাডার সাগর
হাডসন প্রণালীব্যাফিন দ্বীপপুঞ্জ ও উনজাভা উপদ্বীপহাডসন উপসাগর ও ল্যাব্রাডার সাগর
বেরিং প্রণালীএশিয়া ও উত্তর আমেরিকাউত্তর মহাসাগর (পূর্ব সাইবেরিয়া সাগর ) ও প্রশান্ত মহাসাগর (বেরিং সাগর )
ফ্লোরিডা প্রণালীকিউবা ও ফ্লোরিডা দ্বীপপুঞ্জআটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগর
ইউকাটান প্রণালীমেক্সিকো ও কিউবামেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর
উত্তর আমেরিকার বিভিন্ন প্রণালী

দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রণালী

দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রণালী তালিকা দেওয়া রইলো।

প্রণালীর নামবিচ্ছিন্ন করেছেযুক্ত করেছে
লা মেরি প্রণালীআর্জেন্টিনা ও এসটাডোস দ্বীপআটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত
ম্যাজেলান প্রণালীদক্ষিণ আমেরিকার মূলভূখণ্ড ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জআটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
কলম্বাস প্রণালীত্রিনিদাদ এন্ড টোবাকো ও ভেনেজুয়েলাপারিয়া উপসাগর ও আটলান্টিক মহাসাগর
দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রণালী

ওশিয়ানিয়া মহাদেশের  বিভিন্ন প্রণালী

ওশিয়ানিয়া মহাদেশের  বিভিন্ন প্রণালী তালিকা দেওয়া রইলো।

প্রণালীর নামবিচ্ছিন্ন করেছেযুক্ত করেছে
বস প্রণালীঅস্ট্রেলিয়া ও তাসমানিয়াভারত মহাসাগর ও তাসমান সাগর
টরেস প্রণালীঅস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিকোরাল সাগর ও আরাফুরা সাগর
কুক প্রণালীউত্তর ও দক্ষিণ নিউজিল্যান্ডতাসমান সাগর ও প্রশান্ত মহাসাগর
কোডিয়াসক প্রণালীস্টিয়ার্ট আইল্যান্ড ও সাউথ আইল্যান্ড (নিউজিল্যান্ড )প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত
ওশিয়ানিয়া মহাদেশের  বিভিন্ন প্রণালী

বিভিন্ন প্রণালী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :

বিভিন্ন প্রণালী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন : কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
উত্তর : জিব্রাল্টার।

প্রশ্ন : জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
উত্তর : মরক্কো ও স্পেন।

প্রশ্ন : বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে ?
উত্তর : এশিয়া ও উত্তর আমেরিকা।

প্রশ্ন : ভূমধ্যসাগরের চাবি কাকে বলে ?
উত্তর : জিব্রাল্টার প্রণালী।

প্রশ্ন : কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করে ?
উত্তর : বসফরাস প্রণালী।

প্রশ্ন : তাসমান সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে –
উত্তর : বাস প্রণালী।

প্রশ্ন : নিচের কোনটি গালফ অফ মেক্সিকোকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে ?
উত্তর : ফ্লোরিডা প্রণালী।

প্রশ্ন : ডানকান প্রণালী কোন্ দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান।

প্রশ্ন : কোন প্রণালীটি জাভা এবং সুমাত্রার দ্বীপগুলিকে পৃথক করে ?
উত্তর : সুন্দা প্রণালী।

প্রশ্ন : নিচের কোন প্রণালীটি রাশিয়াকে আলাস্কা থেকে পৃথক করে ?
উত্তর : বেরিং প্রণালী।

প্রশ্ন : নিচের কোন প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে ?
উত্তর : ম্যাগেলান প্রণালী।

প্রশ্ন : কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে ?
উত্তর : জিব্রাল্টার।

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।


Download Section 

  • File Name : বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী – PDF – Major Straits of the World – বাংলা কুইজ
  • File Size : 4 MB
  • Format : PDF
  • No. of Pages : 07

আরও দেখে নাও :

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান

পৃথিবীর উচ্চতম বিষয়সমূহ | List of highest features on Earth

ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries

পশ্চিমবঙ্গের ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্ৰী

Covered Topics :

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী, বিশ্বের প্রণালীসমূহের তালিকা, বিখ্যাত প্রণালী সমূহ, মহাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালীর, বিভিন্ন মহাদেশের প্রণালী, important straits and channels in the world in bengali pdf

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button