General Knowledge Notes in BengaliGeography Notes

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর – পার্ট ১ | একনজরে পশ্চিমবঙ্গ

West Bengal Geography Questions and Answers

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর – একনজরে পশ্চিমবঙ্গ

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ৫০টি পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তরপশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত এই প্রশ্ন ও উত্তর পর্ব কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ভালো লাগলে এর পরবর্তী সেটটি আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো ।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুন ৭টি জেলার কথা ঘোষণা করেছেন। জেলাগুলি প্রতিষ্ঠিত হলে আমাদের এই প্রশ্নোত্তর পর্ব আপডেট করে দেওয়া হবে।

. কবে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :
২৬ জানুয়ারি, ১৯৫০

. আয়তনে বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য ?

উত্তর :
১৩ তম

. পশ্চিমবঙ্গের আয়তন কত ?

উত্তর :
৮৮,৭৫২ বর্গকিমি

West Bengal Districts

. পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত ?

উত্তর :
৯,১২,৭৬,১১৫ ( ২০১১ সেনসাস )

. জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের কততম সর্বাধিক জনবহুল রাজ্য ?

উত্তর :
চতুর্থ (প্রথম-উত্তর প্রদেশ,দ্বিতীয়- মহারাষ্ট্র, তৃতীয়-বিহার )

. পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে বিস্তার কত ?

উত্তর :
৬২৩ কিলোমিটার

. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার কত ?

উত্তর :
৩২০ কিলোমিটার

. আয়তনের হিসেবে পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত শতাংশ ?

উত্তর :
২.৬৭ শতাংশ

. পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে ?

উত্তর :
৩ টি ( নেপাল , ভুটান , বাংলাদেশ )

১০. পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ  ভৌগোলিক রেখা গিয়েছে ?

উত্তর :
কর্কটক্রান্তি রেখা

১১. পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে ?

উত্তর :
চারটি ( পুরুলিয়া, বাঁকুড়া , বর্ধমান, নদীয়া )

১২. পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার হলো 

উত্তর :
উত্তরে ২৭ ডিগ্রি ১০ মিনিট থেকে দক্ষিণে ২১ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষাংশ

১৩. পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার কীরূপ ?

উত্তর :
পশ্চিমে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে পূর্বে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত।

১৪. পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত ?

উত্তর :
উত্তর দিনাজপুর জেলায় (চোপড়া)

১৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?

উত্তর :
বাংলাদেশ.

১৬. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ?

উত্তর :
ভুটান।

১৭. পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি ?

উত্তর :
সিকিম

১৮. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা বিস্তৃত ?

উত্তর :
বাংলাদেশ (2,217 কিঃমিঃ)।

১৯. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত ?

উত্তর :
পাঁচটি

২০. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি ?

উত্তর :
মেদিনীপুর বিভাগ।

২১. ভারতের কয়টি রাজ্যের সীমানার সাথে পশ্চিমবঙ্গের সীমা সংশ্লিষ্ট ?

উত্তর :
পাঁচটি (ঝাড়খণ্ড, অসম,বিহার,সিকিম,ওড়িশা)

২২. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?

উত্তর :
বাংলা।

২৩. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত ?

উত্তর :
23 টি।

২৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?

উত্তর :
দক্ষিণ চব্বিশ পরগনা (9,960 বর্গ কিঃমিঃ)।

২৫. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?

উত্তর :
কলকাতা (185 বর্গ কিঃমিঃ)।

২৬. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?

উত্তর :
কলকাতা।

২৭. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

উত্তর :
ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ ।

২৮. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?

উত্তর :
চক্রবর্তী রাজাগোপালাচারী ।

২৯. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ?

উত্তর :
42 টি ।

৩০. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ?

উত্তর :
16 টি ।

৩১. কলকাতা হাইকোর্টের গঠন হয় কবে ?

উত্তর :
1862 সালে ।

৩২. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে গঠিত হয় ?

উত্তর :
1876 সালে ।

৩৩. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?

উত্তর :
294 টি (+ 1 টি মনোনীত)

৩৪. পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত ?

উত্তর :
66 টি ।

৩৫. পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাস হয় ?

উত্তর :
1957 সালে ।

৩৬. পশ্চিমবঙ্গে কবে ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :
1973 সালে ।

৩৭. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কত ?

উত্তর :
20 টি ।

৩৮. কোন জেলায় কোন মহকুমা নেই ?

উত্তর :
কলকাতায় ।

৩৯. পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি ?

উত্তর :
কলকাতা ।

৪০. পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌরসভার সংখ্যা সর্বাধিক ?

উত্তর :
উত্তর চব্বিশ পরগনা (25 টি) ।

৪১. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কত ?

উত্তর :
341 টি ।

৪২. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত ?

উত্তর :
3354 টি ।

৪৩. পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত ?

উত্তর :
119 টি

৪৪. দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ (বর্তমানে -গোর্খা পার্বত্য পরিষদ) কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :
22 শে আগস্ট,1988.

৪৫. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জেলা পরিষদ নেই ? 

উত্তর :
কালিম্পং,কলকাতা, দার্জিলিং .

৪৬. কবে থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয় ?

উত্তর :
1978।

৪৭. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি ?

উত্তর :
শিউলি ।

৪৮. পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি ?

উত্তর :
ছাতিম ।

৪৯. পশ্চিমবঙ্গের জাতীয় পাখী কি ?

উত্তর :
শ্বেতকণ্ঠ মাছরাঙা।

৫০. পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি ?

উত্তর :
মেছোবাঘ (মেছো বেড়াল) ।

আরো দেখে নাও :

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

পশ্চিমবঙ্গের নদনদী

ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

Back to top button