General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা

List of Major Sea Ports in India

ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা নিয়ে। ভারতে মোট ১৩টি প্রধান (Major ) সামুদ্রিক বন্দর রয়েছে। এছাড়াও প্রায় ২০০টির বেশি ক্ষুদ্র বন্দর রয়েছে। আজকে আমরা এই ১৩টি প্রধান বন্দর সম্পর্কে  আলোচনা করবো।

১. কান্ডালা বন্দর

    • ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যের কচ্ছো জেলার গান্ধীধাম শহরের কাছে অবস্থিত ।
    • এটি একটি প্রকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
    • এই বন্দরটি একটি Trade Free Zone.

২. জওহরলাল নেহেরু বন্দর

    • ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ।
    • ভারতের বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর।
    • এই বন্দরটি পূর্বে নভসেবা বন্দর নাম পরিচিত ছিল। নভাকা ও শিভা গ্রাম দুটির নাম থেকে এটির সাধারণ নাম এসেছে নভশেবা বা নভসেবা ।
    • মহারাষ্ট্রের মুম্বাই  শহরের পূর্বে আরব সাগরের তীরে বন্দরটি অবস্থিত।
    • এটি ভারতের প্রথম হাইটেক বন্দর।

৩. মুম্বাই বন্দর

    • ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ।
    • বন্দরের পোতাশ্রয়টি প্রাকৃতিক বা স্বাভাবিক পোতাশ্রয় এবং এটি ভারতের বৃহত্তম প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
    • মহারাষ্ট্রের মুম্বাইতে (পশ্চিম ) অবস্থিত।
    • এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর।
    • এটিকে ভারতের প্রবেশদ্বার বা Gateway of India বলা হয়ে থাকে।
    • মুম্বাই বন্দর হল ভারতের দ্বিতীয় প্রাচীন (প্রথম কলকাতা বন্দর) বন্দর।

৪. মার্মাগাঁও বন্দর

    • মার্মাগাঁও বন্দর বা মারগাঁও বন্দর ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ গোয়াতে অবস্থিত।
    • এই বন্দরের পোতাশ্রয়টি প্রাকৃতিক পোতাশ্রয়।
    • ১৮৮৫ খ্রিষ্টাব্দে প্রাকৃতিক আশ্রয়স্থলে বন্দরটি প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি।
    • এই বন্দরটির নিজস্ব রেললাইন রয়েছে।
    • জুয়ারি নদীর মোহনার মুখে অবস্থিত ।
    • ভারত থেকে সবচেয়ে বেশি লৌহ আকরিক এই বন্দরের দ্বারা রপ্তানি করা হয় ।

৫. নিউ ম্যাঙ্গালোর বন্দর

    • নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের পশ্চিম উপকূলে কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের পানাম্বুরে অবস্থিত।
    • এটি একটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
    • এই বন্দরটিকে কর্ণাটকের প্রবেশদ্বার বলা হয়ে থাকে।
    • এই বন্দরটির নির্মান শুরু হয় ১৯৬২ সালে । ১৯৭৪ সালে ৪ মে বন্দরটির উদ্ভোদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী|
    • ভারতের পশ্চিম উপকূলের গভীরতম বন্দর এটি।
    • প্রধানত লৌহ আকরিক রপ্তানি করার জন্য এই বন্দরটি ব্যবহার করা হয়।

৬. কোচি বন্দর

    • ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত।
    • এটি একটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
    • কেরালার অন্যতম এবং বৃহত্তম বন্দর।
    • মশলা ও লবন রপ্তানির জন্য বিখ্যাত।

৭. চেন্নাই বন্দর

  • ভারতের পূর্ব উপকূলে অবস্থিত।
  • এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
  • প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৫ সালে।

৮. তুতিকোরিন বন্দর / ভি ও চিদাম্বরম বন্দর

  • ভারতের পূর্ব উপকূলে অবস্থিত তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত এবং তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর।
  • বর্তমানে এই বন্দরটি ভি ও চিদাম্বরম বন্দর নামে পরিচিত। পূর্বে এই বন্দরের নাম ছিল তুতিকোরিন বন্দর।
  • প্রধানত শ্রীলংকার সাথে বাণিজ্য করা হয় এই বন্দরের মাধ্যমে।

৯. এন্নোর বন্দর

    • এই বন্দরের অফিসিয়াল নাম কামারাজার পোর্ট লিমিটেড।
    • এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর এন্নোরে অবস্থিত।
    • এটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
    • এই বন্দরটি ভারতের প্রথম বেসরকারি প্রধান বন্দর।
    • ২০০১ সালে এই বন্দরটি প্রতিষ্ঠিত হয়।
    • এই বন্দরটি তৈরী করা হয় প্রধানত চেন্নাই বন্দরের চাপ কমানোর জন্য।

১০. বিশাখাপত্তনম বন্দর

    • এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশের অবস্থিত।
    • এটি ভারতের গভীরতম বন্দর।
    • স্বাভাবিক বা প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
    • জাপানে প্রচুর পরিমানে লৌহ আকরিক এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয়।

১১. পোর্ট ব্লেয়ার বন্দর

    • এই বন্দরটি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
    • স্বাভাবিক বা প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
    • আন্দামান দ্বীপপুঞ্জে পর্যটন শিল্পে এই বন্দরটির ভূমিকা অনবদ্য।

১২. পারাদ্বীপ বন্দর

    • এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে ওড়িশাতে অবস্থিত।
    • এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
    • এই বন্দরটির নিজস্ব রেললাইন রয়েছে এবং সড়ক ও  রেলপথের সাথে যোগাযোগের সুবিধা রয়েছে।

১৩. কলকাতা বন্দর

    • এটি কলকাতা-হলদিয়া বন্দর নামেও পরিচিত।
    • ভারতের পূর্ব উপকূলের এই বন্দরটি একটি সমুদ্র বন্দর ( বঙ্গোপসাগর ) ও একটি নদী বন্দর ( হুগলি ) হিসেবে স্বীকৃতি পেয়েছে।
    • এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর।
    • বর্তমানে কলকাতা বন্দরের দুটি পৃথক ডক ব্যবস্থা রয়েছে- কলকাতায় কলকাতা ডক ও হলদিয়ায় হলদিয়া ডক চত্বর নামে একটি গভীর জলের ডক রয়েছে।

ভারতের বন্দরগুলি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. কোন বন্দরকে “আরব সাগরের রাণী” বলা হয় ?

(A) ভাইজাগ বন্দর
(B) পারাদ্বীপ বন্দর
(C) কোচি বন্দর
(D) মুম্বাই বন্দর

[spoiler title=”উত্তর : “] (C) কোচি বন্দর [/spoiler]

২. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

[spoiler title=”উত্তর : “] (B) গুজরাট [/spoiler]

৩. কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) অন্ধ্র প্রদেশ
(D) তামিলনাড়ু

[spoiler title=”উত্তর : “] (B) গুজরাট [/spoiler]

৪. ভারতের গভীরতম ল্যান্ড লকড বন্দরটি হলো 

(A) মুম্বাই
(B) কান্দলা
(C) মারমাগাও
(D) বিশাখাপত্তনম

[spoiler title=”উত্তর : “] (D) বিশাখাপত্তনম [/spoiler]

৫. [(WBCS (Prelim.) ’09] পশ্চিম উপকূলের কোন্ বন্দরে কৃত্রিম পােতাশ্রয় আছে ?

(A) কোচি
(B) কান্ডলা
(C) মার্মাগাঁও
(D) নিউ ম্যাঙ্গালোর

[spoiler title=”উত্তর : “] (D) নিউ ম্যাঙ্গালোর [/spoiler]

৬. যে বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত

(A) কান্ডালা
(B) মার্মাগাঁও
(C) নভসেবা
(D) পারাদ্বীপ

[spoiler title=”উত্তর : “](D) পারাদ্বীপ [/spoiler]

৭. ভারতের সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর বন্দরটি হল

(A) কলকাতা বন্দর
(B) মুম্বাই বন্দর
(C) হলদিয়া বন্দর
(D) জহরলাল নেহেরু বন্দর

[spoiler title=”উত্তর : “](D) জহরলাল নেহেরু বন্দর [/spoiler]

৮. ভারতের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হল

(A) বিশাখাপত্তনম
(B) চেন্নাই
(C) কলকাতা
(D) কোনোটিই নয়

[spoiler title=”উত্তর : “](A) বিশাখাপত্তনম [/spoiler]

৯. ২০২০ সালের জানুয়ারীতে নিচের কোন বন্দরটির নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর নাম রাখা হয়েছে ?

(A) কলকাতা বন্দর
(B) চেন্নাই বন্দর
(C) কান্দালা বন্দর
(D) মুম্বাই বন্দর

[spoiler title=”উত্তর : “](A) কলকাতা বন্দর [/spoiler]

১০. মুঘল আমলে পশ্চিম ভারতের শ্রেষ্ঠ বাণিজ্য বন্দর কোনটি ?

(A) কালিকট
(B) কোচিন
(C) সুরাট
(D) গোয়া

[spoiler title=”উত্তর : “](C) সুরাট [/spoiler]

 আরো দেখে নাও :

পশ্চিমবঙ্গের নদনদী

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য

ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button