General Knowledge Notes in BengaliGeography Notes

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা তালিকা

List of Subdivision and Districts of West Bengal

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা তালিকা নিয়ে। পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগ সংখ্যা কটি, পশ্চিমবঙ্গের মোট জেলাসংখ্যা, কোন জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত, কোন জেলার সদর দপ্তর কোনটি তার একটি সুন্দর তালিকা আজকের এই পোস্টে পেয়ে যাবে।

  • বর্তমানে পচিমবঙ্গ ৫টি বিভাগ ও ২৩টি জেলায় বিভক্ত।
  • বিভাগগুলি বিভাগীয় কমিশনার ও জেলাগুলি জেলাশাসকের দ্বারা শাসিত হয়।

দেখে নাও : পশ্চিমবঙ্গের ২৩টি জেলা ও তাদের সংক্ষিপ্ত বিবরণ

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ

পশ্চিমবঙ্গের ৫টি বিভাগ হলো

১. বর্ধমান বিভাগ

  • পূর্ব বর্ধমান জেলা
  • পশ্চিম বর্ধমান জেলাপশ্চিমবঙ্গের_বিভাগীয়_মানচিত্র
  • বীরভূম জেলা
  • হুগলি জেলা

২. মালদা বিভাগ

  • উত্তর দিনাজপুর জেলা
  • মালদাহ জেলা
  • মুর্শিদাবাদ জেলা
  • দক্ষিণ দিনাজপুর জেলা

৩. জলপাইগুড়ি বিভাগ

  • আলিপুরদুয়ার জেলা
  • কালিংপং জেলা
  • কোচবিহার জেলা
  • জলপাইগুড়ি জেলা
  • দার্জিলিং জেলা

৪. প্রেসিডেন্সি বিভাগ

  • উত্তর চব্বিশ পরগনা জেলা
  • কলকাতা জেলা
  • দক্ষিণ চব্বিশ পরগনা জেলা
  • নদীয়া জেলা
  • হাওড়া জেলা

৫. মেদিনীপুর বিভাগ

  • পশ্চিম মেদিনীপুর জেলা
  • পুরুলিয়া জেলা
  • পূর্ব মেদিনীপুর জেলা
  • বাঁকুড়া জেলা
  • ঝাড়গ্রাম জেলা

পশ্চিমবঙ্গের জেলার তালিকা

পশ্চিমবঙ্গের জেলা তালিকা ও তাদের সদর দপ্তর তালিকা নিচে দেওয়া রইলো ।

জেলাজেলা সদরপ্রতিষ্ঠা
কলকাতাকলকাতা১৯৪৭
হাওড়াহাওড়া১৯৪৭
নদীয়াকৃষ্ণনগর১৯৪৭
মুর্শিদাবাদবহরমপুর১৯৪৭
বীরভূমসিউড়ি১৯৪৭
বাঁকুড়াবাঁকুড়া১৯৪৭
হুগলিচুঁচুড়া১৯৪৭
দার্জিলিংদার্জিলিং১৯৪৭
জলপাইগুড়িজলপাইগুড়ি১৯৪৭
মালদহইংলিশবাজার১৯৪৭
কোচবিহার জেলাকোচবিহার১৯৫০
পুরুলিয়াপুরুলিয়া১৯৫৬
উত্তর চব্বিশ পরগনাবারাসাত১৯৮৬
দক্ষিণ চব্বিশ পরগনাআলিপুর১৯৮৬
উত্তর দিনাজপুররায়গঞ্জ১৯৯২
দক্ষিণ দিনাজপুরবালুরঘাট১৯৯২
পূর্ব মেদিনীপুরতমলুক২০০২
পশ্চিম মেদিনীপুরমেদিনীপুর২০০২
আলিপুরদুয়ারআলিপুরদুয়ার২০১৪
পূর্ব বর্ধমানবর্ধমান২০১৭
পশ্চিম বর্ধমানআসানসোল২০১৭
কালিম্পংকালিম্পং২০১৭
ঝাড়গ্রামঝাড়গ্রাম২০১৭
পশ্চিমবঙ্গের জেলা তালিকা

আরো দেখে নাও

পশ্চিমবঙ্গের নদনদী

পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু তথ্য

গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য

ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India

এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।


Download Section

  • File Name : পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা তালিকা
  • File Size : 141 KB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button