General Knowledge Notes in BengaliGeography NotesPolity Notes

ভারতের প্রধান উপজাতি সমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India

Major Tribes in India: State-wise

Major Tribes in India : প্রিয় পাঠকরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের প্রধান প্রধান উপজাতি সমূহের রাজ্যভিত্তিক তালিকা। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটি। মাঝে মধ্যে কোনো উপজাতির নাম দিয়ে পরীক্ষাগুলিতে জানতে চাওয়া হয় সেই উপজাতি কোন রাজ্যে দেখা যায়। আবার অনেকক্ষেত্রে কোনো রাজ্যের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেই রাজ্যের কোন উপজাতি অপশনে রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি তালিকা থেকে যে উপজাতিগুলো পরীক্ষায় বেশি আসে, সেগুলো বোল্ড করে দেওয়া রইলো তোমাদের সুবিধার্থে। কোন রাজ্যে কোন উপজাতি বাস করে তার একটি ধারণা আজকের এই পোস্টে পেয়ে যাবে ।

কোন উপজাতি কোন রাজ্যে বাস করে

উপজাতিরাজ্য / স্থান
গাদ্দি, গুর্জর, লাহালাউসহিমাচল প্রদেশ
ভুটিয়া, লোধাপশ্চিমবঙ্গ
সাঁওতালপশ্চিমবঙ্গের বীরভূম, ঝাড়খণ্ডের হাজারীবাগ, রাঁচি, পেলাম
গোন্ডমধ্যপ্রদেশ, ছত্তিসগড়, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ
চুটীয়া, মিকির, এবোরাস , খাসি, গারো, চাকমাআসাম
নাগাআসাম, নাগাল্যান্ড
বৈগামধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট
ভুটিয়াউত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চল
গারো, জয়ন্তীয়ামেঘালয়
বাদাগা, কোটা, টোডা, বাদাগাস, কুরুম্বনীলগিরি ( তামিলনাড়ু )
খাসি, ঢ্যাংআসাম, মেঘালয়, ত্রিপুরা
কোল, ভিলমধ্যপ্রদেশ
কুফি, ফোমনিপুর, ত্রিপুরা
কাদার, উরলিস, মোপলাকেরালা
মোনপা, আপাটামিস, ত্ররোবস, আদি, সিংফো, মিশমি, নিসি, তাপিন, অবোর অরুণাচল প্রদেশ
ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিস, সোমপেনআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
কোলামঅন্ধ্রপ্রদেশ
চেঞ্চুতেলেঙ্গানা
ওয়ারলিসমহারাষ্ট্র
মিনা, গাঁথালি, ভীল, বৈগা, বানজারা, বাইকারাজস্থান
লেপ্চা, ওয়াংচুসিকিম
খন্ডওড়িশা
লুসাই, রিয়াংত্রিপুরা
মুন্ডাঝাড়খন্ড
লুসাইন, রালতেস, মিরাশ, হিমারশমিজোরাম
মেইথেইমনিপুর
সিমা, লোথা, সাংতমনাগাল্যান্ড
ডোগরাজম্মু ও কাশ্মীর
কোরকুছত্তিসগড়
ডুবলাদাদরা ও নগর হাভেলি
List of Major Tribes of India

কিছু অতিরিক্ত তথ্য :

  • ভারতীয় সংবিধানের ৫ম তফসিলে ( Schedule ) ভারতের উপজাতি সম্প্রদায়গুলিকে স্বীকৃতি দিয়েছে। এই উপজাতিগুলোকে সেই কারণে তফসিলি উপজাতি ( Schedule Tribe ) বলা হয়ে থাকে ।
  • ২০১১ এর সেনসাস অনুযায় ভারতে মোট তফসিল উপজাতি ভারতের মোট জনসংখ্যার ৮.৬% ( ১০.৪৩ কোটি )।
  • মধ্যপ্রদেশের তফসিল উপজাতির সংখ্যা রাজ্যগুলি মধ্যে সব থেকে বেশি ।  এর পরেই রয়েছে ওড়িশার স্থান ।
  • মধ্যপ্রদেশের বস্তার জেলায় ভারতের জেলাগুলির মধ্যে সব থেকে বেশি পরিমানে তফসিলি উপজাতি রয়েছে।
  • পাঞ্জাব, দিল্লী, চন্ডিগড়, পুদুচেরি এবং হরিয়ানাতে কোনো তফসিলি উপজাতি নেই ( সেনসাস ২০১১ অনুসারে )
  • লোকসভাতে ৪৭টি সিট্ তফসিলি উপজাতিদের জন্য বরাদ্দ
  • ভারতীয় সংবিধানের ৩৬৫(২৫) ধারাতে তফসিলি উপজাতি ( Schedule Tribe ) -এর সংজ্ঞা রয়েছে – “such tribes or tribal communities or parts of or groups within such tribes or tribal communities as are deemed under Article 342 to be Scheduled Tribes for the purposes of this constitution”.
  • National Commission for Scheduled Tribes – ২০০৩ সালে তৈরী হয়েছিল ৮৯তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর্টিকেল ৩৩৮(এ) তে NCST সম্পর্কে লেখা রয়েছে। এই সংশোধনীর আগে ৩৩৮ নম্বর আর্টিকেল অনুসারে তফসিলি জাতি ( Schedule Caste ) এবং তফসিলি উপজাতি ( Schedule Tribe ) – দের জন্য একটিই কমিশন ছিল – National Commission for Scheduled Castes and Scheduled Tribes.

আরো দেখে নাও :

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য

ভারতের জাতীয় উদ্যান

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ

ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)

পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু তথ্য

পশ্চিমবঙ্গের নদনদী

ভারতের শহর ও শিল্প

ভারতের উল্লেক্ষযোগ্য উপজাতি সমূহ – প্রশ্ন ও উত্তর :

টোডা উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?

টোডা উপজাতি তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে দেখা যায়।

কুকি উপজাতি কোথায় বাস করে ?

কুকি উপজাতি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে, প্রধানত – মনিপুর ও নাগাল্যান্ডে বাস করে।

লেপচা উপজাতি কোন রাজ্যে বাস করে?

সিকিম ।

মীনা উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে ?

রাজস্থানে ।

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India – বাংলা কুইজ
  • File Size: 2.5 MB
  • No. of Pages: 04
  • Format: PDF
  • Language: Bengali
  • Subject: Indian Geography

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button