Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th & 21st October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০ ও ২১শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (20th & 21st October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 19th October Current Affairs Quiz 2023 – Bengali


১. নিচের কোন সংস্থা “The High Cost of Cheap Water” রিপোর্ট প্রকাশ করেছে?

(A) WWF
(B) FAO
(C) UN
(D) UNESCO

উত্তর
(A) WWF

  • WWF সম্প্রতি “The High Cost of Cheap Water” রিপোর্ট প্রকাশিত করেছে।
  • এই রিপোর্টে ক্রমবর্ধমান জলের সংকটের সম্পর্কে বলা হয়েছে।

WWF

  • World Wide Fund for Nature
  • প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে
  • সদর দপ্তর : রুয়ে মাউভার্নি, গ্ল্যান্ড, ভাউড, সুইজারল্যান্ড।

২. বাংলাদেশের পরে ২০২৩ সালে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস (LF) নির্মূল করেছে দ্বিতীয় কোন দেশ ?

(A) ভিয়েতনাম
(B) লাওস
(C) কম্বোডিয়া
(D) থাইল্যান্ড

উত্তর
(B) লাওস
বাংলাদেশের পরে Lao PDR (লাওস ) ২০২৩ সালে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস নির্মূল করার দ্বিতীয় দেশে পরিণত হয়েছে ।

৩. দেশের সবচেয়ে উঁচু তেরঙ্গা কোথায় স্থাপন করা হবে ?

(A) ভারত বাংলাদেশ সীমান্ত
(B) ভারত নেপাল সীমান্ত
(C) আটারি ওয়াঘা বর্ডার
(D) পার্লামেন্ট

উত্তর
(C) আটারি ওয়াঘা বর্ডার

  • ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) আটারি সীমান্তে দেশের সবচেয়ে উঁচু তেরঙা পতাকা, ৪১৮ ফুট উঁচুতে স্থাপন করতে প্রস্তুত। এটি এমন একটি পদক্ষেপ যার ফলে পাকিস্তানের সাথে ‘পতাকা যুদ্ধ’ তীব্রতর হতে পারে।
  •  বর্তমানে আটারি ওয়াঘা বর্ডার ভারতের পতাকার উচ্চতা হল ৩৬৫ মিটার,যেখানে পাকিস্তানের পতাকার উচ্চতা ৪০০ মিটার ।

৪. কেন্দ্র সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে ?

(A) ৮%
(B) ৬%
(C) ৪%
(D) ১০%

উত্তর
(C) ৪%

  • এতদিন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন।
  • এমন পরিস্থিতিতে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বেড়ে হল ৪৬ শতাংশ।
  • এই ভাতা ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে।
  • অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে ৪৬ শতাংশ হারে বকেয়া ভাতাও পাবেন কেন্দ্রের কর্মচারীরা।

৫. নিচের কোন সংস্থা বিশ্বের প্রথম ইনজেকশনযোগ্য পুরুষ গর্ভনিরোধকের ট্রায়াল সম্পন্ন করেছে?

(A) AIIMS Delhi
(B) ICMR
(C) WHO
(D) WWF

উত্তর
(B) ICMR

  • ICMR-এর তৈরি পুরুষ গর্ভনিরোধক ইনজেকশনটিকে নিরাপদ এবং কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
  • রিসাগ নামের এই নন-হরমোনাল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক যা গর্ভাবস্থা প্রতিরোধে সফল হয়েছে।
  • ৩০৩ জন পুরুষ এই গবেষণায় অংশগ্রহণ করেন।
  • এই ইনজেকশনটি একটি নন-হরমোনাল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক।
  • শুক্রাণুর এই বিপরীতমুখী বাধা (RISUG) নিরাপদ এবং কার্যকর।
  • আন্তর্জাতিক ওপেন এক্সেস জার্নাল অ্যান্ড্রোলজিতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

৬. রিস্ক ম্যানেজমেন্টে কে গোল্ডেন পিকক পুরস্কারে ভূষিত হয়েছে?

(A) Indian Oil Corporation Limited
(B) REC Limited
(C) Bharat Petroleum Corporation Limited
(D) GAIL

উত্তর
(B) REC Limited

  • REC Limited সম্প্রতি রিস্ক ম্যানেজমেন্টে গোল্ডেন পিকক পুরস্কারে ভূষিত হয়েছে।
  • REC লিমিটেড ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি, বিচারপতি এম এন ভেঙ্কটাচলিয়ার নেতৃত্বে জুরি প্যানেল দ্বারা নির্বাচিত হয়েছে ।

৭. সিঙ্গাপুরে ভারতের ASEAN এবং পূর্ব এশিয়ার রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে কে সভাপতিত্ব করেন?

(A) নরেন্দ্র মোদি
(B) ডাঃ এস জয়শঙ্কর
(C) অমিত শাহ
(D) রাজনাথ সিং

উত্তর
(B) ডাঃ এস জয়শঙ্কর

  • ডাঃ এস জয়শঙ্কর সিঙ্গাপুরে ভারতের ASEAN এবং পূর্ব এশিয়ার রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করেন।
  • সুব্রহ্মণ্যম জয়শঙ্কর একজন ভারতীয় কূটনীতিক এবং রাজনীতিবিদ।
  • তিনি ২০১৯ সালের ৩১শে মে ভারত সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
  • তিনি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য এবং ২০১৯ সালের ৫ই জুলাই থেকে গুজরাত রাজ্যকে প্রতিনিধিত্বকারী রাজ্যসভার একজন সংসদ সদস্য।

৮. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি মুখ্যমন্ত্রী মাকা মিশন (MMM) এর অধীনে ভুট্টা চাষের প্রচার করবে?

(A) উত্তর প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) মধ্য প্রদেশ
(D) ওড়িশা

উত্তর
(D) ওড়িশা
একর প্রতি ভুট্টা উৎপাদন বৃদ্ধি করতে ওড়িশা সরকার এই প্রচার শুরু করেছে। এর জন্য উন্নত জাতের ভুট্টা বীজ ব্যবহার করা হবে।

৯. নিচের কোন প্রতিষ্ঠান বিদ্যা সমীক্ষা সফটওয়্যার সাগর সে সারাংশ তৈরি করেছে- ?

(A) DRDO
(B) CBSE
(C) ISRO
(D) UGC

উত্তর
(B) CBSE
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) সম্প্রতি ‘সাগর সে সারাংশ’ সফ্টওয়্যার চালু করেছে।

১০. তামিলনাড়ুর আধ্যাত্মিক গুরু বাঙ্গারু আদিগাল সম্প্রতি প্রয়াত হয়েছেন। কোন সালে তিনি পদ্মশ্রীতে ভূষিত হন?

(A) ২০১৮
(B) ২০১৯
(C) ২০২০
(D) ২০২১

উত্তর
(B) ২০১৯

  • তামিলনাড়ুতে, আধ্যাত্মিক নেতা বাঙ্গারু আদিগাল চেঙ্গলপাট্টুতে প্রয়াত হয়েছে।
  • মৃত্যুকালীন তার বয়স ছিল ৮২।
  • তিনি আদি পরশক্তি সিদ্ধর পীদামের প্রতিষ্ঠাতা ছিলেন।
  •  তিনি ২০১৯ সালে পদ্মশ্রীতে ভূষিত হন।
  •  ১৫টিরও বেশি দেশে তার অনুগামী রয়েছে।

১১. তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে কে সম্প্রতি ক্লাসিক্যাল দাবায় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন ?

(A) কার্তিকেয়ন মুরালি
(B) বিশ্বনাথন আনন্দ
(C) পেন্টলা হরিকৃষ্ণ
(D) রমেশবাবু প্রজ্ঞানন্ধ

উত্তর
(A) কার্তিকেয়ন মুরালি

  • কার্তিকেয়ান মুরালি তৃতীয় ভারতীয় দাবা খেলোয়াড় হয়েছেন যিনি একটি ক্লাসিক্যাল দাবায় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন।
  • এর আগে এই খেতাব ছিল পেন্টালা হরিকৃষ্ণ এবং বিশ্বনাথন আনন্দ -এর।

১২. অন্ধ্র প্রদেশে সরকারি স্কুলের শিক্ষার্থীদের সাহায্যার্থে সম্প্রতি কোন BOT শুরু করা হয়েছে ?

(A) Doubts
(B) Doubt Clarifier
(C) No Doubt
(D) Doubt Clearance Bot

উত্তর
(D) Doubt Clearance Bot

  • “doubt clearance bot ” হল অন্ধ্রপ্রদেশ স্কুল শিক্ষা বিভাগের একটি উল্লেখযোগ্য উদ্যোগ যা সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে বহুল পরিমানে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
  •  “ConveGenius” এই বোটটি ডেভেলপ করেছে ।

১৩. ‘The Reverse Swing- Colonialism to Cooperation’ বইটি লিখেছেন –

(A) অমিতাভ মুখোপাধ্যায়
(B) খুশবন্ত সিং
(C) অশোক ট্যান্ডন
(D) বিক্রম চন্দ্র

উত্তর
(C) অশোক ট্যান্ডন

  • প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করতেন অশোক ট্যান্ডন।
  • তার লেখা এই বইটিতে বলা হয়েছে যে দাউদ ইব্রাহিম কি হবে ড্রাগের ব্যবসা করতেন।

১৪. ধরদো গ্রাম UNWTO দ্বারা সেরা পর্যটন গ্রাম হিসাবে সম্প্রতি পুরস্কৃত হয়েছে। এটি গুজরাটের কোন জেলায় অবস্থিত?

(A) আহমেদাবাদ
(B) রাজকোট
(C) কচ্ছ
(D) পোরবন্দর

উত্তর
(C) কচ্ছ

  • রাষ্ট্রসঙ্ঘের তরফে সেরা পর্যটন গ্রামের শিরোপা পেল গুজরাটের ধরদো গ্রাম।
  • রাষ্ট্রসঙ্ঘের এই স্বীকৃতিতে ‘শিহরিত’ বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ২০০৯ ও ২০১৫ সালে ধরদো গ্রামে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেই সময়কার ছবি তুলে ধরে টুইট করেছেন প্রধানমন্ত্রী।

১৫. ভারতীয় নৌবাহিনী কোন জায়গায় MILAN 24 (মাল্টিলেটাল নেভাল এক্সারসাইজ – 2024) আয়োজন করবে?

(A) মুম্বাই
(B) কলকাতা
(C) বিশাখাপত্তনম
(D) কোচি

উত্তর
(C) বিশাখাপত্তনম
১৯-২৪শে ফেব্রুয়ারি , ২০২৪ এ এটি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে ।

১৬. নিচের কোন দেশটি ৪০বছর পর ভারত থেকে নাগাপট্টিনাম থেকে কানকেসান্থুরাই পর্যন্ত ফেরি পরিষেবা পুনরায় চালু করেছে?

(A) থাইল্যান্ড
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) মালদ্বীপ

উত্তর
(B) শ্রীলংকা
নাগাপট্টিনাম (ভারত) এবং কাঙ্কেসান্থুরাই (শ্রীলঙ্কা) সংযোগকারী একটি যাত্রী ফেরি পরিষেবা চালু করার মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক সমুদ্র পথটি পুনরুজ্জীবিত করা হয়েছে। এটি প্রায় ১১০ কিমি দীর্ঘ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

8 Comments

  1. Torrez darkweb Market link
    Market Torrez Darknet
    Torrez darkweb url
    The darknet market is a hidden part of the internet where illegal activities thrive. While it can be intriguing to explore this clandestine world, it is essential to understand the risks and consequences associated with such actions. The allure of anonymity and the ability to engage in illicit activities may be tempting, but individuals must consider the potential legal, financial, and personal risks before venturing into the darknet market.

  2. email bombing

    Email Bombing – email flood or email hoax (DOS attack) or cluster email bombing, what are they actually doing?

    A huge number of emails are sent to e-mail. This usually means that the @FloodService_bot bot specifically targets the victim’s mailbox associated with your email.

    These emails are intended to make fun of friends or distract the victim from any security messages or other emails.

    I am glad to present you a mail flood bot with a convenient menu and flexible settings!

    The cost of the service is $ 2 = 1000 letters.

    You specify the time of the flood and the number of letters yourself, or choose the “FAST FLOOD” function

    During the flood, a sufficient number of letters arrive so that the owner would miss an important letter!

    The bot will flood more than you ordered. On average, 30% more than ordered.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!