19th October Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৯শে অক্টোবর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (19th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 17th & 18th October Current Affairs Quiz 2023 – Bengali
১. খেলো ইন্ডিয়া স্টেট এক্সিলেন্স সেন্টার প্রতিষ্ঠার জন্য কোন স্থান কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে?
(A) লখনউ
(B) জম্মু
(C) লেহ
(D) পুনে
লাদাখের লেহ জেলার স্পিটুকে নবনির্মিত খোলা স্টেডিয়ামকে ক্রীড়া, বক্সিং এবং তীরন্দাজকে কেন্দ্র করে খেলো ইন্ডিয়া স্টেট এক্সিলেন্স সেন্টারে (KISCE) উন্নীত করা হবে।
২. টাইম স্কয়ারে আমুল (Amul)-এর কোন ক্যাম্পেইন সম্প্রতি শুরু হয়েছে ?
(A) Bane Farishtey
(B) Original Milk, Original Taste
(C) Be More Milk
(D) Amanat Hamari
আমুল বলেছে যে তার ‘বি মোর মিল্ক’ ক্যাম্পেইন নিউইয়র্কের টাইম স্কয়ারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ।
৩. কোন দল ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ T20 স্কোর করেছে?
(A) হিমাচল প্রদেশ
(B) বিহার
(C) পাঞ্জাব
(D) মহারাষ্ট্র
সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে পাঞ্জাব যে কোনো ভারতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ টি-টোয়েন্টি টোটাল স্কোর (২৭৫/৬) করেছে ।
৪. ঝুলাঘাট ঝুলন্ত সেতু কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
(A) ভারত ও ভুটান
(B) ভারত ও নেপাল
(C) ভারত ও বাংলাদেশ
(D) ভারত ও মায়ানমার
নেপাল ও ভারতের সংযোগকারী বৈতাদি জেলার ঝুলাঘাট ট্রানজিট পুরোপুরি চালু হয়েছে।
নির্মাণাধীন অবস্থায় মহাকালী নদীর উপর এই ঝুলন্ত সেতুটি আংশিকভাবে চালু ছিল।
৫. নিচের কোন রাজ্য সরকার রাজ্যকে মাদক মুক্ত করতে মিশন ‘হোপ ইনিশিয়েটিভ (Hope Initiative)’ শুরু করেছে?
(A) মণিপুর
(B) পাঞ্জাব
(C) নাগাল্যান্ড
(D) আসাম
পাঞ্জাবে, রাজ্যকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রচেষ্টা বর্তমানে বিভিন্ন স্তরে চলছে। রাজ্য সরকারও অমৃতসর থেকে এই বিষয়ে মিশন ‘হোপ ইনিশিয়েটিভ’ শুরু করেছে।
৬. জাতীয় হস্তশিল্প প্রদর্শনী ‘গান্ধী বাঙ্কার মেলা’ সম্প্রতি কোথায় শুরু হয়েছে ?
(A) জয়পুর
(B) মুম্বাই
(C) নতুন দিল্লি
(D) কলকাতা
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে কলকাতায় ১৮ই অক্টোবর ২০২৩ তারিখে জাতীয় হস্তশিল্প প্রদর্শনী- গান্ধী বাঙ্কার মেলা শুরু হয়েছে ।
৭. কোন জায়গায়, প্রধানমন্ত্রী মোদি উত্তর প্রদেশে ভারতের প্রথম আঞ্চলিক রেল, RAPIDX উদ্বোধন করবেন?
(A) অযোধ্যা
(B) নয়ডা
(C) লখনউ
(D) সাহেববাদ
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের সাহিবাদাবাদ থেকে ভারতের প্রথম আঞ্চলিক রেল, RAPIDX উদ্বোধন করবেন।
- প্রথম ধাপে এই রেল ১৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে যার মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে – সাহিবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো।
৮. সম্প্রতি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) সত্যদেব নারায়ণ আর্য
(B) ইন্দ্রসেনা রেড্ডি নল্লু
(C) রমেশ বাইশ
(D) কাপ্তান সিং সোলাঙ্কি
- ত্রিপুরার নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্র সেনা রেড্ডি নল্লু।
- তিনি রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর স্থলাভিষিক্ত হবেন।
- রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছেন।
- ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)মানিক সাহা।
৯. সম্প্রতি ওড়িশার রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) রঘুবর দাস
(B) গণেশি লাল
(C) এস সি জামির
(D) সত্য পাল মালিক
ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রঘুবর দাস । ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন রঘুবর দাস ।
১০. আদানি গ্রুপের ভিজিনজাম (Vizhinjam ) বন্দর কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) কেরালা
(C) গোয়া
(D) ওড়িশা
- ভিজিনজাম আন্তর্জাতিক গভীর জলের বহুমুখী সমুদ্র বন্দর, যা ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর এবং ত্রিভেন্দ্রম বন্দর হিসাবেও পরিচিত।
- এটি এমন একটি বন্দর, যা ২০১৯ সাল থেকে ভারতের কেরালার তিরুবনন্তপুরমের ভিজিনজামে আরব সাগর উপকূলে নির্মাণাধীন রয়েছে।
To check our latest Posts - Click Here