Daily Current Affairs in BengaliCurrent Affairs

21th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ১৩তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে?

(A) বার্লিন
(B) রোম
(C) টোকিও
(D) নিউইয়র্ক

[spoiler title=”উত্তর : “] (A) বার্লিন

  • ১৩তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ ১৮ই জুলাই ২০২২ এ বার্লিনে শুরু হয়েছে।
  • ২০২২ সালের বার্ষিক জলবায়ু বৈঠকের (COP-27) আয়োজক জার্মানি এবং মিশর।
[/spoiler]

২. দক্ষিণ কোরিয়ার চাংওয়ানে ISSF World Cup এ পুরুষদের স্কিট ইভেন্টে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় শ্যুটার হয়ে ইতিহাস তৈরি করলেন কে?

(A) মিরাজ আহমদ খান
(B) পারভীন হুদা
(C) মনীশ নারওয়াল
(D) শাহু তুষার মানে

[spoiler title=”উত্তর : “] (A) মিরাজ আহমদ খান

  • ১৮ই জুলাই ২০২২ এ এই ইভেন্টটি হয়েছিল।
  • মাইরাজ আহমেদ খান ফাইনালে সম্ভাব্য ৪০টির মধ্যে ৩৭টি হিট রেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন।
  • দক্ষিণ কোরিয়ার মিনসু কিম ৩৬টি হিট করে রৌপ্য পদ জিতেছেন।
[/spoiler]

৩. কোন দেশ ISSF শুটিং ওয়ার্ল্ডকাপ ২০২২-এ পদক সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে?

(A) দক্ষিণ কোরিয়া
(B) ভারত
(C) জাপান
(D) চীন

[spoiler title=”উত্তর : “] (B) ভারত

  • ভারত পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জ পদক সহ মোট ১৫টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে।
  • প্রতিযোগিতার শেষ দিনে, অনীশ ভানওয়ালা, বিজয়বীর সিধু এবং সমীরের ত্রয়ী পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল টীম ইভেন্টে রৌপ্য পদক জিতেছে।
[/spoiler]

৪. কোন মালায়ালম চলচ্চিত্র নির্মাতাকে কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার, ‘JC Daniel Award’ দ্বারা সম্মানিত করা হয়েছে?

(A) ভি সি অভিলাষ
(B) বি. অজিতকুমার
(C) কেপি কুমারন
(D) সেলিম আহমেদ

[spoiler title=”উত্তর : “] (C) কেপি কুমারন

  • মালয়ালম চলচ্চিত্র নির্মাতা কেপি কুমারান কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার, জেসি ড্যানিয়েল পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।
  • পুরস্কারের মধ্যে রয়েছে নগদ ৫ লাখ টাকা, একটি সম্মাননাপত্র এবং একটি ফলক।
[/spoiler]

৫. Henley Passport Index 2022-এ ভারতীয় পাসপোর্টের স্থান কত?

(A) ৭৭তম
(B) ৮৭ তম
(C) ৮৫ তম
(D) ১০৭ তম

[spoiler title=”উত্তর : “] (B) ৮৭ তম

  • বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার।
  • বাকি শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে জার্মানি, স্পেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ এবং ইতালির মতো দেশ।
  • যুক্তরাজ্য ১৮৭টি দেশে প্রবেশাধিকার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৬ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
[/spoiler]

৬. ভারতের প্রথম জনজাতি (আদিবাসী) মহিলা রাষ্ট্রপতি কে হলেন?

(A) দ্রৌপদী মুর্মু
(B) মৃদুলা সিনহা
(C) উর্মিলা সিং
(D) শীলা দীক্ষিত

[spoiler title=”উত্তর : “] (A) দ্রৌপদী মুর্মু

  • দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন।
  • তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।
  • NDA এর প্রার্থী হিসাবে নির্বাচন জিতেছেন তিনি।
[/spoiler]

৭. সম্প্রতি কে ONGC Videsh Ltd (OVL) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন?

(A) প্রবীণ মেওয়াতি
(B) সত্যেন্দ্র কুমার
(C) সুনিধি সোনকার
(D) রাজর্ষি গুপ্ত

[spoiler title=”উত্তর : “] (D) রাজর্ষি গুপ্ত

  • রাজর্ষি গুপ্ত ONGC Videsh Ltd (OVL)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি অলোক গুপ্তের স্থলাভিষিক্ত হলেন যিনি ২০২২ সালের জুন মাসে চাকরি ছেড়েছেন।
  •  তিনি হিউস্টনে ‘Geological and Geophysical Centre of Excellence’ স্থাপন করেছেন।
[/spoiler]

৮. ২০২৩ সালে এশিয়ান গেমস হোস্ট করবে কোন দেশ?

(A) চীন
(B) ভারত
(C) মালয়েশিয়া
(D) খজাপান

[spoiler title=”উত্তর : “] (A) চীন

  • এশিয়ান গেমসের স্থগিত ১৯তম আসরটি ২৩শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর, 2023 পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।
  • এটি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA) দ্বারা ১৯শে জুলাই, ২০২২-এ ঘোষণা করা হয়েছে।
  • এটি মূলত হ্যাংজুতে  ১০-২৫শে সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত আয়োজন করার কথা ছিল ।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button