Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রতিবছর বিশ্ব মস্তিষ্ক দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?

(A) ৫ই জুলাই
(B) ১২ই জুলাই
(C) ৯ই জুলাই
(D) ২২শে জুলাই

[spoiler title=”উত্তর : “] (D) ২২শে জুলাই

  • সারা বিশ্বে প্রতি বছর ২২শে জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস উদযাপন করা হয়।
  • দিনটি মস্তিষ্কের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়।
  • দিবসটি প্রথম পালিত হয়েছিলো ২০১৪ সালে।
  • The World Federation of Neurology (WFN) দ্বারা প্রতি বছর দিবসটি উদযাপিত হয়।
  • WFN বেলজিয়ামে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • ২০২২ সালের বিশ্ব মস্তিষ্ক দিবসের থিম হল “Brain Health for All”।
[/spoiler]

২. সম্প্রতি প্রকাশিত “The Resilient Entrepreneur” বইটির লেখক কে?

(A) রাজেশ তলওয়ার
(B) প্রণয় পাতিল
(C) ধ্রুতি শাহ
(D) ডাঃ শ্রীরাম চাউলিয়া

[spoiler title=”উত্তর : “] (C) ধ্রুতি শাহ

  • বইটিতে সেসমস্ত উদ্যোক্তাদের সাক্ষাৎকার রয়েছে যারা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এবং সফলভাবে তাদের স্টার্টআপগুলিকে দাঁড় করিয়েছেন।
[/spoiler]

৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?

(A) আর্নালদো ফোরলানি
(B) মারিও মন্টি
(C) ম্যাসিমো ডি’আলেমা
(D) মারিও ড্রাঘি

[spoiler title=”উত্তর : “] (D) মারিও ড্রাঘি

  • মারিও ড্রাঘি ২১শে জুলাই ২০২২-এ ইতালির প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন।
  • তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
  • প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আগে, তিনি ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
[/spoiler]

৪. পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোন প্রখ্যাত বিজ্ঞানী সম্প্রতি প্রয়াত হলেন?

(A) ডি. শিবানন্দ পাই
(B) ডাঃ অজয় ​​পারিদা
(C) পার্থ প্রতিম মজুমদার
(D) উপিন্দর এস ভাল্লা

[spoiler title=”উত্তর : “] (B) ডাঃ অজয় ​​পারিদা

  • বিশিষ্ট জীববিজ্ঞানী, গবেষক এবং ভুবনেশ্বর ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস (ILS) এর পরিচালক ডঃ অজয় পারিদা ২১শে জুলাই ২০২২-এ গুয়াহাটিতে ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন।
  • বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য ডঃ পারিদাকে ২০১৪ সালে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছিল।
  • তিনি কৃষি, উদ্ভিদ আণবিক জীববিজ্ঞান এবং জৈবপ্রযুক্তি ক্ষেত্রে তার অগ্রণী কাজের জন্য পরিচিত ছিলেন।
[/spoiler]

৫. রাজ্যের আদিবাসী তাঁতিদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্য সম্প্রতি ‘স্বনির্ভর নারী’ প্রকল্প চালু করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) আসাম
(C) গুজরাট
(D) গোয়া

[spoiler title=”উত্তর : “] (B) আসাম

  • আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ১৯শে জুলাই ২০২২-এ গুয়াহাটিতে ‘স্বনির্ভর নারি’ প্রকল্প চালু করেছিলেন।
  • এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের আদিবাসী তাঁতিদের ক্ষমতায়ন করা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা।

আসাম:

  • রাজধানী: দিসপুর
  • রাজ্যপাল: জগদীশ মুখী
  • মুখ্যমন্ত্রী: হিমন্ত বিশ্ব শর্মা
[/spoiler]

৬. “Beyond The Misty Veil, Temple Tales of Uttarakhand”-বইটির লেখক কে?

(A) জে জে সিং
(B) আরাধনা জোহরি
(C) রিচা মিশ্র
(D) শ্রীরাম চাউলিয়া

[spoiler title=”উত্তর : “] (B) আরাধনা জোহরি

  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ২০২২ সালের জুলাই মাসে এই বইটি বই লঞ্চ করেছেন।
  • এটি লিখেছেন অবসরপ্রাপ্ত সিনিয়র IAS অফিসার আরাধনা জোহরি।
  • এই বইতে তিনি উত্তরাখণ্ডের বেশ কয়েকটি মন্দিরের কথা বলেছেন এবং তাদের ইতিহাসের রূপরেখা দিয়েছেন।
[/spoiler]

৭. TATA Projects Ltd সম্প্রতি কাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে?

(A) বিনায়ক পাই
(B) পি উদয়কুমার
(C) পরিতোষ ত্রিপাঠী
(D) আর কে গুপ্তা

[spoiler title=”উত্তর : “] (A) বিনায়ক পাই

  • Tata Projects Ltd বিনায়ক পাইকে ২২শে জুলাই ২০২২ থেকে কার্যকরী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করেছে।
  • তিনি বিনায়ক দেশপান্ডের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • Tata Projects Ltd বর্তমানে ভারত জুড়ে সবচেয়ে বড় কিছু প্রজেক্ট যেমন নিউ পার্লামেন্ট বিল্ডিং, জেওয়ার এয়ারপোর্ট, বারমেরে রিফাইনারি ইউনিট, মুম্বাই ট্রান্স-হারবার লিঙ্ক, ইত্যাদি পরিচালনা করছে।
[/spoiler]

৮. NITI Aayog-এর ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্সের তৃতীয় সংস্করণে Major States বিভাগে কোন রাজ্য শীর্ষে রয়েছে?

(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) কেরালা
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (D) কর্ণাটক

  • NITI Aayog-এর ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্সের তৃতীয় সংস্করণে কর্ণাটক, মণিপুর এবং চণ্ডীগড় তাদের নিজ নিজ বিভাগে শীর্ষে রয়েছে।
  • ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স হল দেশের ইনোভেশন ইকোসিস্টেম মূল্যায়ন ও বিকাশের জন্য একটি মাপকাঠি।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button