14th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
14th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৪ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোনটি ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন (Host) করবে?
(A) কুইন্সল্যান্ড
(B) অস্ট্রেলিয়ান স্টেট অফ ভিক্টোরিয়া
(C) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
(D) নিউ সাউথ ওয়েলস
- অস্ট্রেলিয়ানা স্টেট অফ ভিক্টোরিয়া ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হবে।
- ২০২২ কমনওয়েলথ গেমস ২৮শে জুলাই থেকে ৮ই আগস্ট, ২০২২ পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা।
২. সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশনের চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) ইকবাল সিং লালপুরা
(B) মুনীশ্বর নাথ ভান্ডারী
(C) মনোজ আহুজা
(D) দীপক রাওয়াত
- এর আগে তিনি পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) ছিলেন।
- ২০২১ সালের সেপ্টেম্বরে তিনি প্রথম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
৩. ২০২২ সালের ১৪ই এপ্রিল ড. বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকীর কোন সংস্করণ পালিত হল?
(A) ১৩১তম
(B) ১২৫তম
(C) ১৫০তম
(D) ১৩০তম
- ডঃ বি.আর. আম্বেদকর জয়ন্তী প্রতি বছর ১৪ই এপ্রিল সারা ভারতে পালিত হয়।
- তিনি ১৮৯১ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন।
- তিনি ভারতের অর্থ কমিশন প্রতিষ্ঠা করেন।
- তিনি ভারতীয় সংবিধানের জনক হিসেবেও পরিচিত।
- তিনি ২৯শে আগস্ট, ১৯৪৭ থেকে ২৪শে জানুয়ারি, ১৯৫০ পর্যন্ত ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৪. পূর্ব ভারতীয় বাজারের জন্য নিম্নোক্তদের মধ্যে কাকে Llyod-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) ঋষভ পন্ত
(B) সৌরভ গাঙ্গুলী
(C) কিরেন রিজিজু
(D) সুনীল ছেত্রী
- Llyod প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে পূর্ব ভারতীয় বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন।
- সৌরভ গাঙ্গুলি বর্তমানে BCCI-এর সভাপতি।
৫. ২০২২ সালের এপ্রিল মাসে কোন দিনটি মহাবীর জয়ন্তী হিসাবে পালিত হল?
(A) ১৪ই এপ্রিল
(B) ১০ই এপ্রিল
(C) ১১ই এপ্রিল
(D) ১৩ই এপ্রিল
- জৈন ধর্মের আধ্যাত্মিক গুরু, ভগবান মহাবীরের জন্মদিন উপলক্ষে মহাবীর জয়ন্তী পালিত হয়।
- ভগবান মহাবীর ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে হিন্দু ক্যালেন্ডারের চৈত্র মাসের ১৩ তম দিনে জন্মগ্রহণ করেছিলেন বলে কথিত আছে।
- তার জন্মস্থান কুন্ডলগ্রাম, বিহার।
- তাকে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবেও বিবেচনা করা হয় এবং তিনি ছিলেন জৈনদের ২৪তম এবং শেষ তীর্থঙ্কর।
৬. কোন শহরকে “2021 Tree City of the World” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
(A) পাটনা
(B) রাঁচি
(C) বেরেলি
(D) মুম্বাই
- Arbor Day Foundation এর সাথে যৌথভাবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (UN) মুম্বাইকে “2021 Tree City of the World” হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- এর আগে হায়দ্রাবাদও এই গৌরব অর্জন করেছিল। হায়দ্রাবাদ পরপর দুই বছর শিরোপা জিতেছে।
- মুম্বাই মোট ৪,২৫,০০০ গাছ রোপণ করেছে।
৭. কোন দিনটিতে সম্প্রতি সিয়াচেন দিবস পালিত হল?
(A) ১১ই এপ্রিল
(B) ১৪ই এপ্রিল
(C) ১৩ই এপ্রিল
(D) ১২ই এপ্রিল
- ভারতীয় সেনাবাহিনী অপারেশন মেঘদূতের দ্বারা ১৯৮৪ খ্রিষ্টাব্দে ১৩ই এপ্রিল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র ‘সিয়াচেন হিমবাহ’ সুরক্ষিত করেছিল, এই জন্য প্রতি বছর ১৩ই এপ্রিল সিয়াচেন দিবস পালন করা হয়।
- সিয়াচেন দিবস শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর সাহস ও বীরত্বকে স্মরণ করে না বরং সাহসী সিয়াচেন যোদ্ধাদেরও সম্মান জানায় যারা বরফের সিয়াচেন হিমবাহ দখল করতে এবং তাদের মাতৃভূমিকে সফলভাবে সেবা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন।
৮. সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হামিশ বেনেট। তিনি কোন দেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতেন?
(A) নিউজিল্যান্ড
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) ইংল্যান্ড
(D) অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ডের ফাস্ট বোলার হামিশ বেনেট ঘোষণা করেছেন যে তিনি ২০২১/২০২২ সিজনের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন।
- ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে একটি ODI তে নিউজিল্যান্ডের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here