Current AffairsDaily Current Affairs in Bengali

সাম্প্রতিকী – মার্চ ২০, ২১, ২২– ২০২০

Daily Current Affairs MCQ – 20th, 21st, 23rd March – 2020

১. ২০২০ সালের মার্চ মাসে ইয়েস ব্যাংকের নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন?

(A) রানা কাপুর
(B) অমিতাভ চৌধুরী
(C) আদিত্য পুরী
(D) প্রশান্ত কুমার

উত্তর :
(D) প্রশান্ত কুমার

প্রশান্ত কুমার ইয়েস ব্যাংকের নতুন এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) প্রাক্তন চেয়ারম্যান সুনীল মেহতাকে নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।


২. ভারতে জাতীয় টিকাকরণ দিবস ( National Vaccination Day ) কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ১৪
(B) মার্চ ১৫
(C) মার্চ ১৬
(D) মার্চ ১৭

উত্তর :
(C) মার্চ ১৬

প্রতিবছর ১৬ই মার্চ, ভারতে জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় ।

এটি সর্বপ্রথম ১৯৯৫ সালের ১৬ই মার্চ পালন করা হয়েছিল যখন ওরাল পোলিও ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল।


৩. গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল, মোবাইল ফোনে ২০২০ সালের ১ এপ্রিল থেকে কত শতাংশ GST কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) ১০
(B) ১২
(C) ১৮
(D) ২০

উত্তর :
(C) ১৮

গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল ২০২০ সালের ১ এপ্রিল থেকে মোবাইল ফোনে জিএসটি হারকে ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।


৪. কোন রাজ্য সরকার এস.সি. / এস.টি. কর্মচারীদের পদোন্নতির কোটা সরিয়ে দিয়েছে ?

(A) উত্তরাখন্ড
(B) বিহার
(C) পাঞ্জাব
(D) রাজস্থান

উত্তর :
(A) উত্তরাখন্ড

উত্তরাখণ্ড সরকার রাজ্য সরকারী চাকরিতে এসসি / এসটি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে রিজার্ভেশন সরিয়ে দিয়েছে।


৫. বিশ্ব চড়ুই দিবস প্রতিবছর কোনদিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ১৯
(B) মার্চ ২০
(C) মার্চ ২৩
(D) মার্চ ২৫

উত্তর :
(B) মার্চ ২০

২০ শে মার্চ- বিশ্ব চড়ুই দিবস (World Sparrow Day ) । ২০১০ থেকে শুরু হয় এই দিনে এই দিবস উদযাপন। একাধিক বৈদেশিক সংস্থা পালন করে এই দিনটি। তবে তার সূত্রপাত ভারতের ন্যাচার ফরেভার সোসাইটি ও ফ্রান্সের ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশনের উদ্যোগে।


৬. সম্প্রতি, ইউনেস্কো চলচ্চিত্রের ক্ষেত্রে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক (UCCN) এর সদস্য হিসাবে কোন শহরকে মনোনীত করেছে ?

(A) হায়দ্রাবাদ
(B) পুনে
(C) কলকাতা
(D) মুম্বাই

উত্তর :
(D) মুম্বাই

মুম্বাই চলচিত্রের ক্ষেত্রে এবং হায়দ্রাবাদ গ্যাস্ট্রোনোমির ক্ষেত্রে


৭. “International day of Happiness” প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ২০
(B) মার্চ ২১
(C) মার্চ ২২
(D) মার্চ ২৩

উত্তর :
(A) মার্চ ২০

এই বছরের থিম ছিল – Happiness For All, Together



৮. করোনা ভাইরাসের জন্য কোন টেনিস ওপেন প্রতিযোগিতাটি পিছিয়ে দিয়ে সেপ্টেম্বর-অক্টোবর মাসে করা হয়েছে ?

(A) অস্ট্রেলিয়া ওপেন
(B) ফ্রেঞ্চ ওপেন
(C) উইম্বলডন ওপেন
(D) ডেভিস কাপ

উত্তর :
(B) ফ্রেঞ্চ ওপেন

জুনের পরিবর্তে এই এটি সেপ্টেম্বর-অক্টোবর ২০২০ তে অনুষ্ঠিত হবে ।


৯. ২০শে মার্চ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করেছেন ?

(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) ছত্তিশগড়

উত্তর :
(B) মধ্য প্রদেশ

আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী কমলনাথ।


১০. ভারত জুড়ে কোন দিনটিতে জনতা কারফিউ পালন করা হয়েছে ?

(A) ২১ ​​শে মার্চ
(B) ২২ শে মার্চ
(C) ২৩ শে মার্চ
(D) ২৪ শে মার্চ

উত্তর :
(B) ২২ শে মার্চ

ভারতের সব নাগরিককে ২২শে মার্চ রবিবার ১৪ ঘণ্টার জন্য গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আরো দেখুন :

সাম্প্রতিকী – মার্চ ১৭, ১৮, ১৯ – ২০২০

সাম্প্রতিকী – মার্চ ১৪, ১৫, ১৬ – ২০২০

সাম্প্রতিকী – মার্চ ১১, ১২, ১৩ – ২০২০

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button