3rd September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
3rd September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩রা সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন কোম্পানি সম্প্রতি ভারতের প্রথম LNG-জ্বালানি চালিত ট্রাক লঞ্চ করেছে?
(A) Chevron Corporation
(B) Blue Energy Motors
(C) ExxonMobil
(D) CNOOC Limited
- Blue Energy Motors ২রা সেপ্টেম্বর ২০২২-এ ভারতের প্রথম LNG-জ্বালানি চালিত ট্রাক লঞ্চ করেছে।
- কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এই ট্রাকটির উদ্বোধন করেন।
- তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (Liquefied Natural Gas) বা LNG হচ্ছে প্রাকৃতিক গ্যাস যাকে সংরক্ষণ ও পরিবহনের সুবিধার্থে অস্থায়ীভাবে তরলে রূপান্তর করা হয়।
- জ্বালানি হিসেবে LNG এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।
২. জনঅভিযোগ সমাধানে ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে?
(A) Telecom Regulatory Authority of India (TRAI)
(B) Airports Authority of India (AAI)
(C) Unique Identification Authority of India (UIDAI)
(D) Ministry of External Affairs
- জনসাধারণের অভিযোগ সমাধানে সমস্ত মন্ত্রক এবং বিভাগগুলির মধ্যে UIDAI শীর্ষে রয়েছে।
- আধার আইন ২০১৬-এর অধীনে, আধার তালিকাভুক্তি এবং প্রমাণীকরণের জন্য UIDAI স্থাপন করা হয়।
৩. কোন রাজ্য সরকার শুধুমাত্র মহিলাদের জন্য ‘মহিলা নিধি’ নামক একটি ঋণ প্রকল্প চালু করেছে?
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব
- রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শুধুমাত্র মহিলাদের জন্য ‘মহিলা নিধি’ ঋণ প্রকল্প চালু করেছেন।
- স্কিমটিতে ৪৮ ঘন্টার মধ্যে ৪০,০০০ টাকা পর্যন্ত এবং ১৫ দিনের মধ্যে ৪০,০০০ টাকার উপরে ঋণ প্রদান করা হবে।
- তেলেঙ্গানার পরে, রাজস্থান এই ধরণের প্রকল্প চালু করার জন্য দেশের দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে।
৪. কোন রাজ্যে সম্প্রতি ‘নুয়াখাই’ নামে একটি কৃষি উৎসব পালিত হয়েছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) গোয়া
(C) কর্ণাটক
(D) ওড়িশা
- নুয়াখাই হল একটি কৃষি উৎসব যা মূলত ওড়িশায় পালিত হয়।
- নতুন ধান ওঠার আনন্দে এ উৎসব পালিত হয়।
- নুয়াখাই হল দুটি শব্দের সংমিশ্রণ যার অর্থ ‘নতুন ভাত খাওয়া’, (‘নুয়া’ শব্দের অর্থ ‘নতুন’ এবং ‘খাই’ মানে খাওয়া’)।
- এটি গণেশ চতুর্থী উৎসবের পরের দিন পালন করা হয় এবং ২০২২ সালে ১লা সেপ্টেম্বর পালিত হয়েছে।
৫. Bloomberg এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে কোন দেশ?
(A) ব্রাজিল
(B) ইতালি
(C) ভারত
(D) দক্ষিন আফ্রিকা
- Bloomberg একটি রিপোর্ট অনুসারে ভারত ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা সংকলিত GDP পরিসংখ্যানের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে।
- আমেরিকা, চীন, জাপান ও জার্মানির পরেই ভারতের স্থান।
- ২০২২-২৩ সালে ভারতের অর্থনীতি ৭% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে।
- ২০২১-২২ সালে ভারতের অর্থনীতি ৮.৭% বৃদ্ধি পেয়েছে।
৬. সম্প্রতি কাকে All India Football Federation (AIFF)-এর সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) অলকেশ কুমার শর্মা
(B) আর কে ত্যাগী
(C) গোপাল ভিট্টল
(D) কল্যাণ চৌবে
- অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) কল্যাণ চৌবেকে তার সভাপতি হিসেবে নিযুক্ত করেছে।
- তিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক।
৭. ‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন’ (AICTE)-এর প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) উদয় উমেশ ললিত
(B) অনুজ পোদ্দার
(C) জগদেশ কুমার
(D) দীক্ষিত জোশী
- তিনি পূর্ববর্তী চেয়ারপারসন অনিল সহস্রবুধের স্থলাভিষিক্ত হয়েছেন।
- এর আগে এম জগদেশ কুমারকে ৪ঠা ফেব্রুয়ারি, ২০২২-এ UGC চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
৮. বি. শেখ আলীসম্প্রতি প্রয়াত হলেন। তিনি একজন বিখ্যাত ________ ছিলেন।
(A) ঐতিহাসিক
(B) ডাক্তার
(C) আইনজীবী
(D) ক্রিকেটার
- প্রখ্যাত ইতিহাসবিদ এবং ম্যাঙ্গালোর এবং গোয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বি. শেখ আলী সম্প্রতি প্রয়াত হলেন।
- তিনি রাজ্যোৎসব পুরস্কারের প্রাপক এবং ইংরেজিতে মোট ২৩টি বই লিখেছেন।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here