Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 20th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। প্রথম কবে এই দিনটি পালিত হয়েছিল?

(A) ২০০১
(B) ২০১৬
(C) ২০১৫
(D) ২০০২

উত্তর
(D) ২০০২

  • এটি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সচেতনতা বৃদ্ধি এবং বহুভাষিকতার প্রচারের জন্য প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি পালিত হয়।
  • 2023 সালের থিম হল ‘multilingual education – a necessity to transform education’।
  • ১৭ই নভেম্বর ১৯৯৯ সালে UNESCO কর্তৃক প্রথম এই দিনটির ঘোষণা করা হয়।
  • এটি ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল।

২. একজন বিখ্যাত ব্যক্তিত্ব, ওম প্রকাশ কোহলি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) রাজনীতি
(B) লেখক
(C) সঙ্গীত
(D) খেলাধুলা

উত্তর
(A) রাজনীতি

  • গুজরাটের প্রাক্তন রাজ্যপাল এবং প্রবীণ ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা ওম প্রকাশ কোহলি ২০শে ফেব্রুয়ারি ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
  • তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত গুজরাটের ১৯তম রাজ্যপাল ছিলেন।
  • গুজরাটের গভর্নর হিসেবে সভাপতিত্ব করার সময় তিনি মধ্যপ্রদেশ ও গোয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।
  • তিনি ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত রাজ্যসভায় দায়িত্ব পালন করেছেন।

৩. ৭৬তম British Academy Film Awards (BAFTA)-এ কে সেরা প্রধান অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন?

(A) ব্রেন্ডন গ্লিসন
(B) মাইকেল ওয়ার্ড
(C) অস্টিন বাটলার
(D) কে হুয় কোয়ান

উত্তর
(C) অস্টিন বাটলার

  • ৭৬তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস ১৯শে ফেব্রুয়ারি ২০২৩-এ ঘোষণা করা হয়েছিল।
  • অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিনেতা রিচার্ড ই গ্রান্ট এবং অ্যালিসন হ্যামন্ড।
  • কিছু বিজয়ীর তালিকার মধ্যে রয়েছে:
  • সেরা চলচ্চিত্র – ‘All Quiet on the Western Front’
  • শীর্ষস্থানীয় অভিনেত্রী – কেট ব্ল্যানচেট, ‘Tar’ সিনেমা
  • প্রধান অভিনেতা – অস্টিন বাটলার, ‘Elvis’ সিনেমা

৪. কোন শহরে বিশ্বের বৃহত্তম দিব্যাং পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি?

(A) পুনে
(B) নাগপুর
(C) কটক
(D) শোলাপুর

উত্তর
(B) নাগপুর

  • কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ২০শে ফেব্রুয়ারি ২০২৩-এ মহারাষ্ট্রের নাগপুরে বিশ্বের বৃহত্তম দিব্যাং পার্ক ‘অনুভূতি ইনক্লুসিভ পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

৫. বিশ্বব্যাপী কোন কোম্পানির গার্হস্থ্য যন্ত্রপাতির নাম পরিবর্তন করে ‘Versuni’ রাখা হয়েছে?

(A) LG
(B) Bajaj
(C) Philips
(D) Whirlpool

উত্তর
(C) Philips

  • ফিলিপস ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস-এর বিশ্বব্যাপী নতুন নাম রাখা হয়েছে ‘ভারসুনি’।
  • Philips ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেসের সদর দফতর নেদারল্যান্ডসে।

৬. নিউইয়র্কে অনুষ্ঠিত UN কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের ৬২তম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন কে?

(A) চেতন শর্মা
(B) রুচিরা কাম্বোজ
(C) নাতাশা পেরিয়ানায়গাম
(D) রাজা চারি

উত্তর
(B) রুচিরা কাম্বোজ

  • নিউইয়র্কে অনুষ্ঠিত UN কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের ৬২তম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে রুচিরা কাম্বোজকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
  • তিনি বর্তমানে ২০২২ সালের আগস্ট থেকে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

৭. ভারতের কোন হ্রদের উপর বিশ্বের সর্বোচ্চ হিমায়িত লেক ম্যারাথন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে?

(A) প্যাংগং সো
(B) তসো মরিরি
(C) রিউল লেক
(D) মিরপাল সো

উত্তর
(A) প্যাংগং সো

  • অনুষ্ঠিত হয়েছিল : ২০শে ফেব্রুয়ারি ২০২৩
  • আয়োজন করেছে: লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ এবং লাদাখের অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন।
  • ম্যারাথনের থিম: The Last Run
  • লাদাখে, প্যাংগং সোতে দেশের প্রথম হিমায়িত লেক ম্যারাথন আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ হিমায়িত লেক ম্যারাথন হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিবন্ধিত হয়েছে।

৮. দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারে নিচের কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?

(A) কাশ্মীর ফাইল
(B) হিট
(C) ধামাকা
(D) ফ্রেডি

উত্তর
(A) কাশ্মীর ফাইল

  • দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার:
  • এটি চলচ্চিত্রের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার।
  • সেরা চলচ্চিত্র পুরস্কার: কাশ্মীর ফাইলস
  • বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার: এসএস রাজামৌলির ‘RRR’
  • সেরা ওয়েব সিরিজ: ‘Rudra: The Edge of Darkness’
  • সেরা পরিচালক: আর বাল্কি (Chup: Revenge of The Artist)
  • বছরের সবচেয়ে বহুমুখী অভিনেতা: অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)
  • সেরা অভিনেত্রীর পুরস্কার: আলিয়া ভাট

৯. লা গণেশন কোন রাজ্যের ২১তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন?

(A) নাগাল্যান্ড
(B) মিজোরাম
(C) হরিয়ানা
(D) মধ্য প্রদেশ

উত্তর
(A) নাগাল্যান্ড

  • তিনি আসামের গভর্নর অধ্যাপক জগদীশ মুখির স্থলাভিষিক্ত হলেন, যিনি নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
  • এই নিয়োগের আগে, তিনি আগস্ট ২০১৭ থেকে মণিপুরের রাজ্যপাল ছিলেন।
  • তিনি জুলাই থেকে নভেম্বর ২০২২ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
  • এর আগে তিনি তামিলনাড়ু বিজেপির একজন সিনিয়র নেতা ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button