Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (8th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২৫ তম ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’ নিম্নলিখিত কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল-এ অনুষ্ঠিত হবে?

(A) দিল্লী
(B) পুদুচেরি
(C) তামিলনাড়ু
(D) হরিয়ানা

[spoiler title=”উত্তর : “] (B) পুদুচেরি

  • স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে ‘আজাদি কি অমৃত মহোৎসব’এর অংশ হিসেবে ফেস্টিভ্যালটি আয়োজিত হবে।
  • ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ১২ থেকে ১৬ই জানুয়ারী ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
[/spoiler]

২. ‘ব্যাঙ্ক অফ বরোদা’ সম্প্রতি কাকে তার ব্র্যান্ড এন্ডোর্সার হিসাবে স্বাক্ষর করেছে?

(A) মিতালি রাজ
(B) রাধা যাদব
(C) হরমনপ্রীত কৌর
(D) শাফালি বর্মা

[spoiler title=”উত্তর : “] (D) শাফালি বর্মা
ব্যাঙ্ক অফ বরোদা ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর গুজরাটের ভাদোদরায়। [/spoiler]

৩. আসাম রাইফেলস (নর্থ) এর ২০ তম মহাপরিদর্শক (Inspector General) হিসাবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?

(A) বিকাশ লাখেরা
(B) সঞ্জয় অরোরা
(C) পঙ্কজ কুমার সিং
(D) শীল বর্ধন সিং

[spoiler title=”উত্তর : “] (A) বিকাশ লাখেরা
তিনি মেজর জেনারেল ভি.পি.এস. কৌশিকের স্থলাভিসিক্ত হলেন। [/spoiler]

৪. সম্প্রতি কে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (SCO) এর নতুন সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) WU Haitao
(B) Zhou Ding
(C) Zhang Ming
(D) Wang Yu

[spoiler title=”উত্তর : “] (C) Zhang Ming

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন :

  • সদর দপ্তর : চীনের বেইজিং
  • প্রতিষ্ঠাকাল : ১৫ই জুন ২০০১
[/spoiler]

৫. কোন রাজ্য সম্প্রতি ‘তৃতীয়-তম জাতীয় জল পুরস্কার’ (3rd National Water Awards)-এ প্রথম স্থান অধিকার করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) অন্ধ্র প্রদেশ
(C) কর্ণাটক
(D) উত্তর প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (D) উত্তর প্রদেশ

  • ২০১৮ সালে জলশক্তি মন্ত্রক প্রথম জাতীয় জল পুরস্কার চালু করেছিল।
  • তৃতীয়-তম এই সংস্করণে উত্তর প্রদেশের পরেই রাজস্থান ও তামিলনাড়ু যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।
[/spoiler]

৬. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উপর ভিত্তি করে একটি বই ‘Mamata: Beyond 2021’ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। বইটির লেখক কে?*

(A) অনুকৃতি উপাধ্যায়
(B) জয়ন্ত ঘোষাল
(C) রাহুল রাওয়েল
(D) ভি এল ইন্দিরা দত্ত

[spoiler title=”উত্তর : “] (B) জয়ন্ত ঘোষাল

  • বইটি ২৪শে জানুয়ারী ২০২২ এ প্রকাশিত হবে।
  • বইটি লিখেছেন জয়ন্ত ঘোষাল, একজন রাজনৈতিক সাংবাদিক, এবং অনুবাদ করেছেন অরুণাভ সিনহা, একজন কথাসাহিত্যিক এবং নন-ফিকশন অনুবাদক।
[/spoiler]

৭. সম্প্রতি কে ‘কেরালা স্টেট চলচিত্র একাডেমী’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?

(A) রচিত সুন্দরম
(B) রঞ্জিত বালাকৃষ্ণান
(C) কামাল
(D) পরিওয়াল্লাল শদাশিবম

[spoiler title=”উত্তর : “] (B) রঞ্জিত বালাকৃষ্ণান

  • মালয়ালম চলচ্চিত্র পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণান কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যানের পদ গ্রহণ করেছেন।
  • এটি তিরুবনন্তপুরমের শীর্ষস্থানীয় সিনেমা একাডেমী।
[/spoiler]

৮. কোন দিনটিতে ‘Bureau of Indian Standards’-এর প্রতিষ্ঠা দিবস পালিত হয়?

(A) ৬ই জানুয়ারী
(B) ১১ই জানুয়ারী
(C) ৪ঠা ডিসেম্বর
(D) ৫ই ফেব্রুয়ারী

[spoiler title=”উত্তর : “] (A) ৬ই জানুয়ারী
‘Bureau of Indian Standards’-এর ৭৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ২০২২ এর ৬ই জানুয়ারিতে। [/spoiler]

৯. সম্প্রতি কাকে ‘Commission for Agricultural Costs and Prices’ (CACP)-এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নিযুক্ত করা হল?

(A) এম এল দান্তওয়ালা
(B) বিজয় পাল শর্মা
(C) অজয় দাসগুপ্ত
(D) অশোক গুলাটি

[spoiler title=”উত্তর : “] (B) বিজয় পাল শর্মা

Commission for Agricultural Costs and Prices :

  • প্রতিষ্ঠাকাল : ১৯৬৫ সালের ১লা জানুয়ারী
  • সদর দপ্তর : নতুন দিল্লী
  • লক্ষ্য : কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ।
[/spoiler]

১০. সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের সর্বশেষ সরকারী নির্দেশিকা অনুসারে কত দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে?

(A) ১৪ দিন
(B) `৩ দিন
(C) ৭ দিন
(D) ১০ দিন

[spoiler title=”উত্তর : “] (C) ৭ দিন
৭ই জানুয়ারী, ২০২২-এ ভারত সরকারের দ্বারা প্রকাশিত নির্দেশিকা অনুসারে, বিদেশ থেকে উড়ে আসা সমস্ত যাত্রীদের ভারতে অবতরণের পরে এক সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং অষ্টম দিনে নিজেদের পরীক্ষা করাতে হবে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button