Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  14th September Current Affairs Quiz 2023 –  Bengali


১. নিচের কোন দুর্গে ২০২৩ সালে ভারতীয় নৌসেনা দিবস পালিত হবে?

(A) সিন্ধুদুর্গ দুর্গ
(B) গোয়ালিয়র দুর্গ
(C) প্রতাপগড় দুর্গ
(D) সিংহগড় দুর্গ

[spoiler title=’উত্তর ‘ ] (A) সিন্ধুদুর্গ দুর্গ

  • ২০২৩ সালে নৌবাহিনী দিবস উদযাপন করা হবে সিন্ধুদুর্গ দুর্গে।
  • সিন্ধুদুর্গ দুর্গ ১৬৬০ সালে নির্মিত হয়েছিল।
  • পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের সময় করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর আক্রমণের স্মরণে ভারত ৪ই ডিসেম্বর নৌবাহিনী দিবস উদযাপন করে।
  • গত বছর বিশাখাপত্তনমে নৌসেনা দিবস পালিত হয়েছিল।

দেখে নাও : ভারতের উল্লেখযোগ্য দুর্গ তালিকা

[/spoiler]

২. বিহার ICCR-এর নিচের কোন বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্রের বৈশালী উৎসব’ (Vaishali Festival of Democracy’) আয়োজন করা হবে?

(A) IIT পাটনা 2
(B) NIT পাটনা
(C) নালন্দা বিশ্ববিদ্যালয়
(D) AIIMS পাটনা

[spoiler title=’উত্তর ‘ ] (C) নালন্দা বিশ্ববিদ্যালয়

  • ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটি ‘গণতন্ত্রের উৎসব’-এর আয়োজন করতে চলেছে।
  •  ১৫ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এটি আয়োজিত হবে।
[/spoiler]

৩. OIML সার্টিফিকেট ইস্যু করা ১৩তম দেশ হল

(A) বাংলাদেশ
(B) ভারত
(C) শ্রীলংকা
(D) পাকিস্তান

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভারত
ভারত বিশ্বব্যাপী OIML (International Organization of Legal Metrology) শংসাপত্র ইস্যু করার জন্য অনুমোদিত ১৩তম দেশ হয়ে উঠেছে। [/spoiler]

৪. নিচের কোন সংস্থা ওড়িশাকে সামাজিক সুরক্ষা বাড়াতে অর্থায়ন করতে চলেছে ?

(A) বিশ্ব ব্যাংক
(B) RBI
(C) IMF
(D) NDB

[spoiler title=’উত্তর ‘ ] (A) বিশ্ব ব্যাংক
সামাজিক সুরক্ষা বাড়াতে ওড়িশাকে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। [/spoiler]

৫. গোল ফেস্ট কনক্লেভ ২০২৩ -এ নিচের কোন সংস্থা “ভারতের মর্যাদাপূর্ণ ব্র্যান্ড (Prestigious Brand of India)” হিসাবে স্বীকৃতি পেয়েছে ?

(A) TCS
(B) Reliance
(C) L&T Finance
(D) Mindtree

[spoiler title=’উত্তর ‘ ] (C) L&T Finance
L&T Finance সম্প্রতি গোল ফেস্ট কনক্লেভ ২০২৩ -এ “ভারতের মর্যাদাপূর্ণ ব্র্যান্ড (Prestigious Brand of India)” হিসাবে স্বীকৃতি পেয়েছে । [/spoiler]

৬. নিচের কোন ব্যক্তিকে অন্ধ্রপ্রদেশের গভর্নর গাদিচেরলা পুরস্কারে ভূষিত করেছেন?

(A) অচন্ত শরৎ কমল
(B) এস.পি. বালাসুব্রহ্মণ্যম
(C) ওয়াই ভেনুগোপাল রেড্ডি
(D) মণ্ডলী বুদ্ধ প্রসাদ

[spoiler title=’উত্তর ‘ ] (D) মণ্ডলী বুদ্ধ প্রসাদ

  • প্রাক্তন ডেপুটি স্পিকার মন্ডলী বুদ্ধ প্রসাদকে গদিচের্লা পুরস্কার ২০২৩-এ সম্মানিত করা হয়েছে।
  • গভর্নর এস আব্দুল নাজির, কৃষ্ণা জেলার রুদ্রভারম গ্রামে কৃষ্ণ বিশ্ববিদ্যালয়ে (KRU) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করেন।
  • গাদিচেরলা হরিসর্বত্তম রাও ছিলেন অন্ধ্র প্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী এবং সমাজকর্মী।
  • হরিসর্বত্তমা রাওকে ‘গ্রন্থাগার আন্দোলনের জনক’ বলা হয় কারণ তিনি তাঁর জীবনের একটি অংশ গ্রন্থাগার আন্দোলনের জন্য উৎসর্গ করেছিলেন।
[/spoiler]

৭. নিচের কোন সংস্থা গোয়া সরকারের সাথে পার্টনারশীপ করেছে ‘Chavath e-Bazaar-2023’ শুরু করার জন্য ?

(A) Zomato
(B) Swiggy
(C) Zepto
(D) Dunzo

[spoiler title=’উত্তর ‘ ] (B) Swiggy

  • গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত Goa Chavath e-Bazaar চালু করেছেন।
  • স্থানীয় মহিলা উদ্যোক্তা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা সুইগি মিনিতে এর জন্য পণ্য তালিকাভুক্ত করা হয়েছে৷
[/spoiler]

৮. সম্প্রতি কোন রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী সমগ্র পুষ্টি যোজনা” চালু করেছে?

(A) বিহার
(B) ঝাড়খণ্ড
(C) উত্তর প্রদেশ
(D) ওড়িশা

[spoiler title=’উত্তর ‘ ] (D) ওড়িশা

  • মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মা, কিশোরী মেয়ে এবং শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে রাজ্যে ‘মুখ্যমন্ত্রী সমগ্র পুষ্টি যোজনা’ চালু করেছেন।
  •  ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের পুষ্টিকর পরিপূরক সরবরাহ করা হবে।
[/spoiler]

৯. ফুটবলের বিকাশের জন্য কোন রাজ্য সরকার স্পেনের লা লিগার সাথে MOU স্বাক্ষর করেছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) ওড়িশা
(D) কর্ণাটক

[spoiler title=’উত্তর ‘ ] (A) পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ সরকার এবং Liga Nacional de Fútbol Profesional (LALIGA) পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত ও স্পেনে ফুটবল খেলাকে উন্নত করার জন্য একটি MOU স্বাক্ষর করেছে। [/spoiler]

১০. ২০২৩ সালের জাতীয় ইঞ্জিনিয়ার দিবস -এর থিম কী?

(A) Engineers for a Self-Reliant India
(B) Engineering for A Healthy Planet- Celebrating the UNESCO Engineering Report
(C) Engineering for a sustainable future
(D) Improving lives through engineering

[spoiler title=’উত্তর ‘ ] (C) Engineering for a sustainable future

২০২৩ সালের জাতীয় ইঞ্জিনিয়ার দিবস -এর থিম : Engineering for a sustainable future .

দেখে নাও : জাতীয় ইঞ্জিনিয়ার দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য

[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button