15th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৫ই সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 14th September Current Affairs Quiz 2023 – Bengali
১. নিচের কোন দুর্গে ২০২৩ সালে ভারতীয় নৌসেনা দিবস পালিত হবে?
(A) সিন্ধুদুর্গ দুর্গ
(B) গোয়ালিয়র দুর্গ
(C) প্রতাপগড় দুর্গ
(D) সিংহগড় দুর্গ
- ২০২৩ সালে নৌবাহিনী দিবস উদযাপন করা হবে সিন্ধুদুর্গ দুর্গে।
- সিন্ধুদুর্গ দুর্গ ১৬৬০ সালে নির্মিত হয়েছিল।
- পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের সময় করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর আক্রমণের স্মরণে ভারত ৪ই ডিসেম্বর নৌবাহিনী দিবস উদযাপন করে।
- গত বছর বিশাখাপত্তনমে নৌসেনা দিবস পালিত হয়েছিল।
দেখে নাও : ভারতের উল্লেখযোগ্য দুর্গ তালিকা
[/spoiler]২. বিহার ICCR-এর নিচের কোন বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্রের বৈশালী উৎসব’ (Vaishali Festival of Democracy’) আয়োজন করা হবে?
(A) IIT পাটনা 2
(B) NIT পাটনা
(C) নালন্দা বিশ্ববিদ্যালয়
(D) AIIMS পাটনা
- ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটি ‘গণতন্ত্রের উৎসব’-এর আয়োজন করতে চলেছে।
- ১৫ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এটি আয়োজিত হবে।
৩. OIML সার্টিফিকেট ইস্যু করা ১৩তম দেশ হল
(A) বাংলাদেশ
(B) ভারত
(C) শ্রীলংকা
(D) পাকিস্তান
ভারত বিশ্বব্যাপী OIML (International Organization of Legal Metrology) শংসাপত্র ইস্যু করার জন্য অনুমোদিত ১৩তম দেশ হয়ে উঠেছে। [/spoiler]
৪. নিচের কোন সংস্থা ওড়িশাকে সামাজিক সুরক্ষা বাড়াতে অর্থায়ন করতে চলেছে ?
(A) বিশ্ব ব্যাংক
(B) RBI
(C) IMF
(D) NDB
সামাজিক সুরক্ষা বাড়াতে ওড়িশাকে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। [/spoiler]
৫. গোল ফেস্ট কনক্লেভ ২০২৩ -এ নিচের কোন সংস্থা “ভারতের মর্যাদাপূর্ণ ব্র্যান্ড (Prestigious Brand of India)” হিসাবে স্বীকৃতি পেয়েছে ?
(A) TCS
(B) Reliance
(C) L&T Finance
(D) Mindtree
L&T Finance সম্প্রতি গোল ফেস্ট কনক্লেভ ২০২৩ -এ “ভারতের মর্যাদাপূর্ণ ব্র্যান্ড (Prestigious Brand of India)” হিসাবে স্বীকৃতি পেয়েছে । [/spoiler]
৬. নিচের কোন ব্যক্তিকে অন্ধ্রপ্রদেশের গভর্নর গাদিচেরলা পুরস্কারে ভূষিত করেছেন?
(A) অচন্ত শরৎ কমল
(B) এস.পি. বালাসুব্রহ্মণ্যম
(C) ওয়াই ভেনুগোপাল রেড্ডি
(D) মণ্ডলী বুদ্ধ প্রসাদ
- প্রাক্তন ডেপুটি স্পিকার মন্ডলী বুদ্ধ প্রসাদকে গদিচের্লা পুরস্কার ২০২৩-এ সম্মানিত করা হয়েছে।
- গভর্নর এস আব্দুল নাজির, কৃষ্ণা জেলার রুদ্রভারম গ্রামে কৃষ্ণ বিশ্ববিদ্যালয়ে (KRU) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করেন।
- গাদিচেরলা হরিসর্বত্তম রাও ছিলেন অন্ধ্র প্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী এবং সমাজকর্মী।
- হরিসর্বত্তমা রাওকে ‘গ্রন্থাগার আন্দোলনের জনক’ বলা হয় কারণ তিনি তাঁর জীবনের একটি অংশ গ্রন্থাগার আন্দোলনের জন্য উৎসর্গ করেছিলেন।
৭. নিচের কোন সংস্থা গোয়া সরকারের সাথে পার্টনারশীপ করেছে ‘Chavath e-Bazaar-2023’ শুরু করার জন্য ?
(A) Zomato
(B) Swiggy
(C) Zepto
(D) Dunzo
- গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত Goa Chavath e-Bazaar চালু করেছেন।
- স্থানীয় মহিলা উদ্যোক্তা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা সুইগি মিনিতে এর জন্য পণ্য তালিকাভুক্ত করা হয়েছে৷
৮. সম্প্রতি কোন রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী সমগ্র পুষ্টি যোজনা” চালু করেছে?
(A) বিহার
(B) ঝাড়খণ্ড
(C) উত্তর প্রদেশ
(D) ওড়িশা
- মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মা, কিশোরী মেয়ে এবং শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে রাজ্যে ‘মুখ্যমন্ত্রী সমগ্র পুষ্টি যোজনা’ চালু করেছেন।
- ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের পুষ্টিকর পরিপূরক সরবরাহ করা হবে।
৯. ফুটবলের বিকাশের জন্য কোন রাজ্য সরকার স্পেনের লা লিগার সাথে MOU স্বাক্ষর করেছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) কেরালা
(C) ওড়িশা
(D) কর্ণাটক
পশ্চিমবঙ্গ সরকার এবং Liga Nacional de Fútbol Profesional (LALIGA) পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত ও স্পেনে ফুটবল খেলাকে উন্নত করার জন্য একটি MOU স্বাক্ষর করেছে। [/spoiler]
১০. ২০২৩ সালের জাতীয় ইঞ্জিনিয়ার দিবস -এর থিম কী?
(A) Engineers for a Self-Reliant India
(B) Engineering for A Healthy Planet- Celebrating the UNESCO Engineering Report
(C) Engineering for a sustainable future
(D) Improving lives through engineering
২০২৩ সালের জাতীয় ইঞ্জিনিয়ার দিবস -এর থিম : Engineering for a sustainable future .
দেখে নাও : জাতীয় ইঞ্জিনিয়ার দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য ।
[/spoiler]To check our latest Posts - Click Here