Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  15th September Current Affairs Quiz 2023 – Bengali


১. নিচের কোন রাজ্য সরকার ভাষা প্রচারের জন্য সংস্কৃত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা (Sanskrit Talent Search Competition) এর আয়োজন করেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) অন্ধ্র প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) হিমাচল প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (C) উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশ সরকার ভাষা প্রচারের জন্য একটি সংস্কৃত প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতার আয়োজন করছে। এই প্রতিযোগিতায় গ্রেড ৬ থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। [/spoiler]

২. অটিস্টিক শিশুদের শেখাতে সাহায্য করার জন্য হাওড়ার এক ব্যক্তি সম্প্রতি কোন রোবট তৈরী করেছে ?

(A) ব্রাভো
(B) শেলডন
(C) ব্র্যাড
(D) জেনিফার

[spoiler title=’উত্তর ‘ ] (A) ব্রাভো

  • কলকাতার অতনু ঘোষ অটিজম শিশুদের সাহায্যের জন্য বানালেন রোবট ‘ব্রাভো’।
  • অতনু ঘোষ প্রথম রোবট ডিজাইন করেছিলেন ১৯৭৯ সালে, যা দূর থেকে চালানো যেতে পারে।
  • ২০২১ সালে, তিনি ‘ক্রিটি’ তৈরি করেছিলেন, এই রোবটটি প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা পেশাদারদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছিল।
  • এই বছর, তিনি ‘ব্রাভো’ নামে আরেকটি রোবট তৈরি করেছেন, যা অটিজম শিশুদের জন্য সহায়তা হতে পারে।
[/spoiler]

৩. ভারতের নিচের কোন সংস্থা রাজভাষা নীতির ‘অসামান্য বাস্তবায়নের’ জন্য রাজভাষা কীর্তি পুরস্কার পেয়েছে?

(A) ভারতের ক্রম্পট্রলার ও অডিটর জেনারেল (CAG ) 2
(B) সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন
(C) ভারতের নির্বাচন কমিশন
(D) নীতি আয়োগ

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারতের ক্রম্পট্রলার ও অডিটর জেনারেল (CAG ) 2
ভারতের ক্রম্পট্রলার ও অডিটর জেনারেল (CAG ) রাজভাষা নীতির ‘অসামান্য বাস্তবায়নের’ জন্য রাজভাষা কীর্তি পুরস্কার পেয়েছে । [/spoiler]

৪. নিচের কোন রাজ্য সরকার সম্প্রতি Kalaignar Magalir Urimai Thittam scheme চালু করেছে?

(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) তেলেঙ্গানা

[spoiler title=’উত্তর ‘ ] (A) তামিলনাড়ু

  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দ্রাবিড় মুন্নেত্র কাজগমের (DMK) প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কাঞ্চিপুরমে এই স্কিংস্কিম চালু করেছেন।
  • এই প্রকল্পের অধীনে, রাজ্যের ১.০৬ কোটি মহিলা পরিবার প্রধানকে প্রতি মাসে অধিকার অনুদান হিসাবে ১,০০০ টাকা দেওয়া হবে।
[/spoiler]

৫. কোন বলিউড অভিনেত্রী “Zeba: An Accidental Superhero” উপন্যাসটি লিখেছেন ?

(A) ক্যাটরিনা কাইফ
(B) হুমা কুরেশি
(C) দীপিকা পাড়ুকোন
(D) শিল্পা শেঠি

[spoiler title=’উত্তর ‘ ] (B) হুমা কুরেশি
হুমা কুরেশি সম্প্রতি তার প্রথম উপন্যাস “Zeba: An Accidental Superhero” লিখেছেন । এটি প্রকাশ করবে HarperCollins India। [/spoiler]

৬. ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ৬৬ বছর বয়সেপ্রয়াত হয়েছেন রিও কাপাডিয়া। তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন ?

(A) অভিনেতা
(B) ব্যবসায়ী
(C) লেখক
(D) রাজনীতিবিদ

[spoiler title=’উত্তর ‘ ] (A) অভিনেতা

  • প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা রিও কাপাডিয়া।
  • মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।
  • ‘চক দে ইন্ডিয়া’, ‘মর্দানি’-সহ একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রিও।
[/spoiler]

৭. বিশ্ব ওজোন দিবস পালিত হয় –

(A) ১৫ই সেপ্টেম্বর
(B) ১৬ই সেপ্টেম্বর
(C) ১৭ই সেপ্টেম্বর
(D) ১৮ই সেপ্টেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (B) ১৬ই সেপ্টেম্বর

  • প্রতি বছর ১৬ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালিত হয় ৷
  •  ক্ষত বিক্ষত ওজোন স্তর রক্ষায় এই দিনে ১৯৮৭ সালে প্রথম মন্ট্রিল চুক্তি হয় । তাই এই দিনটি প্রতি বছর বিশ্ব ওজোন দিবস হিসেবে পালিত হয় ।
[/spoiler]

৮. সম্প্রতি টাইম ম্যাগাজিন দ্বারা প্রকাশিত ২০২৩ সালের বিশ্বের সেরা ১০০টি কোম্পানির তালিকায় রয়েছে একমাত্র কোন ভারতীয় কোম্পানি ?

(A) Reliance
(B) TCS
(C) IBM
(D) Infosys

[spoiler title=’উত্তর ‘ ] (D) Infosys
টাইম ম্যাগাজিন দ্বারা প্রকাশিত ২০২৩ সালের বিশ্বের সেরা কোম্পানিগুলির শীর্ষ ১০০ তালিকায় ইনফোসিসই একমাত্র ভারতীয় কোম্পানি। [/spoiler]

৯. নিম্নলিখিত এয়ারলাইনগুলির মধ্যে কোনটি ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল এয়ারলাইন হয়ে উঠেছে?

(A) SpiceJet
(B) Indigo
(C) Akasa
(D) Air India

[spoiler title=’উত্তর ‘ ] (B) Indigo
ইন্ডিগো ভারতীয় ফুটবল দলের জন্য বিশ্বব্যাপী অংশীদার এবং অফিসিয়াল এয়ারলাইন হয়ে উঠেছে। [/spoiler]

১০. মুম্বাইয়ের শেষ ডিজেল চালিত ডাবল ডেকার বাস অবসর নিয়েছে। কোন সালে মুম্বাইয়ে প্রথম ডাবল ডেকার বাস চালু হয়েছিল ?

(A) ১৯৩০
(B) ১৯৩৭
(C) ১৯৪১
(D) ১৯৪৫

[spoiler title=’উত্তর ‘ ] (B) ১৯৩৭
লাল ডাবল-ডেকার বাসগুলি ১৯৩৭ সালে শহরের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম হিসাবে চালু করা হয়েছিল, এবং তখন থেকে শহরের প্রতীক হয়ে উঠে। ১৯৯০-এর দশকের পর থেকে ধীরে ধীরে এই বাসের সংখ্যা কমতে শুরু করে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button