16th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬ই সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 15th September Current Affairs Quiz 2023 – Bengali
১. নিচের কোন রাজ্য সরকার ভাষা প্রচারের জন্য সংস্কৃত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা (Sanskrit Talent Search Competition) এর আয়োজন করেছে ?
(A) মধ্য প্রদেশ
(B) অন্ধ্র প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) হিমাচল প্রদেশ
উত্তরপ্রদেশ সরকার ভাষা প্রচারের জন্য একটি সংস্কৃত প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতার আয়োজন করছে। এই প্রতিযোগিতায় গ্রেড ৬ থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। [/spoiler]
২. অটিস্টিক শিশুদের শেখাতে সাহায্য করার জন্য হাওড়ার এক ব্যক্তি সম্প্রতি কোন রোবট তৈরী করেছে ?
(A) ব্রাভো
(B) শেলডন
(C) ব্র্যাড
(D) জেনিফার
- কলকাতার অতনু ঘোষ অটিজম শিশুদের সাহায্যের জন্য বানালেন রোবট ‘ব্রাভো’।
- অতনু ঘোষ প্রথম রোবট ডিজাইন করেছিলেন ১৯৭৯ সালে, যা দূর থেকে চালানো যেতে পারে।
- ২০২১ সালে, তিনি ‘ক্রিটি’ তৈরি করেছিলেন, এই রোবটটি প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা পেশাদারদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছিল।
- এই বছর, তিনি ‘ব্রাভো’ নামে আরেকটি রোবট তৈরি করেছেন, যা অটিজম শিশুদের জন্য সহায়তা হতে পারে।
৩. ভারতের নিচের কোন সংস্থা রাজভাষা নীতির ‘অসামান্য বাস্তবায়নের’ জন্য রাজভাষা কীর্তি পুরস্কার পেয়েছে?
(A) ভারতের ক্রম্পট্রলার ও অডিটর জেনারেল (CAG ) 2
(B) সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন
(C) ভারতের নির্বাচন কমিশন
(D) নীতি আয়োগ
ভারতের ক্রম্পট্রলার ও অডিটর জেনারেল (CAG ) রাজভাষা নীতির ‘অসামান্য বাস্তবায়নের’ জন্য রাজভাষা কীর্তি পুরস্কার পেয়েছে । [/spoiler]
৪. নিচের কোন রাজ্য সরকার সম্প্রতি Kalaignar Magalir Urimai Thittam scheme চালু করেছে?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) তেলেঙ্গানা
- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দ্রাবিড় মুন্নেত্র কাজগমের (DMK) প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কাঞ্চিপুরমে এই স্কিংস্কিম চালু করেছেন।
- এই প্রকল্পের অধীনে, রাজ্যের ১.০৬ কোটি মহিলা পরিবার প্রধানকে প্রতি মাসে অধিকার অনুদান হিসাবে ১,০০০ টাকা দেওয়া হবে।
৫. কোন বলিউড অভিনেত্রী “Zeba: An Accidental Superhero” উপন্যাসটি লিখেছেন ?
(A) ক্যাটরিনা কাইফ
(B) হুমা কুরেশি
(C) দীপিকা পাড়ুকোন
(D) শিল্পা শেঠি
হুমা কুরেশি সম্প্রতি তার প্রথম উপন্যাস “Zeba: An Accidental Superhero” লিখেছেন । এটি প্রকাশ করবে HarperCollins India। [/spoiler]
৬. ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ৬৬ বছর বয়সেপ্রয়াত হয়েছেন রিও কাপাডিয়া। তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন ?
(A) অভিনেতা
(B) ব্যবসায়ী
(C) লেখক
(D) রাজনীতিবিদ
- প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা রিও কাপাডিয়া।
- মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।
- ‘চক দে ইন্ডিয়া’, ‘মর্দানি’-সহ একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রিও।
৭. বিশ্ব ওজোন দিবস পালিত হয় –
(A) ১৫ই সেপ্টেম্বর
(B) ১৬ই সেপ্টেম্বর
(C) ১৭ই সেপ্টেম্বর
(D) ১৮ই সেপ্টেম্বর
- প্রতি বছর ১৬ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালিত হয় ৷
- ক্ষত বিক্ষত ওজোন স্তর রক্ষায় এই দিনে ১৯৮৭ সালে প্রথম মন্ট্রিল চুক্তি হয় । তাই এই দিনটি প্রতি বছর বিশ্ব ওজোন দিবস হিসেবে পালিত হয় ।
৮. সম্প্রতি টাইম ম্যাগাজিন দ্বারা প্রকাশিত ২০২৩ সালের বিশ্বের সেরা ১০০টি কোম্পানির তালিকায় রয়েছে একমাত্র কোন ভারতীয় কোম্পানি ?
(A) Reliance
(B) TCS
(C) IBM
(D) Infosys
টাইম ম্যাগাজিন দ্বারা প্রকাশিত ২০২৩ সালের বিশ্বের সেরা কোম্পানিগুলির শীর্ষ ১০০ তালিকায় ইনফোসিসই একমাত্র ভারতীয় কোম্পানি। [/spoiler]
৯. নিম্নলিখিত এয়ারলাইনগুলির মধ্যে কোনটি ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল এয়ারলাইন হয়ে উঠেছে?
(A) SpiceJet
(B) Indigo
(C) Akasa
(D) Air India
ইন্ডিগো ভারতীয় ফুটবল দলের জন্য বিশ্বব্যাপী অংশীদার এবং অফিসিয়াল এয়ারলাইন হয়ে উঠেছে। [/spoiler]
১০. মুম্বাইয়ের শেষ ডিজেল চালিত ডাবল ডেকার বাস অবসর নিয়েছে। কোন সালে মুম্বাইয়ে প্রথম ডাবল ডেকার বাস চালু হয়েছিল ?
(A) ১৯৩০
(B) ১৯৩৭
(C) ১৯৪১
(D) ১৯৪৫
লাল ডাবল-ডেকার বাসগুলি ১৯৩৭ সালে শহরের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম হিসাবে চালু করা হয়েছিল, এবং তখন থেকে শহরের প্রতীক হয়ে উঠে। ১৯৯০-এর দশকের পর থেকে ধীরে ধীরে এই বাসের সংখ্যা কমতে শুরু করে। [/spoiler]
To check our latest Posts - Click Here