10th October Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১০ই অক্টোবর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 9th October Current Affairs Quiz 2023 – Bengali
১. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় পুরুষ দ্বৈত জুটি এক নম্বর স্থান অর্জন করেছে?
(A) রমেশ কৃষ্ণান এবং প্রজনেশ গুনেশ্বরন
(B) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি
(C) লিয়েন্ডার পেস ও রোহন বোপান্না
(D) মহেশ ভূপতি এবং রামানাথন কৃষ্ণান
- সাম্প্রতিক এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টি করেছিলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি। প্রথম ভারতীয় হিসেবে তাঁরা এই টুর্নামেন্টে সোনার পদক জয় করলেন।
- এর পরেই Badminton World Federation (BWF) এর র্যাঙ্কিংয়ে তারা এক নম্বর স্থান অর্জন করেছেন।
- তারা প্রথম ভারতীয় জুটি এবং কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন, সাইনা নেহওয়াল এবং কিদাম্বি শ্রীকান্তের পরে চতুর্থ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন
২. শরৎচন্দ্র মিশ্র সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন DGP ছিলেন?
(A) বিহার
(B) মহারাষ্ট্র
(C) ওড়িশা
(D) রাজস্থান
ওড়িশার প্রাক্তন মহাপরিচালক (ডিজিপি) শরৎ চন্দ্র মিশ্র ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে সম্প্রতি প্রয়াত হয়েছেন ।
৩. আয়ুর্বেদ দিবস ২০২৩ এর থিম হল –
(A) Let’s Use Ayurveda
(B) Ayurveda is Life
(C) Ayurveda for everyone on every day
(D) Keep Disease away with Ayurveda
- কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি ঘোষণা করেছেন যে পরের মাসের ১০ তারিখ, অর্থাৎ ১০ই নভেম্বর অষ্টম আয়ুর্বেদ দিবস পালিত হবে।
- এবারের আয়ুর্বেদ দিবসের থিম Ayurveda for everyone on every day
৪. ভারত NCX 2023 কে উদ্বোধন করেছেন?
(A) রাজীব গৌবা
(B) অজয় কুমার সুদ
(C) গিরিধর আরমণে
(D) অজয় ভূষণ
ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অজয় কুমার সুদ ‘Bharat NCX 2023’-এর উদ্বোধন করেছেন।
৫. সম্প্রতি JNU কাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিয়েছে ?
(A) ক্রিস হিউনিস
(B) ডাঃ সামিয়া সুলুহু হাসান
(C) সিরিল রামাফোসা
(D) থাবো এমবেকি
তানজানিয়ার রাষ্ট্রপতি ডঃ সামিয়া সুলুহু হাসানকে শক্তিশালী ভারত-তানজানিয়া সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় দ্বারা সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে।
৬. AMAZE-28 প্রজেক্ট কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
(A) তেলেঙ্গানা
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
- ১০ই অক্টোবর তিরুবনন্তপুরমে কেরালার প্রথম 3D-প্রিন্টেড ভবন উদ্বোধন করা হয়েছে।
- এই ভবনটির নাম AMAZE-28 । এটি তৈরী করতে ২৮ দিন সময় লেগেছে। এটির ক্ষেত্রফল ৩৮০ বর্গ ফুট।
৭. সম্প্রতি অনুমোদিত হয়েছে R21/Matrix-M ভ্যাকসিন। এটি কোন রোগের ভ্যাকসিন ?
(A) COVID-19
(B) ম্যালেরিয়া
(C) যক্ষ্মা
(D) ইনফ্লুয়েঞ্জা
R21/Matrix-M ভ্যাকসিন ম্যালেরিয়া রোগের প্রতিষেধক ।
৮. পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, সংস্কৃতের ভারতীয় পণ্ডিত ডাহ্যাভাই শাস্ত্রী সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন সালে পদ্মশ্রী পুরস্কার পান ?
(A) ২০১৪
(B) ২০১৬
(C) ২০১৮
(D) ২০২০
- পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, সংস্কৃতের ভারতীয় পণ্ডিত ডাহ্যাভাই শাস্ত্রী সম্প্রতি প্রয়াত হয়েছেন।
- তিনি ২০১৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান।
- ব্রহ্মর্ষি সংস্কৃত মহাবিদ্যালয়, নদিয়াদের প্রতিষ্ঠাতা তিনি ।
৯. এশিয়া গেমসে ২০২২ (২০২৩ সালে আয়োজিত ) পদক তালিকা ভারত কততম স্থানে রয়েছে ?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
- হানঝাউ এশিয়ান গেমস থেকে ভারতে ১০৭টি পদক (সোনা ২৮, রুপো ৩৮, ব্রোঞ্জ ৪১ ) সহ চতুর্থ স্থানে রয়েছে।
- প্রথম স্থানে রয়েছে চীন।
To check our latest Posts - Click Here