Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  25th September Current Affairs Quiz 2023 – Bengali


১. ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালে কোন দলকে হারিয়ে এশিয়ান গেমস ২০২৩-এ স্বর্ণপদক জিতে নিয়েছে ?

(A) নেপাল
(B) শ্রীলংকা
(C) অস্ট্রেলিয়া
(D) পাকিস্তান

উত্তর
(B) শ্রীলংকা

  • শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জয় ভারতের। চিনে আয়োজিত চলতি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতল ভারত, সৌজন্যে মহিলা ক্রিকেট দল।
  • এ দিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাটে ওপেনার ব্যাটার স্মৃতি এবং টপ অর্ডার জেমাইমার ব্যাটে ভর করে ১১৬ রান তোলে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
  • জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯৭ রানেই থামে শ্রীলঙ্কা।
  • ১৯ রানে ম্যাচ জিতে স্বর্ণপদকের দাবিদার হয় ভারত।

২. গভীর সমুদ্রের সামুদ্রিক মাছের নতুন প্রজাতি Pterygotrigla intermedica সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে ?

(A) গোয়া
(B) ওড়িশা
(C) তামিলনাড়ু
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(D) পশ্চিমবঙ্গ

  • ভারতের জুওলজিক্যাল সার্ভে (ZSI) এর বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গের দীঘা মোহনায় গভীর সমুদ্রের সামুদ্রিক মাছের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন, যার নাম Pterygotrigla intermedica, সাধারণত gurnards বা sea-robins নামে পরিচিত।

৩. ১৯ ম এশিয়ান গেমস, হ্যাংজুতে রোয়িংয়ে ভারতীয় দল কতগুলি পদক জিতেছে?

(A)
(B)
(C)
(D) ১১

উত্তর
(A)
১৯তম এশিয়ান গেমসে ভারতীয় রোয়িং কন্টিনজেন্ট পাঁচটি পদক জিতেছে। তিনটি ব্রোঞ্জ ও দুটি রৌপ্য।

৪. ভারতের প্রথম ফুয়েল সেল হাইড্রোজেন বাস সম্প্রতি হরদীপ সিং পুরি কোথায় উদ্বোধন করেছেন ?

(A) বেঙ্গালুরু
(B) জয়পুর
(C) দিল্লী
(D) ইন্দোর

উত্তর
(C) দিল্লী
কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি দিল্লিতে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাস শুরু করেছেন।

৫. বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস কোন দিন উদযাপন করা হয় ?

(A) ২৫ সেপ্টেম্বর
(B) ২৬ সেপ্টেম্বর
(C) ২৭ সেপ্টেম্বর
(D) ২৮ সেপ্টেম্বর

উত্তর
(B) ২৬ সেপ্টেম্বর

  • ২০১১ সাল থেকেই ২৬ সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
  • ৪৪ দেশের সংগঠন ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এনভায়রনমেন্ট হেলথ‘ এই দাবিস পালন শুরু করে।
  • পরিবেশের স্বাস্থ্যের বিষয়ে জনসাধারণকে অবগত এবং সচেতন করা এই দিবসের মূল লক্ষ্য।
  • ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এনভায়রনমেন্ট হেলথে’র সদর দফতর লন্ডনে। সংগঠনটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৬. সম্প্রতি কে জাপানিজ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ?

(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) লুইস হ্যামিল্টন
(C) সার্জিও পেরেজ
(D) চার্লস লেক্লার্ক

উত্তর
(A) ম্যাক্স ভার্স্টাপেন
রেড বুল ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন সম্প্রতি জাপানিজ গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন।

৭. Indus App Store কোন কোম্পানি চালু করেছে?

(A) Phonepe
(B) Bharatpe
(C) Paytm
(D) Google Pay

উত্তর
(A) Phonepe
Indus App Store চালু করেছে Phonepe।

৮. ICICI Lombard-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) চন্দ্র শেখর ঘোষ
(B) এ এস রাজীব
(C) ডাঃ এন কামাকোদি
(D) সঞ্জীব মন্ত্রী

উত্তর
(D) সঞ্জীব মন্ত্রী

  • আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি সঞ্জীব মন্ত্রীকে ভার্গব দাশগুপ্তের জায়গায় নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করেছে।
  • ভার্গব দাশগুপ্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন।

৯. সম্প্রতি কে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন?

(A) অমিতাভ বচ্চন
(B) রাজেশ খান্না
(C) বিনোদ খান্না
(D) ওয়াহিদা রহমান

উত্তর
(D) ওয়াহিদা রহমান

  • বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান ২০২৩ সালে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন, ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

ওয়াহিদা রহমান

  • গাইড, পিয়াসা, কাগজ কে ফুল এবং খামোশি-র মতো সিনেমায় কাজ করেছেন ওয়াহিদাজি।
  • ১৯৩৬ সালের ১৪ মে ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেন ওয়াহিদা।
  • ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন।
  • ১৯৫৭ সালে ‘পেয়সা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে পান জনপ্রিয়তা।
  • এরপর ষাট, সত্তর ও আশির দশকে তিনি ছিলেন হিন্দি সিনেমার খ্যাতমান অভিনেত্রী।
  • তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিতেও অভিনয় করেন।

১০. চৌসাথ যোগিনী মন্দির যেটি চৌষট্টি যোগিনী মন্দির নামেও পরিচিত , যা সম্প্রতি খবরে দেখা গেছে, কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে অবস্থিত?

(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) বিহার
(D) রাজস্থান

উত্তর
(B) মধ্যপ্রদেশ

  • ১৯ সেপ্টেম্বর থেকে ঠিকানা বদলেছে ভারতের সংসদ ভবনের।
  • অনেকের মতে, পুরনো সংসদ ভবনটি তৈরি হয়েছিল মধ্য প্রদেশের মিতওয়ানির চৌষট্টি যোগিনী মন্দিরের আদলে। যদিও তার সপক্ষে কোনও লিখিত প্রমাণ নেই।

চৌষট্টি যোগিনী মন্দির

  • মধ্য প্রদেশের চম্বলের মোরেনা জেলার মিতওয়ানি গ্রামের একটি টিলার উপরে অবস্থিত ৬৪ যোগিনীর মন্দির।
  • গোলাকার মন্দিরের চারদিকে স্তম্ভ রয়েছে।
  • একটাই প্রবেশ পথ। মন্দিরের ভিতরে প্রবেশ করে বাম দিকে ঘুরতে শুরু করে আবার সদর দরজাতেই পৌঁছনো যায়।

ভারতের পুরোনো সংসদ ভবন

  • ১৯২৭ সালে দিল্লির লুটিয়েন্স জোনের এই ভবনটি তৈরি হয়েছিল।
  • এই ভবনের নকশার পিছনে ছিলেন ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার।
  • প্রথমে কলকাতায় রাজধানী ছিল ব্রিটিশ রাজের। পরে প্রশাসনিক কাজে সুবিধার জন্য রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • ১৬৪ স্তম্ভ বিশিষ্ট ভবনটি প্রথমে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল (১৮ জানুয়ারী, ১৯২৭ থেকে ১৫ আগস্ট, ১৯৪৭ পর্যন্ত) হিসেবে স্থাপিত হয়।
  •  স্বাধীনতার পর ভারতের গণপরিষদের কাজ শুরু হয় এখান থেকেই।
  • তখন এর নাম রাখা হয়েছিল সংসদ ভবন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button