Daily Current Affairs in BengaliCurrent Affairs

31st December Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩১শে ডিসেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (31st December Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 29th & 30th December Current Affairs Quiz 2023 – Bengali


১. ISRO দ্বারা চালু করা ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইটের নাম কী ?

(A) PolarXSat
(B) XPoSat
(C) X-Polarisat
(D) X-Ray Explorer

উত্তর
(B) XPoSat
ISRO চালু করেছে, ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইটের লঞ্চ করেছে যেটির নাম XPoSat (X-Ray Polarimeter Satellite)

২. BRICS সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে দেশটিকে প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রপতি কে ?

(A) জাভিয়ের মাইলি
(B) মাউরিসিও মাক্রি
(C) আলবার্তো ফার্নান্দেজ
(D) পেদ্রো সানচেজ

উত্তর
(A) জাভিয়ের মাইলি

  • উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেশটির নবনির্বাচিত অতি-ডানপন্থি প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি এই ঘোষণা দিয়েছেন।
  • ব্রিকস হল উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ– ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি জোট।
  • সবশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি “ব্রিক” নামে পরিচিত ছিল।

৩. Hyundai Motor India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন –

(A) রণবীর কাপুর
(B) দীপিকা পাডুকোন
(C) কার্তিক আরিয়ান
(D) প্রিয়াঙ্কা চোপড়া

উত্তর
(B) দীপিকা পাডুকোন
Hyundai Motor India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন দীপিকা পাডুকোন।

৪. সম্প্রতি LIC-এর চিফ রিস্ক অফিসার পদে নিযুক্ত হয়েছেন –

(A) ওয়াই সাইলেজ রেড্ডি
(B) এস. সুন্দর কৃষ্ণন
(C) রিংকু পাল
(D) বিক্রান্ত বাসি

উত্তর
(B) এস. সুন্দর কৃষ্ণন
এস. সুন্দর কৃষ্ণন সম্প্রতি LIC-এর চিফ রিস্ক অফিসার পদে নিযুক্ত হয়েছেন ।

LIC 

  • প্রতিষ্ঠাকাল – ১ সেপ্টেম্বর ১৯৫৬
  • সদর দপ্তর – মুম্বাই, ভারত

৫. ২০২৪ খেলো ইন্ডিয়া যুব গেমসে প্রথমবারের মতো কোন খেলাটি চালু করা হচ্ছে?

(A) স্কোয়াশ
(B) ক্যানোয়িং
(C) কায়াকিং
(D) ক্যানো স্ল্যালম

উত্তর
(A) স্কোয়াশ

  • তামিলনাড়ুতে ১৯ থেকে ৩১শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব গেমস অনুষ্ঠিত হবে।
  • এটি চেন্নাই, ত্রিচি, মাদুরাই এবং কোয়েম্বাটুরে আয়োজিত হবে।
  • প্রথমবারের মতো এবারে এই প্রতিযোগিতায় স্কোয়াশ অন্তর্ভুক্ত হবে।

৬. কোন শিখ গুরুর চার পুত্রের মৃত্যুর স্মরণে প্রতি বছর ২৬ শে ডিসেম্বর “বীর বাল দিবস” পালন করা হয়?

(A) গুরু তেগ বাহাদুর
(B) গুরু অর্জন
(C) গুরু রাম দাস
(D) গুরু গোবিন্দ সিং

উত্তর
(D) গুরু গোবিন্দ সিং

  • দশম ও শেষ শিখ গুরু গুরু গোবিন্দ সিং-এর চার পুত্রের শাহাদাতের স্মরণে প্রতি বছর ২৬শে ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হয়।
  • চার পুত্রের নাম ছিল জোরওয়ার সিং, ফতেহ সিং, জয় সিং এবং কুলবন্ত সিং যারা মুঘল সম্রাট আওরঙ্গজেব এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

৭. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ডিন এলগার। তিনি কোন ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন ?

(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) দক্ষিণ আফ্রিকা
(D) ইংল্যান্ড

উত্তর
(C) দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিন এলগার। ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৮. পশ্চিমবঙ্গের নতুন DGP পদে নিযুক্ত হয়েছেন –

(A) রাজীব কুমার
(B) বিপ্লব মজুমদার
(C) কৌশিক চ্যাটার্জী
(D) শৈলেশ কুমার

উত্তর
(A) রাজীব কুমার
রাজ্য পুলিশের নতুন ডিজিপি পদে দায়িত্ব দেওয়া হল আইপিএস রাজীব কুমারকে। মনোজ মালব্যের স্থলাভিষিক্ত করা হচ্ছে রাজীবকে। এক সময় কলকাতা পুলিশের নগরপাল ছিলেন তিনি ।

৯. সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী চন্দ্রশেখর ?

(A) কলকাতা
(B) গৌহাটি
(C) ঝাড়খন্ড
(D) মাদ্রাজ

উত্তর
(C) ঝাড়খন্ড
কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে বিচারপতি শ্রী চন্দ্রশেখরকে ঝাড়খণ্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button