27th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
27th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৭শে জুন – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 26th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোন খেলোয়াড় ২০২৩ সালের জুনে Queen’s title জিতে নেন ?
(A) কার্লোস আলকারাজ
(B) অ্যান্ডি মারে
(C) অ্যালেক্স ডি মিনাউর
(D) লেলিটন হিউইট
- ঘাসের কোর্টে কুইন্স টেনিস (Queens Tennis) টুর্নামেন্ট জিতে নিলেন তরুণ স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)।
- অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনায়ুরকে ৬-৪, ৬-৪ স্কোরলাইনে স্ট্রেট সেটে পরাজিত করেন আলকারাজ।
২. ২০২৩ এর বিশ্ব প্রতিযোগিতামূলক সূচক (Global Competitiveness Index ) -এ ভারতের স্থান কত?
(A) 35
(B) 40
(C) 45
(D) 50
- ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (IMD) দ্বারা প্রকাশিত সর্বশেষ বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিংয়ে ভারত ৪০ তম স্থানে রয়েছে।
- ৬৪টি অর্থনীতির মধ্যে, ডেনমার্ক, আয়ারল্যান্ড এবং সুইজারল্যান্ড শীর্ষ তিনটি স্থান দাবি করেছে, যেখানে নেদারল্যান্ডস, তাইওয়ান, হংকং, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত শীর্ষ ১০ এ রয়েছে।
৩. নয়ডায় রামনাথ গোয়েঙ্কা মার্গের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামনাথ গোয়েঙ্কা কোন পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন?
(A) The Hindu
(B) Business Standard
(C) The Times of India
(D) The Indian Express
- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়ডা সফরের সময় রামনাথ গোয়েঙ্কা মার্গের উদ্বোধন করেন।
- এই পদক্ষেপটি নেওয়া হয় ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিষ্ঠাতা – রামনাথ গোয়েঙ্কার প্রতি শ্রদ্ধা জানাতে।
৪. নিচের কোন মহিলা ডাবলস জুটি WTT কন্টেন্ডার টুর্নামেন্টের শিরোপা জিতেছে?
(A) সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐশিকা মুখার্জি
(B) শিন ইউবিন এবং জিওন জিহি
(C) মিইউ কিহারা এবং মিওয়া হরিমোটো
(D) হিরানো এবং নাগাসাকি
- বিশ্বের মঞ্চে নিজেদের জাত চেনালেন বাংলার দুই মেয়ে।
- বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার টুর্নামেন্টে মহিলাদের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হল সুতীর্থা এবং ঐশিকা মুখোপাধ্যায়ের জুটি।
- ফাইনালে জাপানের মিওয়া হরিমোতো এবং মিউয়ি কিহারাকে ৩-১ (১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১) ব্যবধানে হারিয়ে দিয়েছেন বাংলার মেয়েরা
৫. নিচের কোন দল প্রিমিয়ার হ্যান্ডবল লিগের প্রথম লিগে চ্যাম্পিয়ন হয়েছে?
(A) গোল্ডেন ঈগল উত্তরপ্রদেশ
(B) দিল্লি প্যানজারস
(C) মহারাষ্ট্র আয়রনম্যান
(D) তেলেগু ট্যালনস
মহারাষ্ট্র আয়রনম্যানরা প্রিমিয়ার হ্যান্ডবল লিগের (PHL) প্রথম মরসুমের চ্যাম্পিয়নের মুকুট জিতে নিয়েছে , ফাইনালে গোল্ডেন ঈগলস উত্তরপ্রদেশকে ৩৮-২৪ -এ পরাজিত করে। [/spoiler]
৬. হরদ্বার দুবে যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?
(A) খেলাধুলা
(B) সাংবাদিকতা
(C) শিক্ষা
(D) রাজনীতি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা এবং উত্তর প্রদেশের রাজ্যসভার সদস্য হরদ্বার দুবে সম্প্রতি প্রয়াত হয়েছেন। [/spoiler]
৭. লিগ-1 এর সেরা বিদেশী খেলোয়াড়ের পুরস্কার কে জিতে নিয়েছেন ?
(A) ক্রিস্টিয়ানো রোনালদো
(B) নেইমার জুনিয়র
(C) কাইলিয়ান এমবাপ্পে
(D) লিওনেল মেসি
লিওনেল মেসি ২০২২-২৩ সিজনের জন্য লিগ 1-এ ‘সেরা বিদেশী খেলোয়াড়’ হিসেবে পুরস্কৃত হয়েছেন।
মেসি তার ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। [/spoiler]
৮. DBS ব্যাংক ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক (Managing Director ) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রবি কুমার
(B) সঞ্জয় গুপ্ত
(C) আনিশা মেহরা
(D) রজত ভার্মা
- DBS ব্যাঙ্ক ইন্ডিয়া রজত ভার্মাকে ম্যানেজিং ডিরেক্টর এবং প্রাতিষ্ঠানিক ব্যাঙ্কিংয়ের প্রধান হিসাবে নিযুক্ত করেছে।
- রজত ভার্মা এর আগে HSBC-এর MD এবং ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কিং-এর কান্ট্রি হেড ছিলেন।
৯. সম্প্রতি প্রয়াত হয়েছেন তাপস দাস । তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাথে যুক্ত ছিলেন ?
(A) ফুটবল
(B) ক্রিকেট
(C) সংগীত
(D) দাবা
- প্রয়াত মহীনের ঘোড়াগুলি খ্যাত তাপস দাস ওরফে বাপি।
- বাংলার সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।
- ‘তুমি ফিরে জানি আসবে না কোনোদিন’ – গানটির মধ্য দিয়ে চিরদিন তিনি বেঁচে থাকবেন সমস্ত বাঙালির মনে।
- বাংলায় প্রথম সংগীত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’ -এর অন্যতম সংগীতশিল্পী ছিলেন তিনি ।
১০. বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে সম্প্রতি সাম্মানিক ডক্টরেট পেলেন কোন ভারতীয় সঙ্গীতশিল্পী?
(A) অরিজিৎ সিং
(B) সুনিধি চৌহান
(C) শঙ্কর মহাদেবন
(D) হিমেশ রেশমিয়া
সম্প্রতি বিশিষ্ট সুরকার-গায়ক শংকর মহাদেবানকে সঙ্গীত ও শিল্পকলায় অসামান্য অবদানের জন্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধিতে ভূষিত করা হল। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল, গত ২৩ জুন রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ারে। [/spoiler]
To check our latest Posts - Click Here