Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 10th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শন মার্শ। তিনি কোন দেশের ক্রিকেটার?

(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) দক্ষিন আফ্রিকা
(D) ইংল্যান্ড

উত্তর
(A) অস্ট্রেলিয়া

  • শন মার্শ ১০ই মার্চ ২০২৩-এ প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
  • ২০০১ সালে ১৭ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার।
  • তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রেখেছেন: ২৩৬ ম্যাচে ১২,৮১১ রান।

২. কোন দেশ এক্সারসাইজ মালাবার ২০২৩ আয়োজন করবে?

(A) আমেরিকা
(B) অস্ট্রেলিয়া
(C) জাপান
(D) ভারত

উত্তর
(B) অস্ট্রেলিয়া

  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে অস্ট্রেলিয়ার “শীর্ষ-স্তরের নিরাপত্তা অংশীদার” হিসাবে উল্লেখ করেছেন।
  • INS বিক্রান্তে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সফর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বের ৭৫ বছর উদযাপনকে চিহ্নিত করেছে৷

৩. মেঘালয় বিধানসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) মেটবাহ লিংডোহ
(B) মানিক সাহা
(C) থমাস এ সাংমা
(D) মুকুল সাংমা

উত্তর
(C) থমাস এ সাংমা

  • থমাস এ সাংমা ১০ই মার্চ ২০২৩-এ মেঘালয় বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন।
  • তিনি ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (UDP) মেটবাহ লিংডোহের স্থলাভিষিক্ত হলেন।
  • টানা দ্বিতীয় মেয়াদে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা।

৪. ভারতের প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর কোন রাজ্যে নির্মিত হচ্ছে?

(A) মহারাষ্ট্র
(B) অন্ধ্র প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) উত্তরাখণ্ড

উত্তর
(D) উত্তরাখণ্ড

  • প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ উত্তরাখণ্ডের চারধাম যাত্রা রুটে দেশের প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর তৈরি করা হচ্ছে।
  • ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ির (EV) জন্য প্রতি ৩০ কিলোমিটারে চার্জিং পয়েন্ট তৈরি করা হচ্ছে।
  • রাজ্যের সমস্ত গেস্ট হাউসে চার্জিং পয়েন্ট সুবিধাও পাওয়া যাবে।
  • ই-বাহনকে উৎসাহিত করা হচ্ছে কারণ এগুলো পরিবেশের ক্ষতি কম করবে।

৫. H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ভারতের প্রথম মৃত্যু কোন রাজ্য থেকে রিপোর্ট করা হয়েছিল?

(A) কর্ণাটক
(B) গুজরাট
(C) উত্তর প্রদেশ
(D) হরিয়ানা

উত্তর
(A) কর্ণাটক

  • ইনফ্লুয়েঞ্জা A এর সাবটাইপ H3N2 ভাইরাসের কারণে ভারত প্রথম দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে, ১০ই মার্চ ২০২৩-এ।
  • কেস দুটি কর্ণাটক এবং হরিয়ানা থেকে।
  • ভারতে গত তিন মাসে H3N2-এর নব্বইটি ঘটনা রিপোর্ট করা হয়েছে।
  • কর্ণাটকে, H3N2 ভাইরাসের কারণে ৮২ বছর বয়সী হিরে গৌড়া মারা গেছেন।
  • সংক্রমণটি প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের বেশি ক্ষতি করছে।

৬. সরকার ডিজিটাল ইন্ডিয়া আইন পাস করতে প্রচেষ্ট। এটি নিচের কোন আইনটিকে প্রতিস্থাপিত করবে?

(A) ভারতীয় টেলিগ্রাফ আইন, ১৮৮৫
(B) ট্রেড মার্কস অ্যাক্ট, ১৯৯৯
(C) তথ্য প্রযুক্তি আইন (IT), ২০০০
(D) কপিরাইট আইন, ১৯৫৭

উত্তর
(C) তথ্য প্রযুক্তি আইন (IT), ২০০০

  • কেন্দ্রীয় সরকার ১০ই মার্চ ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট (DIA)-এর সিদ্ধান্ত নিয়েছেন, যার লক্ষ্য তথ্য প্রযুক্তি আইন (IT), ২০০০ প্রতিস্থাপন করা।

৭. হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জয় কে ঝা
(B) রোহিত জাওয়া
(C) রাকেশ খান্না
(D) রাকেশ কাপুর

উত্তর
(B) রোহিত জাওয়া

  • কেন্দ্রীয় সরকার ১০ই মার্চ ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট (DIA)-এর সিদ্ধান্ত নিয়েছেন, যার লক্ষ্য তথ্য প্রযুক্তি আইন (IT), ২০০০ প্রতিস্থা
  • হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL) ১০ই মার্চ ২০২৩-এ কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে রোহিত জাওয়াকে নিযুক্ত করেছে।
  • তিনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এবং CEO সঞ্জীব মেহতার স্থলাভিষিক্ত হবেন।

৮. NISAR-কে ৮ই মার্চ ২০২৩-এ ISRO-এর কাছে হস্তান্তর করা হয়েছে৷ NISAR-নামক স্যাটেলিটেটি ISRO কোন সংস্থারসাথে যৌথ ভাবে তৈরী করেছিল?

(A) ESA
(B) NASA
(C) JAXA
(D) Roscosmos

উত্তর
(B) NASA

  • NISAR হল একটি নিম্ন আর্থ অরবিট (Low Earth Orbit) অবজারভেটরি যা NASA এবং ISRO দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে।
  • NISAR L এবং S ডুয়াল-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার (SAR) বহন করে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button