Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 9th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. মুহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী?

(A) মালয়েশিয়া
(B) কাজাখস্তান
(C) মালদ্বীপ
(D) ইন্দোনেশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (A) মালয়েশিয়া

  • মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ৯ই মার্চ ২০২৩, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে।
  • তিনি ১১/২০২০ থেকে প্রধানমন্ত্রী ছিলেন এবং ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সংক্রান্ত আইনের অধীনে অভিযুক্ত।
  • তিনি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিরোধী দল বেরসাতুর সভাপতি।
[/spoiler]

২. BIMSTEC-এর ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে?

(A) বাংলাদেশ
(B) থাইল্যান্ড
(C) শ্রীলংকা
(D) মায়ানমার

[spoiler title=’উত্তর ‘ ] (B) থাইল্যান্ড

  • বিদেশী বিষয়ক মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং ৯ই মার্চ ২০২৩-এ ১৯ তম ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’ (BIMSTEC)- মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।
  • বৈঠকে সভাপতিত্ব করেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ডন প্রমুদউইনাই।
[/spoiler]

৩. EME ইউনিটের প্রথম মহিলা কমান্ডার অফিসার হলেন কে?

(A) গীতা রানা
(B) শালিজা ধামি
(C) মিতালী মধুমিতা
(D) শিব চৌহান

[spoiler title=’উত্তর ‘ ] (A) গীতা রানা

  • কর্পস অফ ‘ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের’ (EME) কর্নেল গীতা রানা লাদাখ সেক্টরে একটি স্বাধীন ফিল্ড ওয়ার্কশপের কমান্ড গ্রহণকারী প্রথম মহিলা অফিসার হয়েছেন।
[/spoiler]

৪. নেপালের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) বিদ্যা দেবী ভান্ডারী
(B) পুষ্প কমল দহল
(C) রাম চন্দ্র পাউডেল
(D) রাম বরণ যাদব

[spoiler title=’উত্তর ‘ ] (C) রাম চন্দ্র পাউডেল

  • নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা রাম চন্দ্র পাউডেল ৯ই মার্চ ২০২৩-এ নেপালের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
  • তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুভাষ চন্দ্র নেম্বওয়াং।
  • রাষ্ট্রপতি, ফেডারেল পার্লামেন্ট এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজ দ্বারা নির্বাচিত হন।
  • তিনি নেপালের রাষ্ট্রপ্রধান হিসেবে বিদ্যা দেবী ভান্ডারির স্থলাভিষিক্ত হবেন।
[/spoiler]

৫. ‘Mundaka Upanishad: The Bridge to Immortality’ বইটির রচয়িতা কে?

(A) শশী থারুর
(B) নবীন জিন্দাল
(C) ডাঃ করণ সিং
(D) আমিশ ত্রিপাঠি

[spoiler title=’উত্তর ‘ ] (C) ডাঃ করণ সিং

  • সহ-সভাপতি, জগদীপ ধনখর ৯ই মার্চ ২০২৩-এ ‘Mundaka Upanishad: The Bridge to Immortality’ বইটি প্রকাশ করেছেন।
  • বইটি লিখেছেন প্রাক্তন সংসদ সদস্য ডঃ করণ সিং।
  • করণ সিং একজন ভারতীয় রাজনীতিবিদ এবং দার্শনিক।
  • তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ শাসক মহারাজা স্যার হরি সিং-এর পুত্র।
  • তিনি ১৯৫২ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজপুত্র ছিলেন।
[/spoiler]

৬. ‘গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান কোন দেশে অনুষ্ঠিত হয়?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) ভারত
(D) ইতালি

[spoiler title=’উত্তর ‘ ] (B) জার্মানি

  • ভারত সরকারের পর্যটন মন্ত্রক, জার্মানির ‘ইন্টারন্যাশনাল ট্যুরিসমাস-বোর্সে (ITB বার্লিন) ২০২৩’-এ আন্তর্জাতিক ‘গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ডস ২০২৩’-এ গোল্ডেন এবং সিলভার স্টার জিতেছে।
  • গোল্ডেন সিটি গেট ট্যুরিজম অ্যাওয়ার্ডস প্রতি বছর পর্যটন এবং আতিথেয়তার জন্য দেওয়া হয়।
[/spoiler]

৭. শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন?

(A) কাতার
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) ওমান
(D) বাহরাইন

[spoiler title=’উত্তর ‘ ] (A) কাতার

  • কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছে।
  • তিনি শেখ খালেদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির স্থলাভিষিক্ত হলেন।
  • শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • কাতার একটি উপদ্বীপীয় আরব দেশ, এর রাজধানী দোহা এবং এর মুদ্রা কাতারি রিয়াল।
[/spoiler]

৮. ভারত কোন দেশের সাথে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং ইনোভেশন পার্টনারশিপের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) জাপান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) অস্ট্রেলিয়া
(D) ফ্রান্স

[spoiler title=’উত্তর ‘ ] (B) মার্কিন যুক্তরাষ্ট্র

  • ভারত এবং মার্কিন যৌথভাবে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং ইনোভেশন পার্টনারশিপের উপর একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • এটি নয়াদিল্লিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোর মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button