18th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
![18th May Current Affairs Quiz 2022](https://www.banglaquiz.in/wp-content/uploads/2022/05/18th-May-Current-Affairs-Quiz-2022.jpg)
18th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৮ই মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি নেপালের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) নবীন শ্রীবাস্তব
(B) প্রতিভা পারকার
(C) কিষাণ দান দেওয়াল
(D) দীনেশ ভাটিয়া
- ভারত ১৭ই মে নেপালে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নবীন শ্রীবাস্তবকে নিয়োগের ঘোষণা দিয়েছে।
- বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।
- তিনি বিনয় কোয়াত্রার স্থলাভিষিক্ত হবেন।
২. কোন ভারতীয় সম্প্রতি রানী এলিজাবেথ কর্তৃক Commander of the Order of the British Empire (CBE) উপাধি পেয়েছেন?
(A) অমিতাভ বচ্চন
(B) অজয় গোপিকিসান পিরামল
(C) গৌতম আদানি
(D) আদর পুনাওয়ালা
- পিরামল গ্রুপের চেয়ারম্যান অজয় গোপিকিসান পিরামল ১৭ই মে ২০২২-এ রানী এলিজাবেথের দ্বারা Commander of the Order of the British Empire (CBE) সম্মাননায় ভূষিত হয়েছেন।
৩. “World Telecommunication and Information Society Day” হিসেবে পালিত হয় কোন দিনটি?
(A) ১৫ই এপ্রিল
(B) ১৬ই মে
(C) ৩০ই এপ্রিল
(D) ১৭ই মে
- প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন এবং ITU (ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন)-এর প্রতিষ্ঠার স্মরণে দিবসটি পালিত হয়।
- ইন্টারনেট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এটি পালন করা হয়।
- এ বছরের থিম হল- Digital Technologies For Older Persons And Healthy Ageing ।
৪. কোন টেনিস খেলোয়াড় সম্প্রতি ইতালিয়ান ওপেন-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন?
(A) নোভাক জোকোভিচ
(B) রজার ফেদারার
(C) আলেকজান্ডার জাভেরেভ
(D) ড্যানিল মেদভেদেভ
- বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ইতালীয় ওপেনের ফাইনালে স্টেফানোস সিস্তিপাসকে সোজা গেমে হারিয়ে রোমে তার ষষ্ঠ শিরোপা জিতেছে।
- জোকোভিচ সিটসিপাসকে ৬-০, ৭-৬ হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন।
৫. ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
(A) মুরিয়েল পেনিকাড
(B) সিবেথ নদীয়ে
(C) মার্লেন শিপ্পা
(D) এলিজাবেথ বোর্ন
- এলিজাবেথ বোর্নকে ১৬ই মে ২০২২-এ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল।
- এই পদে অধিষ্টিত দ্বিতীয় মহিলা তিনি।
- তিনি ২০১৮ সালে ফ্রান্সের পরিবহন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
৬. কাকে সম্প্রতি স্টক এক্সচেঞ্জ কোম্পানি – BSE-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে?
(A) এস এস মুন্দ্রা
(B) গোপাল শর্মা
(C) অলকেশ কুমার শর্মা
(D) সিন্ধু গঙ্গাধরন
- তিনি ৩০শে জুলাই ২০১৭-তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে অবসর গ্রহণ করেন।
- এর আগে, তিনি ব্যাঙ্ক অফ বরোদার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
৭. জার্মানির সুহলে ISSF জুনিয়র বিশ্বকাপ ২০২২-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল 3 positions (3P) ইভেন্টে কে স্বর্ণ পদক জিতলেন?
(A) জ্যোতি ইয়ারাজি
(B) আংশু মালিক
(C) আশি চৌকসে
(D) সিফ্ট কৌর সামরা
- ভারতের সিফ্ট কৌর সামরা ১৬ই মে ২০২২-এ জার্মানির সুহলে ISSF জুনিয়র বিশ্বকাপ ২০২২-এ স্বর্ণপদক জিতে ভারতের স্বর্ণপদকের সংখ্যা ১০-এ নিয়ে গেছেন।
- সিফট কৌর সামরা ফাইনালে নরওয়ের জুলি জোহানেসেনকে ১৭-৯-এ হারিয়েছেন।
- এই টুর্নামেন্টে ভারতের মোট ২৫টি পদক রয়েছে – ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ৷
৮. ৭৫ তম ‘কান চলচ্চিত্র উৎসব’ (Cannes Film Festival) সম্প্রতি কোন দেশে চালু হয়েছে?
(A) ফ্রান্স
(B) পোল্যান্ড
(C) ইতালি
(D) জার্মানি
- ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে ১৭ই মে ২০২২ এ চালু হয়েছে এবং ২৮ই মে পর্যন্ত চলবে।
- উৎসবের এই সংস্করণে ‘Country of Honour’ হচ্ছে ভারত।
- এই প্রথম কোনো দেশকে এই সম্মান দেওয়া হলো।
৯. জার্মানিকে টপকে কোন দেশ সম্প্রতি যাত্রীবাহী গাড়ি নির্মাণে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে?
(A) আমেরিকা
(B) ভারত
(C) অস্ট্রেলিয়া
(D) ফিনল্যাণ্ড
- প্রথম স্থানে রয়েছে চীন এবং তারপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান রয়েছে।
- কোভিড-19 মহামারী সত্ত্বেও ভারত ২০২১ সালে ৩,৭৫৯,৩৯৮ গাড়ি বিক্রি করেছে যেখানে জার্মানির ক্ষেত্রে এই সংখ্যা ২,৯৭৩,৩১৯ টি।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here