Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি IndiGo-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সাইরাস মিস্ত্রি
(B) সতীশ দুয়া
(C) পিটার এলবার্স
(D) আলেকজান্ডার স্মিথ

উত্তর :
(C) পিটার এলবার্স

 • ১৮ই মে ২০২২ এ তিনি এই পদে নিযুক্ত হয়েছেন।
 • রণজয় দত্তের স্থলাভিষিক্ত হবেন।
 • পিটার এলবার্স হলেন Indigo এয়ারলাইন্সের প্রথম বিদেশী CEO।

২. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর সম্প্রতি তার পদ থেকে পদত্যাগ করেছেন?

(A) আন্দামান ও নিকোবর
(B) দিল্লী
(C) জম্মু ও কাশ্মীর
(D) চণ্ডীগড়

উত্তর :
(B) দিল্লী

 • অনিল বৈজল ১৮ই মে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেন।
 • ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
 • তিনি তার পূর্বসূরি নজীব জং এর পদত্যাগের পর ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর দিল্লির ২১তম লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
 • তিনি দীর্ঘ পাঁচ বছর চার মাসেরও বেশি মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

৩. সম্প্রতি অনুষ্ঠিত ‘Deaflympics’ পদকের টেবিলে ভারতের অবস্থান কী?

(A) নবম
(B) তৃতীয়
(C) প্রথম
(D) ষষ্ঠ

উত্তর :
(A) নবম

 • ডেফলিম্পিকে ভারতের ৬৫ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিল এবং ইভেন্ট থেকে মোট ১৬টি পদক জিতেছে।
 • এর মধ্যে রয়েছে ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ।
 • ডেফলিম্পিকে এটিই ছিল ভারতের সবচেয়ে বেশি পদক জয়।
 • শ্যুটিং দল সবচেয়ে বেশি পদক জিতেছে (৩টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ)।
 • Deaflympics 2021 ব্রাজিলের ক্যাক্সিয়াস ডো সুলে অনুষ্ঠিত হয়েছিল।

৪. কারা সম্প্রতি কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় পুরুষদের কুস্তি দলে জায়গা করে নিয়েছে?

(A) জিৎ রাম ও মহাবলী শেরা
(B) রবি কুমার দাহিয়া ও জিৎ রামা
(C) মহাবালি শেরা এবং বজরং পুনিয়া
(D) বজরং পুনিয়া ও রবি কুমার দাহিয়া

উত্তর :
(D) বজরং পুনিয়া ও রবি কুমার দাহিয়া

 • টোকিও অলিম্পিক পদক বিজয়ী বজরং পুনিয়া এবং রবি কুমার দাহিয়া কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় পুরুষদের কুস্তি দলে জায়গা করে নিয়েছেন।
 • ১৭ই মে ২০২২-এ নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিনিয়র ফ্রিস্টাইল কুস্তির জন্য ট্রায়ালে নির্বাচিত ছয়জন কুস্তিগীরের মধ্যে তারা রয়েছেন।
 • ‘কমনওয়েলথ গেমস ২০২২’ ২৮শে জুলাই থেকে 8ই আগস্ট ২০২২ পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হবে।

৫. সম্প্রতি কে বিদেশী পর্বতারোহী হিসাবে ১৬তম বারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহনের রেকর্ড গড়লেন?

(A) ডেভ হ্যান
(B) কেন্টন কুল
(C) সিমোন মোরো
(D) কনরাড অ্যাঙ্কার

উত্তর :
(B) কেন্টন কুল

 • তিনি দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের বাসিন্দা।
 • এর আগে রেকর্ডটি ছিল আমেরিকান পর্বতারোহী ডেভ হ্যান-এর যিনি ১৫ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন।

৬. COVID-19 এর কারণে সম্প্রতি ‘এশিয়ান প্যারা গেমস ২০২২’ স্থগিত করা হয়েছে। এটি কোথায় আয়োজিত হওয়ার কথা ছিল?

(A) টোকিও
(B) ম্যানিলা
(C) হ্যাংজু
(D) ঢাকা

উত্তর :
(C) হ্যাংজু

 • এশিয়ান প্যারালিম্পিক কমিটি (APC) এই ঘোষণা করেছে।
 • হ্যাংজু হল চীনের একটি শহর।
 • ‘এশিয়ান প্যারা গেমস ২০২২’ ৯ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৭. কাকে সম্প্রতি US National Academy of Sciences-এ নির্বাচিত করা হয়েছে?

(A) ড. কমল বাওয়া
(B) ললিতা লেনিন
(C) সুনেত্রা গুপ্ত
(D) প্রেম চৌধুরী

উত্তর :
(A) ড. কমল বাওয়া

 • বেঙ্গালুরু-ভিত্তিক অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট (ATREE) এর প্রধান ডঃ কমল বাওয়া সম্প্রতি US ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে নির্বাচিত হয়েছেন।
 • এছাড়াও তিনি রয়্যাল সোসাইটি (লন্ডন) এবং আমেরিকান ফিলোসফিক্যাল সোসাইটির নির্বাচিত ফেলো।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button