Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th & 12th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ ও ১২ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (11th & 12th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  9th & 10th November Current Affairs Quiz 2023 – Bengali


১. কে Annual Capacity Building Plan চালু করেছেন ?

(A) মহেন্দ্র নাথ পান্ডে
(B) মনসুখ মান্ডাভিয়া
(C) নরেন্দ্র মোদি
(D) রাজনাথ সিং

উত্তর
(A) মহেন্দ্র নাথ পান্ডে
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী ডঃ মহেন্দ্র নাথ পান্ডে Annual Capacity Building Plan চালু করেছেন ।

২. সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, খান স্টাডি গ্রুপ (KSG) ইনস্টিটিউটের বিভ্রান্তিকর দাবির বিজ্ঞাপনের জন্য সম্প্রতি কত জরিমানা আরোপ করেছে ?

(A) ৮ লক্ষ
(B) ৫ লক্ষ
(C) ৭ লক্ষ
(D) ৬ লক্ষ

উত্তর
(B) ৫ লক্ষ
সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বিভ্রান্তিকর দাবির বিজ্ঞাপনের জন্য খান স্টাডি গ্রুপ (KSG) ইনস্টিটিউটকে ₹৫ লাখ জরিমানা আরোপ করেছে ।

৩. ভারত এবং কোন দেশ অপরাধ মোকাবেলা এবং নিরাপত্তা প্রচেষ্টা বাড়াতে সম্প্রতি হাত মিলিয়েছে?

(A) চীন
(B) নেপাল
(C) ভুটান
(D) রাশিয়া

উত্তর
(B) নেপাল
ভারত ও নেপাল সীমান্ত বাহিনী অপরাধ মোকাবেলায় এবং নিরাপত্তা প্রচেষ্টা বাড়াতে সম্প্রতি হাত মিলিয়েছে৷ ভারত ও নেপালের সীমান্ত বাহিনী আন্তঃসীমান্ত অপরাধ দমন, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং মানব পাচারের বিরুদ্ধে লড়াই করে দ্বিপাক্ষিক নিরাপত্তা প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

৪. IARI সম্প্রতি স্বল্পমেয়াদি কোন ধানের জাত উদ্ভাবন করেছে ?

(A) Pusa-2094
(B) Pusa-2097
(C) Pusa-2090
(D) Pusa-2080

উত্তর
(C) Pusa-2090
Pusa-2090 হল একটি উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী ধানের জাত যা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI), দিল্লি দ্বারা উদ্ভাবিত।

৫. বিহার রাজ্য তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অত্যন্ত অনগ্রসর জাতি এবং অন্যান্য অনগ্রসর জাতিগুলির জন্য রাজ্যের সরকারি চাকরিতে সংরক্ষণ ৫০% থেকে বাড়িয়ে কত করেছে ?

(A) ৭০%
(B) ৬৫%
(C) ৭২%
(D) ৬০%

উত্তর
(B) ৬৫%
বিহার বিধানসভা সম্প্রতি সর্বসম্মতিক্রমে সংরক্ষণের কোটা বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিল পাস করেছে।

  • BCs: ১৮%
  • EBCs: ২৫%
  • Scheduled Castes: ২০%
  • Scheduled Tribes: ২%

৬. THDC ভারত কোথায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলি বিকাশের জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ?

(A) উত্তর প্রদেশ
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

উত্তর
(C) কর্ণাটক
THDC India Ltd (THDCIL) কর্ণাটকে পাম্প করা স্টোরেজ এবং ভাসমান সৌর সহ ৩,২৭০ মেগাওয়াট (MWs) পরিচ্ছন্ন শক্তি প্রকল্প স্থাপন করার পরিকল্পনা করছে৷

৭. নিচের কোন রাজ্য খো খো হাই পারফরম্যান্স সেন্টার প্রতিষ্ঠার জন্য AMNS ইন্ডিয়ার সাথে MoU স্বাক্ষর করেছে?

(A) ওড়িশা
(B) রাজস্থান
(C) পশ্চিমবঙ্গ
(D) ঝাড়খণ্ড

উত্তর
(A) ওড়িশা
রাজ্যে খো খো প্রতিভা লালন-পালনের লক্ষ্যে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উপস্থিতিতে, ওড়িশা সরকার একটি উচ্চ-কার্যক্ষমতা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল (AM/NS India) এর সাথে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে।

৮. কোন ব্যক্তি সম্প্রতি সুপ্রিম কোর্টে মিট্টি ক্যাফে উদ্বোধন করেছেন ?

(A) নরেন্দ্র মোদি
(B) দ্রৌপদী মুরুমু
(C) ডি ওয়াই চন্দ্রচূড়
(D) অর্জুন মেঘওয়াল

উত্তর
(C) ডি ওয়াই চন্দ্রচূড়
ভারতের প্রধান বিচারপতি DY Chandrachud সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ভিন্নভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত মিট্টি ক্যাফে উদ্বোধন করেছেন।

দেখে নাও : ভারতের প্রধান বিচারপতিদের তালিকা

৯. বিশ্বের প্রথম রোবটের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)-র নাম কী?

(A) Mika
(B) Gamma
(C) Alpha
(D) Rey

উত্তর
(A) Mika
কলম্বিয়ার কার্টেজেনা ভিত্তিক একটি স্পিরিট ব্র্যান্ড Dictador, Mika নামক একটি রোবটকে তার CEO হিসেবে নিযুক্ত করেছে ।

১০. নিচের কোন ক্রিকেটার ২০২৩ সালের অক্টোবরে আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরষ্কার (ICC Men’s Player of the Month award) জিতে নিয়েছেন ?

(A) গ্লেন ম্যাক্সওয়েল
(B) রচিন রবীন্দ্র
(C) মহম্মদ শামি
(D) বিরাট কোহলি

উত্তর
(B) রচিন রবীন্দ্র

  • নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র তার প্রথম ICC পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন।
  • ২০২৩ সালের অক্টোবর মাসের জন্য আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরষ্কার (ICC Men’s Player of the Month award) পেয়েছেন তিনি।

১১. নিচের কোন মহিলা ক্রিকেটার অক্টোবর মাসে সেরা আইসিসি মহিলা খেলোয়াড়ের পুরস্কার ( ICC Women’s Player of the Month) জিতে নিয়েছেন ?

(A) নাহিদা আক্তার
(B) অ্যামেলিয়া কের
(C) হেইলি ম্যাথিউস
(D) অ্যালিসা হিলি

উত্তর
(C) হেইলি ম্যাথিউস

  • ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস তার দ্বিতীয় ICC Women’s Player of the Month জিতে নিয়েছেন।
  • অক্টোবর ২০২৩ সালের Women’s Player of the Month তার ঝুড়িতে।

১২. শ্রীলঙ্কার ব্যাংকিং খাত স্থিতিশীল করার জন্য বিশ্বব্যাংক সম্প্রতি শ্রীলংকাকে কত মিলিয়ন ডলার অনুমোদন করেছে?

(A) ১৫০ মিলিয়ন
(B) ২০০ মিলিয়ন
(C) ১৭৫ মিলিয়ন
(D) ২২৫ মিলিয়ন

উত্তর
(A) ১৫০ মিলিয়ন
শ্রীলঙ্কার ব্যাংকিং খাত স্থিতিশীল করার জন্য বিশ্বব্যাংক সম্প্রতি শ্রীলংকাকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে ।

১৩. কোন রাজ্যে ভারতের বৃহত্তম কোল্ড অয়েল উৎপাদন সুবিধা শীঘ্রই খোলা হবে?

(A) উত্তরপ্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) ওড়িশা
(D) গুজরাট

উত্তর
(D) গুজরাট
ভারত বোটানিক্স সম্প্রতি গুজরাটের রাজকোটে তার কাটিং-এজ কাঠ-চাপা (cutting-edge wood-pressed ) কোল্ড অয়েল প্রক্রিয়াকরণ সুবিধা খোলার ঘোষণা করেছে ।

১৪. ভারত কোন দেশের নৌবাহিনীর সাথে BONGOSAGAR-23 এবং CORPAT নামক সামরিক মহড়া করেছে?

(A) বাংলাদেশ
(B) ইরান
(C) শ্রীলঙ্কা
(D) ফ্রান্স

উত্তর
(A) বাংলাদেশ
চতুর্থ BONGOSAGAR-23 এবং পঞ্চম CORPAT সামরিক মহড়া সম্প্রতি ভারত বাংলাদেশের সাথে বঙ্গোপসাগরে সম্পন্ন করেছে।

১৫. বিশ্ব নিউমোনিয়া দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ১২
(B) নভেম্বর ১১
(C) নভেম্বর ১৩
(D) নভেম্বর ১৪

উত্তর
(A) নভেম্বর ১২

  • প্রতিবছর ১২ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়।
  • ২০২৩ সালে এই দিবসটির দিবসটির প্রতিপাদ্য ছিল – ‘নিউমোনিয়া প্রতিরোধ করুন: প্রতিটি প্রশ্বাসই গুরুত্বপূর্ণ (Championing the fight to stop pneumonia)’।
  • দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
  • ২০০৯ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

১৬. সম্প্রতি কোন দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছে ICC ?

(A) পাকিস্তান
(B) বাংলাদেশ
(C) শ্রীলংকা
(D) দক্ষিণ আফ্রিকা

উত্তর
(C) শ্রীলংকা

  • শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি।
  • আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে (ICC) বোর্ড অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হবে।
  • এর ফলে শ্রীলঙ্কা ক্রিকেটের আইসিসির সদস্যপদও স্থগিত হলে গেল।
  • সরকারি হস্তক্ষেপের কারণে সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
  • এই শাস্তির কারণে শ্রীলঙ্কার ক্রিকেটের ভবিষ্যত বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল।

১৭. সম্প্রতি কোন রাজ্যের রঙ্গিয়া এবং মরিয়ানী রেলওয়ে স্টেশনদুটি ‘Eat Right Station’ এর তকমা পেয়েছে ?

(A) আসাম
(B) ত্রিপুরা
(C) ওড়িশা
(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর
(A) আসাম
আসামের রঙ্গিয়া এবং মরিয়ানী রেলওয়ে স্টেশনদুটি সম্প্রতি ‘Eat Right Station’ এর তকমা পেয়েছে ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button