Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th & 14th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th & 14th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ ও ১৪ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th & 14th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 12th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন শহর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা পেয়েছে ?

(A) সিঙ্গাপুর
(B) ভিয়েনা
(C) টোকিও
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভিয়েনা

  • বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হল ভিয়েনা (Vienna)। সম্প্রতি প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)-এর সমীক্ষায় এমনটাই প্রকাশিত হয়েছে।
  • বিশ্বের বাসযোগ্য শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগ।
  • আর তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দুটি শহর, মেলবোর্ন ও সিডনি।
  • ভারতেরও কতকগুলি শহর অবশ্য রয়েছে এই তালিকায়। যার মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি (Delhi)। এছাড়া রয়েছে বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই ও মুম্বই। ঠাঁই হয়নি কলকাতার।
[/spoiler]

২. ২০২৩ সালের বিশ্ব অঙ্গ দান দিবস (World Organ Donation Day)-এর থিম কী?

(A) Step up to volunteer; need more organ donors to fill the lacunae
(B) Answering the Call: Mobilizing Volunteers for Change
(C) Rise for Change: Bridging Gaps and Inspiring Action
(D) Be the Solution: Empowering Communities through Active Participation

[spoiler title=’উত্তর ‘ ] (A) Step up to volunteer; need more organ donors to fill the lacunae

  • অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর ১৩ই আগস্ট বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয়।
  • দিবসটি প্রথম ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অর্গান ডোনেশন (ISOD) দ্বারা পালিত হয়।
  • ২০২৩ সালে এই দিসবের থিম হল – “Step up to volunteer; need more organ donors to fill the lacunae ৷”
  • প্রথম অঙ্গ দান প্রতিস্থাপন সফল হয়েছিল ১৯৫৪ সালে ৷
[/spoiler]

৩. সম্প্রতি কতগুলি কেন্দ্রীয় সরকার PSU অরুণাচল প্রদেশের সাথে একটি মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (MoA) স্বাক্ষর করেছে?

(A)
(B)
(C)
(D)

[spoiler title=’উত্তর ‘ ] (B)
১২টি নতুন জলবিদ্যুৎ প্রকল্প-এর জন্য তিনটি কেন্দ্রীয় সরকারের PSU (NHPC Ltd., SJVN Ltd. এবং NEEPCO Ltd.) এর সাথে সম্প্রতি মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (MOA) স্বাক্ষর করেছে অরুণাচল প্রদেশ সরকার। [/spoiler]

৪. নিম্নলিখিত কোন ড্রোন ভারতীয় বিমান বাহিনী দ্বারা নর্দান সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

(A) DRDO TAPAS
(B) DRDO Abhyas
(C) DRDO Rustom
(D) Heron Mark 2

[spoiler title=’উত্তর ‘ ] (D) Heron Mark 2
চীন ও পাকিস্তান উভয়ের সীমান্তে নজরদারি চালানোর জন্য ভারত সম্প্রতি অত্যাধুনিক হেরন মার্ক ২ ড্রোন ডিপ্লয় করেছে । [/spoiler]

৫. গুগল ডুডল সম্প্রতি অভিনেত্রী শ্রীদেবীর ৬০তম জন্মদিন উদযাপন করেছে। শ্রীদেবীর পুরো নাম কি ছিল?

(A) শ্রীনিবাসন কবিতা আইয়ার
(B) শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান
(C) শ্রী অনন্যা কৃষ্ণান
(D) শান্তি রঙ্গনাথন

[spoiler title=’উত্তর ‘ ] (B) শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান

  • Google Doodle সম্প্রতি অভিনেত্রী শ্রীদেবীর ৬০তম জন্মদিন উদযাপন করেছে৷
  • চিত্রটি ডিজাইন করেছেন মুম্বাই-ভিত্তিক শিল্পী ভূমিকা মুখার্জি।

দেখে নাও : ভারতীয় অভিনেতা/ অভিনেত্রীর আসল নাম তালিকা

[/spoiler]

৬. ফাইনালে কাকে হারিয়ে ভারত সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জিতে নিয়েছে ?

(A) দক্ষিণ কোরিয়া
(B) জাপান
(C) চীন
(D) মালয়েশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (D) মালয়েশিয়া

  • চেন্নাইয়ের মেজর রাধাকৃষ্ণন স্টেডিয়ামে ফাইনালে পিছিয়ে পড়েও অনবদ্য কামব্যাক করে মালয়েশিয়াকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন হরমনপ্রীত সিংরা।
  • মালয়েশিয়াকে ভারত ফাইনালে হারায় ৪-৩ ফলে।
[/spoiler]

৭. দেশের বৃহত্তম IT হাব সম্প্রতি কোথায় প্রস্তাব করা হয়েছে ?

(A) মুম্বাই
(B) লখনউ
(C) ব্যাঙ্গালোর
(D) নতুন দিল্লি

[spoiler title=’উত্তর ‘ ] (B) লখনউ

  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার রাজধানী লখনউতে উত্তরপ্রদেশের নতুন তথ্য প্রযুক্তি কেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু করেছে।
  • এটি ভারতের বৃহত্তম IT হাব হতে চলেছে।
[/spoiler]

৮. তৃতীয় খেলো ইন্ডিয়া জুনিয়র মহিলা হকি লীগ সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) ব্যাঙ্গালোর
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) নতুন দিল্লি

[spoiler title=’উত্তর ‘ ] (D) নতুন দিল্লি

  • তৃতীয় খেলো ইন্ডিয়া জুনিয়র মহিলা লিগ সম্প্রতি নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে।
  • অর্জুন পুরস্কার বিজয়ী এবং ১৯৭২ অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী অশোক ধ্যানচাঁদ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
[/spoiler]

৯. দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস (Partition Horrors Remembrance Day) কোন দিন পালন করা হয়?

(A) ১২ আগস্ট
(B) ১৩ আগস্ট
(C) ১৪ আগস্ট
(D) ১৫ আগস্ট

[spoiler title=’উত্তর ‘ ] (C) ১৪ আগস্ট

  • ২০২১ সাল থেকে স্বাধীনতা দিবসের আগের দিনটি ‘পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।
  • ১৪ই আগস্ট পালন করা হয় ‘পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে’।
[/spoiler]

১০. কোন IAS অফিসার তার “কুছ আধুরে শব্দ” বইটি সম্প্রতি প্রকাশ করেছেন ?

(A) অমিতাভ কান্ত
(B) আশুতোষ অগ্নিহোত্রী
(C) অশোক খেমকা
(D) দীপক রাওয়াত

[spoiler title=’উত্তর ‘ ] (B) আশুতোষ অগ্নিহোত্রী

  • আশুতোষ অগ্নিহোত্রীর বই “কুছ আধুরে শব্দ” হিন্দি কবিতার একটি সংকলন।
  • ১৯৭৪ সালে কানপুরে জন্মগ্রহণ করেন আশুতোষ অগ্নিহোত্রী।
  • তিনি একজন ১৯৯৯ ব্যাচের আইএএস অফিসার, একজন প্রখ্যাত লেখক এবং একজন আগ্রহী পাঠক।
[/spoiler]

১১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের কোন স্থানে সন্ত রবিদাস মন্দিরের ভিত্তি স্থাপন করেন?

(A) জামুনিয়া
(B) বনসা
(C) দেউরি
(D) বদতুমা

[spoiler title=’উত্তর ‘ ] (A) জামুনিয়া
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের সাগর জেলার বদতুমা গ্রামে ₹১০০ কোটিরও বেশি ব্যয়ে নির্মিত সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাস জি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। [/spoiler]

১২. ‘ভারতীয় বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্র (Indian Buddhist Culture and Heritage Centre)’ কোন দেশে নির্মিত হচ্ছে?

(A) শ্রীলঙ্কা
(B) থাইল্যান্ড
(C) নেপাল
(D) মায়ানমার

[spoiler title=’উত্তর ‘ ] (C) নেপাল
নেপালে, বৌদ্ধ ভিক্ষুদের বিশেষ আবৃত্তির মাধ্যমে ভূমিপূজন অনুষ্ঠানের পর লুম্বিনিতে ভারতীয় বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। [/spoiler]

১৩. ভারত কোন দেশের ডিজিটাল পরিচয় প্রকল্প (digital identity project)-কে সমর্থন করার জন্য ৪৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে ?

(A) শ্রীলঙ্কা
(B) কম্বোডিয়া
(C) বাংলাদেশ
(D) লাওস

[spoiler title=’উত্তর ‘ ] (A) শ্রীলঙ্কা
ভারত তার অনন্য ডিজিটাল পরিচয় প্রকল্পে অর্থায়নের জন্য শ্রীলঙ্কাকে ₹৪৫ কোটি টাকা অগ্রিম হস্তান্তর করেছে। এটি এই প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের প্রায় ১৫%। [/spoiler]

১৪. সূর্য অধ্যয়নের জন্য ISRO এর মিশনের নাম কি?

(A) Aditya- 1
(B) Surya Mission
(C) Aditya-L1
(D) Bhaskar-1

[spoiler title=’উত্তর ‘ ] (C) Aditya-L1

  • সূর্য অধ্যয়নের জন্য ISRO দ্বারা পাঠানো প্রথম ভারতীয় মিশন Aditya-L1 (Aditya-L1) আগামী মাসে চালু হবে।
  • ইসরোর তরফে জানানো হয়েছে যে UR Rao স্যাটেলাইট সেন্টার, বেঙ্গালুরুতে তৈরি স্যাটেলাইটটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেসপোর্টে পৌঁছে দেওয়া হয়েছে।
  • এই স্যাটেলাইটটি পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত সূর্য-আর্থ সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর কাছে হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে।
[/spoiler]

১৫. ২০বছর বা তার কম বয়সে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড কোন খেলোয়াড়ের?

(A) তিলক ভার্মা
(B) শুভমান গিল
(C) ইশান কিষাণ
(D) যশস্বী জয়সওয়াল

[spoiler title=’উত্তর ‘ ] (A) তিলক ভার্মা

  • ভারতের তরুণ ব্যাটসম্যান তিলক ভার্মা ২০ বছর বা তার কম বয়সে T20I তে ভারতের হয়ে সর্বাধিক ছয় মারার একটি নতুন রেকর্ড গড়েছেন।
  • এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৭টি ছক্কা মেরেছেন তিনি।
  • এর আগে এই রেকর্ডটি ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নামে যিনি ২০ বছর বা তার কম বয়সে ভারতের হয়ে ৪টি ছক্কা মেরেছিলেন।
[/spoiler]

১৬. পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) আসিফ আলী জারদারি
(B) মামনুন হুসাইন
(C) আনোয়ারুল হক কাকার
(D) ইমরান খান

[spoiler title=’উত্তর ‘ ] (C) আনোয়ারুল হক কাকার

  • পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনের জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালোচিস্তান প্রদেশের স্বল্প-পরিচিত সেনেটর আনোয়ারুল হক কাকার।
  • আনোয়ারুল হক কাকার হচ্ছেন বালোচিস্তান আওয়ামী পার্টি নামে একটি দলের প্রতিষ্ঠাতাদের একজন ।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button