Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th & 16th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th & 16th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ ও ১৬ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th & 16th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 13th & 14th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ইংল্যান্ডের কোন খেলোয়াড় সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?

(A) মঈন আলী
(B) স্টিভেন ফিন
(C) বেন স্ট্রোহ
(D) জেমস অ্যান্ডারসন

উত্তর
(B) স্টিভেন ফিন

  • চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত হয়ে অবশেষে অবসরের পথে হাঁটলেন স্টিভেন ফিন।
  • সব ধরনের ক্রিকেট থেকে সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন ৩৪ বছর বয়সী এই পেসার।
  • ইংল্যান্ডের হয়ে ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফিন তিন বার অ্যাশেজজয়ী দলের সদস্য ছিলেন।

২. ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি কতগুলি বীরত্বের পুরস্কার (gallantry awards) অনুমোদন করেছেন?

(A) ৭৫
(B) ৭৬
(C) ৭৭
(D) ৭৮

উত্তর
(B) ৭৬

  • রাষ্ট্রপতি ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী এবং সিএপিএফ কর্মীদের নয়টি মরণোত্তর সহ ৭৬টি বীরত্বের পুরষ্কার অনুমোদন করেছেন।
  • এর মধ্যে রয়েছে চারটি কীর্তি চক্র (মরণোত্তর), পাঁচটি মরণোত্তর সহ ১১টি শৌর্য চক্র, দুটি সেনা পদক (বীরত্ব), ৫২টি সেনা পদক (বীরত্ব), ৩টি নৌসেনা পদক (বীরত্ব) এবং চারটি বায়ুসেনা পদক (বীরত্ব)।

৩. নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে ?

(A) পিএম মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি
(B) প্যাটেল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি
(C) গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি
(D) দিল্লি মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি

উত্তর
(A) পিএম মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি

  • রাজধানীর বুকে, তিন মূর্তি মার্গে অবস্থিত নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পাল্টে রাখা হল ‘প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি’ (PMML )।
  • ইংরেজ আমলে মধ্য দিল্লির যে ভবনটি ফ্ল্যাগস্টাফ হাউজ নামে পরিচিত ছিল, স্বাধীনতার পর ওই বাড়িটিই হয়ে ওঠে দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর বাসভবন। তাঁর মৃত্যুর পর ওই ভবনটিকে লাইব্রেরি এবং মিউজিয়ামে রূপান্তরিত করা হয়।

৪. G20 ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে আয়োজিত হচ্ছে?

(A) মুম্বাই
(B) জয়পুর
(C) নয়াদিল্লি
(D) কলকাতা

উত্তর
(C) নয়াদিল্লি

  • ১৬ই আগস্ট থেকে নয়াদিল্লিতে G20 ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে।
  • সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দিয়ে শুরু হয়েছে উৎসব।
  • এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন বাংলার বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও G20-এর শেরপা অমিতাভ কান্ত।

৫. সম্প্রতি ভারতের কোন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা একটি নতুন নক্ষত্র আবিষ্কার করেছেন?

(A) C-DAC
(B) ISRO
(C) Indian Institute of Astrophysics
(D) Indian Astrobiology Research Center

উত্তর
(C) Indian Institute of Astrophysics

  • বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের (IIA) বিজ্ঞানীরা একটি নতুন তারা আবিষ্কার করেছেন।
  • বিজ্ঞানীরা এই তারার নাম দিয়েছেন HE 1005-1439। বিজ্ঞানীরা এই নতুন তারাটিকে কার্বন-এনহ্যান্সড-মেটাল-পুর (CEMP) হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন।

৬. সম্প্রতি, তেলেগু, সংস্কৃত পণ্ডিত কান্দলাকুন্তা আলাহা সিঙ্গারাচার্যুলু প্রয়াত হয়েছেন। তিনি কোন সালে পদ্মশ্রীতে ভূষিত হন?

(A) ২০২০
(B) ২০২১
(C) ২০২২
(D) ২০২৩

উত্তর
(B) ২০২১

  • বিশিষ্ট লেখক, এবং শিক্ষাবিদ কান্দলাকুন্তা আলাহা সিঙ্গারাচার্যুলু হায়দ্রাবাদে সম্প্রতি প্রয়াত হয়েছেন।
  • তিনি তেলেগু এবং সংস্কৃত ভাষায় তার সাহিত্যকর্মের জন্য পরিচিত ছিলেন।
  • তিনি অনুবাদ, ব্যাকরণ এবং বক্তৃতা সহ তেলেগু এবং সংস্কৃত ভাষায় ১৫টিরও বেশি বই লিখেছেন।
  • ২০২১ সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন।

৭. গুজরাটে কে ‘A-HELP’ প্রোগ্রাম চালু করেছেন?

(A) রাজনাথ সিং
(B) নরেন্দ্র মোদি
(C) অমিত শাহ
(D) পুরুষোত্তম রুপালা

উত্তর
(D) পুরুষোত্তম রুপালা
কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী, পুরুষোত্তম রুপালা সম্প্রতি গুজরাটে এই প্রোগ্রাম চালু করেছেন ।

৮. ভারত ১৫ই আগস্ট, ২০২৩-এ তার কততম স্বাধীনতা দিবস উদযাপন করলো ?

(A) ৭৫তম
(B) ৭৬তম
(C) ৭৭তম
(D) ৭৮তম

উত্তর
(C) ৭৭তম

১৫ই আগস্ট ২০২৩-এ, ভারত তার ৭৭তম স্বাধীনতা দিবস পালন করলো।

দেখে নাও : ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কিত কিছু তথ্য ও কুইজ প্রশ্নোত্তর

৯. সম্প্রতি ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিন্দেশ্বর পাঠক। তিনি নিম্নলিখিত কোন সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন ?

(A) Deepalaya
(B) Eklavya
(C) Sulabh International
(D) Teach For India

উত্তর
(C) Sulabh International

  • ভারতে পাবলিক টয়লেট নির্মাণের ক্ষেত্রে একরকম ‘বিপ্লব’ এনেছিলেন যে সমাজকর্মী, সেই বিন্দেশ্বর পাঠক ৮০ বছর বয়সে মারা গেছেন।
  • ভারতের রাস্তাঘাট, রেলস্টেশন বা বাস টার্মিনালে ‘সুলভ শৌচালয়’ নামে যে পাবলিক টয়লেট দেখা যায়, ১৯৭০ এর দশকে তার সূচনা করেছিলেন মি. পাঠক।

১০. সম্প্রতি প্রয়াত হয়েছেন মহম্মদ হাবিব। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?

(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) ব্যাডমিন্টন
(D) টেনিস

উত্তর
(B) ফুটবল

  • সারা দেশ যখন স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা, ভারতীয় ফুটবলমহলে নেমে এল শোকের ছায়া।
  •  প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব, কলকাতা ময়দানে যিনি পরিচিত ছিলেন বড়ে মিঞা নামে।
  • ১৯৬৬ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন হাবিব। ১৯৬৯ সাল পর্যন্ত লাল-হলুদ শিবিরে কাটান তিনি।
  • তার পরে যোগ দেন মোহনবাগানে।
  • বেশিরভাগ সময় ইস্টবেঙ্গলের হয়েই ফুটবল খেলেন তিনি। মাঠে নেমেছেন মহামেডানের হয়েও।
  • ১৯৮৪ সালে মোহনবাগানের হয়ে খেলার পরেই অবসর নেন হাবিব।

১১. নিচের কোন ক্রিকেটারকে ২০২৩ সালের জুলাই মাসের সেরা ICC মেনস প্লেয়ার নির্বাচিত করা হয়েছে?

(A) ক্রিস ওকস
(B) জেমস অ্যান্ডারসন
(C) স্টুয়ার্ট ব্রড
(D) স্টিভেন ফিন

উত্তর
(A) ক্রিস ওকস

  • আইসিসি’র পুরুষদের বিভাগে জুলাই মাসের সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস।
  • আর নারী বিভাগ থেকে সেরা হয়েছেন অ্যাশলে গার্ডনার।

১২. প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী পালন করা হল –

(A) ১৫ই আগস্ট
(B) ১৬ই আগস্ট
(C) ১৭ই আগস্ট
(D) ১৮ই আগস্ট

উত্তর
(B) ১৬ই আগস্ট

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ১৬ই আগস্ট । ২০১৮ সালে এই দিনে তিনি প্রয়াত হয়েছিলেন ।

দেখে নাও : অটল বিহারী বাজপেয়ী কুইজ প্রশ্নোত্তর

 

১৩. ভারতের প্রথম দূরপাল্লার রিভলভারের নাম কী?

(A) প্রবাল
(B) হনুমত
(C) ত্রিশূল
(D) সারং

উত্তর
(A) প্রবাল

  • ভারত তার প্রথম দূরপাল্লার রিভলভার, “প্রবাল” আগামী ১৮ই আগস্ট লঞ্চ করতে চলেছে।
  • রিভলভারটি কানপুরে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান Advanced Weapons and Equipment India (AWEIL) দ্বারা তৈরি করা হয়।

১৪. স্বাধীনতা দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাদের জন্য বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেছেন ?

(A) কারিগর
(B) নার্স
(C) সশস্ত্র বাহিনী
(D) বয়স্ক নাগরিক

উত্তর
(A) কারিগর

  • স্বাধীনতা দিবসে দিনমজুর ,শ্রমজীবী অনগ্রসর মানুষের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী।
  • আগামী মাসে বিশ্বকর্মা জয়ন্তীতে ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা দিয়ে নতুন প্রকল্প তৈরি হয়েছে। যার নাম ‘বিশ্বকর্মা যোজনা’।
  • বিশ্বকর্মা পুজোর দিন শুরু হবে এই বিশ্বকর্মা যোজনা।
  • সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন লোকদের সাহায্য করবে। এই তালিকাতে থাকবেন স্বর্ণকার, কামার, নাপিত ও চর্মশিল্পিরাও।

১৫. কোন রাজ্য স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী নিশুল্ক অন্নপূর্ণা খাদ্য প্যাকেট প্রকল্প চালু করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) গুজরাট
(C) উত্তর প্রদেশ
(D) রাজস্থান

উত্তর
(D) রাজস্থান

  • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী ফ্রি অন্নপূর্ণা ফুড প্যাকেট প্রকল্প চালু করেছেন।
  • এই প্রকল্পের অধীনে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (NFSA) আওতায় থাকা পরিবারগুলি প্রতি মাসে ন্যায্যমূল্যের দোকান (FPS) থেকে বিনামূল্যে অন্নপূর্ণা খাবারের প্যাকেট পাবে।
  • প্রতিটি প্যাকেটে থাকবে এক কেজি গ্রাম ডাল, চিনি ও আয়োডিনযুক্ত লবণ, এক লিটার সয়াবিন পরিশোধিত ভোজ্য তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া ও ধনে গুঁড়া এবং ৫০ গ্রাম হলুদের গুঁড়া।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button