16th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
16th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 15th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটিকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে পালন করা হয়?
(A) ১৫ই নভেম্বর
(B) ১৩ই নভেম্বর
(C) ১৪ই নভেম্বর
(D) ১৬ই নভেম্বর
- সমাজে সহনশীলতার তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৬ই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করা হয়।
- জাতিসংঘ ১৯৯৬ সালে এই দিবসটি প্রতিষ্ঠা করে।
২. সম্প্রতি কে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০-মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে?
(A) পার্ক দাই হুন
(B) শিব নারওয়াল
(C) মেই ইয়ো ট্যাং
(D) বিজয়বীর সিধু
- ভারতের শিবা নারওয়াল ১৫ই নভেম্বর ২০২২-এ দক্ষিণ কোরিয়ায় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০-মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।
- তিনি ফাইনালে দক্ষিণ কোরিয়ার পার্ক দাই হুনকে ১৭-১৩-তে পরাজিত করেছেন।
- একই ইভেন্টে আরেক ভারতীয় বিজয়বীর সিধু ব্রোঞ্জ জিতেছেন।
- এছাড়াও, ভারতীয় পুরুষ যুব দল ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতেছে।
৩. স্কটল্যান্ডের গ্লাসগোতে ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোন দেশ প্রথমবারের মতো ‘বিলি জিন কিং কাপ ২০২২’ জিতেছে?
(A) বেলজিয়াম
(B) সুইজারল্যান্ড
(C) রাশিয়া
(D) তুরস্ক
- ১৩ই নভেম্বর ২০২২-এ সুইজারল্যান্ড মহিলা টেনিস দল স্কটল্যান্ডের গ্লাসগোতে ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো বিলি জিন কিং কাপ জিতে নিয়েছে।
- ২০২২ সালের বিলি জিন কিং কাপ ছিল আন্তর্জাতিক মহিলা টেনিস টুর্নামেন্টের ৫৯তম সংস্করণ।
৪. FIFA বিশ্বকাপ কাতারে কবে থেকে শুরু হতে চলেছে?
(A) ২০শে নভেম্বর
(B) ২৫শে ডিসেম্বর
(C) ২১শে ডিসেম্বর
(D) ২০শে ডিসেম্বর
- ২০২২ সালের FIFA বিশ্বকাপ কাতারে ২০শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে।
- এই প্রথমবারের মতো টুর্নামেন্টটি শীতের মাসে অনুষ্ঠিত হবে।
- এই টুর্নামেন্টে ৩২টি দল বিশ্বকাপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
- টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৮ই ডিসেম্বর।
৫. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সেন্ট্রাল বোর্ডের পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) বিবেক জোশী
(B) অনুভব বাজাজ
(C) রমেশ রেড্ডি
(D) কে সুব্রামানিয়াম
- কেন্দ্রীয় সরকার আর্থিক পরিষেবা সচিব বিবেক যোশীকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কেন্দ্রীয় বোর্ডের পরিচালক হিসাবে নিযুক্ত করেছে।
- বোর্ডে ১৫টি আসন রয়েছে, যার মধ্যে পাঁচটি অফিসিয়াল ডিরেক্টর এবং ১০টি বেসরকারী পরিচালক রয়েছে।
- RBI গভর্নর শক্তিকান্ত দাস বোর্ডের প্রধান নির্বাহী।
৬. Climate Change Performance Index 2023-এ ভারতের স্থান কত?
(A) দশম
(B) পঞ্চম
(C) অষ্টম
(D) নবম
- ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইনডেক্স ২০২৩ (CCPI) এ ভারত ৮ তম স্থানে চলে গেছে।
- ২০২২ এবং ২০২১ সালে, ভারত ১০ তম স্থানে ছিল।
- সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক ও সুইডেন।
- CCPI ৫৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে মূল্যায়ন করে, যা একসাথে বিশ্বব্যাপী গ্রীনহাউস গ্যাস নির্গমনের ৯০% এর বেশি উৎপন্ন করে।
- CCPI প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে।
- এটি Germanwatch দ্বারা প্রকাশিত হয়।
৭. প্রখ্যাত কেভিন কনরয় সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন?
(A) রাজনীতিবিদ
(B) ডাক্তার
(C) আইনজীবী
(D) কন্ঠ শিল্পি
- ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’, ‘ব্যাটম্যান আরখাম ট্রিলজি অফ গেমস’ এবং অন্যান্য অনেক সিনেমায় ব্যাটম্যান এবং ব্রুস ওয়েনের পিছনে কিংবদন্তি ভয়েস অভিনেতা কেভিন কনরয় সম্প্রতি প্রয়াত হয়েছেন।
৮. ২০২২ সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ-এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কে?
(A) বিরাট কোহলি
(B) জস বাটলার
(C) স্যাম কারেন
(D) সূর্যকুমার যাদব
- ইংল্যান্ডের স্যাম কারেন পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে ICC পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
To check our latest Posts - Click Here