Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 15th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১৫ই নভেম্বর
(B) ১৩ই নভেম্বর
(C) ১৪ই নভেম্বর
(D) ১৬ই নভেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (D) ১৬ই নভেম্বর

  • সমাজে সহনশীলতার তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৬ই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করা হয়।
  • জাতিসংঘ ১৯৯৬ সালে এই দিবসটি প্রতিষ্ঠা করে।
[/spoiler]

২. সম্প্রতি কে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০-মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে?

(A) পার্ক দাই হুন
(B) শিব নারওয়াল
(C) মেই ইয়ো ট্যাং
(D) বিজয়বীর সিধু

[spoiler title=’উত্তর ‘ ] (B) শিব নারওয়াল

  • ভারতের শিবা নারওয়াল ১৫ই নভেম্বর ২০২২-এ দক্ষিণ কোরিয়ায় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০-মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।
  • তিনি ফাইনালে দক্ষিণ কোরিয়ার পার্ক দাই হুনকে ১৭-১৩-তে পরাজিত করেছেন।
  • একই ইভেন্টে আরেক ভারতীয় বিজয়বীর সিধু ব্রোঞ্জ জিতেছেন।
  • এছাড়াও, ভারতীয় পুরুষ যুব দল ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতেছে।
[/spoiler]

৩. স্কটল্যান্ডের গ্লাসগোতে ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোন দেশ প্রথমবারের মতো ‘বিলি জিন কিং কাপ ২০২২’ জিতেছে?

(A) বেলজিয়াম
(B) সুইজারল্যান্ড
(C) রাশিয়া
(D) তুরস্ক

[spoiler title=’উত্তর ‘ ] (B) সুইজারল্যান্ড

  • ১৩ই নভেম্বর ২০২২-এ সুইজারল্যান্ড মহিলা টেনিস দল স্কটল্যান্ডের গ্লাসগোতে ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো বিলি জিন কিং কাপ জিতে নিয়েছে।
  • ২০২২ সালের বিলি জিন কিং কাপ ছিল আন্তর্জাতিক মহিলা টেনিস টুর্নামেন্টের ৫৯তম সংস্করণ।
[/spoiler]

৪. FIFA বিশ্বকাপ কাতারে কবে থেকে শুরু হতে চলেছে?

(A) ২০শে নভেম্বর
(B) ২৫শে ডিসেম্বর
(C) ২১শে ডিসেম্বর
(D) ২০শে ডিসেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (A) ২০শে নভেম্বর

  • ২০২২ সালের FIFA বিশ্বকাপ কাতারে ২০শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে।
  • এই প্রথমবারের মতো টুর্নামেন্টটি শীতের মাসে অনুষ্ঠিত হবে।
  • এই টুর্নামেন্টে ৩২টি দল বিশ্বকাপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
  • টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৮ই ডিসেম্বর।
[/spoiler]

৫. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সেন্ট্রাল বোর্ডের পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) বিবেক জোশী
(B) অনুভব বাজাজ
(C) রমেশ রেড্ডি
(D) কে সুব্রামানিয়াম

[spoiler title=’উত্তর ‘ ] (A) বিবেক জোশী

  • কেন্দ্রীয় সরকার আর্থিক পরিষেবা সচিব বিবেক যোশীকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কেন্দ্রীয় বোর্ডের পরিচালক হিসাবে নিযুক্ত করেছে।
  • বোর্ডে ১৫টি আসন রয়েছে, যার মধ্যে পাঁচটি অফিসিয়াল ডিরেক্টর এবং ১০টি বেসরকারী পরিচালক রয়েছে।
  • RBI গভর্নর শক্তিকান্ত দাস বোর্ডের প্রধান নির্বাহী।
[/spoiler]

৬. Climate Change Performance Index 2023-এ ভারতের স্থান কত?

(A) দশম
(B) পঞ্চম
(C) অষ্টম
(D) নবম

[spoiler title=’উত্তর ‘ ] (C) অষ্টম

  • ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইনডেক্স ২০২৩ (CCPI) এ ভারত ৮ তম স্থানে চলে গেছে।
  • ২০২২ এবং ২০২১ সালে, ভারত ১০ তম স্থানে ছিল।
  • সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক ও সুইডেন।
  • CCPI ৫৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে মূল্যায়ন করে, যা একসাথে বিশ্বব্যাপী গ্রীনহাউস গ্যাস নির্গমনের ৯০% এর বেশি উৎপন্ন করে।
  • CCPI প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে।
  • এটি Germanwatch দ্বারা প্রকাশিত হয়।
[/spoiler]

৭. প্রখ্যাত কেভিন কনরয় সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন?

(A) রাজনীতিবিদ
(B) ডাক্তার
(C) আইনজীবী
(D) কন্ঠ শিল্পি

[spoiler title=’উত্তর ‘ ] (D) কন্ঠ শিল্পি

  • ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’, ‘ব্যাটম্যান আরখাম ট্রিলজি অফ গেমস’ এবং অন্যান্য অনেক সিনেমায় ব্যাটম্যান এবং ব্রুস ওয়েনের পিছনে কিংবদন্তি ভয়েস অভিনেতা কেভিন কনরয় সম্প্রতি প্রয়াত হয়েছেন।
[/spoiler]

৮. ২০২২ সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ-এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কে?

(A) বিরাট কোহলি
(B) জস বাটলার
(C) স্যাম কারেন
(D) সূর্যকুমার যাদব

[spoiler title=’উত্তর ‘ ] (C) স্যাম কারেন

  • ইংল্যান্ডের স্যাম কারেন পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে ICC পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
[/spoiler]

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button