Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 8th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) কেভিন ম্যাকার্থি
(B) ন্যান্সি পেলোসি
(C) মাইক রজার্স
(D) জেরি কার্ল

[spoiler title=’উত্তর ‘ ] (A) কেভিন ম্যাকার্থি

  • মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।
  • তিনি হাউসে সংখ্যালঘু নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • ম্যাকার্থি মার্কিন প্রতিনিধি পরিষদের ৫৫তম স্পিকার।
  • তিনি প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়েছেন।
  • তিনি ৯বার মার্কিন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।
[/spoiler]

২. G20-এর প্রথম ‘গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুশন’ সভা কোন শহরে শুরু হয়েছিল?

(A) চেন্নাই
(B) ভোপাল
(C) ব্যাঙ্গালোর
(D) কলকাতা

[spoiler title=’উত্তর ‘ ] (D) কলকাতা

  • G20 এর ‘Global Partnership for Financial Inclusion’ শীর্ষ সম্মেলন ৯ই জানুয়ারী, ২০২৩ এ কলকাতায় শুরু হয়েছে।
  • আর্থিক সাফল্য এবং উত্পাদনশীলতা বৃদ্ধির জন্য সকলের কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা উন্নত করার উপর আলোচনার মাধ্যমে সম্মেলনটি শুরু হয়েছিল।
[/spoiler]

৩. ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্যে পরিণত হয়েছে?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) গুজরাট
(D) তামিলনাড়ু

[spoiler title=’উত্তর ‘ ] (A) কেরালা

কেরালা :

  • রাজধানী: তিরুবনন্তপুরম
  • গভর্নর: আরিফ মোহাম্মদ খান
  • মুখ্যমন্ত্রী: পিনারাই বিজয়ন
[/spoiler]

৪. সম্প্রতি প্রয়াত প্রথম কাশ্মীরি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তের নাম কী?

(A) কুররাতুল হায়দার
(B) আলী সরদার জাফরী
(C) রেহমান রাহী
(D) কেদারনাথ সিং

[spoiler title=’উত্তর ‘ ] (C) রেহমান রাহী

  • একজন সুপরিচিত কবি এবং কাশ্মীরের প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রফেসর রেহমান রাহি ৯ই জানুয়ারী ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
  • তিনি কবিতার একাধিক বই প্রকাশ করেছিলেন এবং বিশ্বের বিখ্যাত কিছু কবিদের লেখা কাশ্মীরি ভাষায় অনুবাদ করেছিলেন।
  • ২০০৭ সালে, তিনি তাঁর সংকলন ‘সিয়াহ রুদ জায়েরেন মানজ’ এর জন্য দেশের শীর্ষ সাহিত্য সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন।
  • তিনি তার অবদানের জন্য ২০০০ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
  • এছাড়াও ১৯৬১ সালে তাঁর ‘নওরোজ-ই-সাবা’ কবিতার বইয়ের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন তিনি।
[/spoiler]

৫. কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি অনূর্ধ্ব-১৫ ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ খেতাব শিরোপা জিতেছেন?

(A) দীপিকা পল্লীকাল
(B) আনহাত সিং
(C) অদ্বিতা শর্মা
(D) কৃষ্ণ মিশ্র

[spoiler title=’উত্তর ‘ ] (B) আনহাত সিং

  • ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং, ৮ই জানুয়ারী, ২০২৩-এ বার্মিংহামে বিখ্যাত ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়ের অনূর্ধ্ব-১৫ শিরোপা জিতেছেন।
  • ১৪ বছর বয়সী আনাহাত সিং গত বছর কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন।
[/spoiler]

৬. কোন শহরে সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৩ শুরু হয়েছে?

(A) আহমেদাবাদ
(B) ভোপাল
(C) কলকাতা
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (A) আহমেদাবাদ

  • আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৩, ৮ই জানুয়ারি গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছে।
  • দুই বছর পর আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
  • আগের সংস্করণটি ২০২০ সালে ৪৩টি দেশের ১৫৩ জন অংশগ্রহণকারীর সাথে অনুষ্ঠিত হয়েছিল।
  • আহমেদাবাদ ছাড়াও সুরাট, ভাদোদরা, রাজকোট, দ্বারকা, এস-তেও আয়োজন করা হবে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব।
[/spoiler]

৭. কোন দিনটিতে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করা হল?

(A) ১০ই জানুয়ারী
(B) ১২ই জানুয়ারী
(C) ৫ই জানুয়ারী
(D) ৯ই জানুয়ারী

[spoiler title=’উত্তর ‘ ] (D) ৯ই জানুয়ারী

  • মহাত্মা গান্ধী যেদিন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মুম্বাইতে ফিরে আসেন সেই দিনটি উদযাপনের জন্য প্রবাসী ভারতীয় দিবস বা NRI দিবস আনুষ্ঠানিকভাবে ৯ই জানুয়ারি পালন করা হয়।
  • দেশের উন্নয়নে সাহায্য করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য দিনটি পালিত হয়।
[/spoiler]

৮. ভূমি তলিয়ে যাওয়ার কারণে সম্প্রতি কোন শহর দুর্ঘটনার সম্মুখীন হয়েছে?

(A) নৈনিতাল
(B) জোশীমঠ
(C) মুসৌরি
(D) ঋষিকেশ

[spoiler title=’উত্তর ‘ ] (B) জোশীমঠ

  • ভূমি তলিয়ে যাওয়ার কারণে জোশীমঠ শহর জুড়ে অনেক রাস্তা এবং বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে।
  • এই ধরনের ফাটল এখন বেশ কয়েক বছর ধরে শহর এবং এর আশেপাশে পরিলক্ষিত হচ্ছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button