Quiz

100+ ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর

Quiz Questions of Kids

4.7/5 - (55 votes)

ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর

আজকে আমরা নিয়ে চলে এসেছি ১০০টিরও বেশি ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর সম্ভার নিয়ে। ছোট থেকে কুইজ নিয়ে চর্চা করা অত্যন্ত জরুরি। এটি ছোটদের সাধারণ জ্ঞান বাড়িয়ে দেয়, তারা আরো বেশি সজাগ হয় ও তাদের মধ্যে জন্ম নেয় নতুন নতুন জিনিস শেখার ইচ্ছে। খেলার মাধ্যমে তাদের সাধারণ জ্ঞান বেড়ে যায়।

বাচ্চাদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান চর্চা করা বাচ্চা ও শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি শুধুমাত্র তাদের জ্ঞান বাড়ায় না, তারা আরও বেশি সচেতন হয়ে পরে তাদের আসে পাশে, গোটা বিশ্বে কি ঘটছে সেটি সম্পর্কে। এটি বাচাদের সাহায্য করে মানসিক বিকাশে ও তাদের বুদ্ধিমত্তাকে প্রদীপ্ত করতে।

আজকে যে ধরণের প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করবো সেগুলি ৪-১৪ বছরের বাচ্চাদের জন্য দেওয়া। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরণের বিভিন্ন লেভেলের কুইজ প্রশ্নোত্তর দেওয়া হয়ে থাকে। আজকের প্রশ্নগুলির লেভেল রাখা হয়েছে বাচ্চাদের কথা মাথায় রেখে। বিভিন্ন টপিক হিসেবে আমরা ভাগ করে আজকের কুইজটি আমরা উপস্থাপনা করছি। যদি কোনো নতুন টপিক আপনাদের মনে হয় যে আমাদের এই পোস্টে সংযুক্ত করা উচিত তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই সম্পর্কিত প্রশ্ন পোস্ট করার।

মনীষীগণ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর : নরেন্দ্রনাথ দত্ত।

ভগবান বুদ্ধের প্রকৃত নাম কি ছিল?
উত্তর : ভগবান বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ।

ভারতের জাতির জনক কে?
উত্তর : মহাত্মা গান্ধী ।

মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি ?
উত্তর : মোহনদাস করমচাঁদ গান্ধী ।

দেখে নাও : ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF

কোন দিনটিতে প্রতিবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় ?
উত্তর : ২৫শে বৈশাখ।

রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি কে দেন?
উত্তর : ক্ষিতিমোহন সেন।

ভারতের দেশনায়ক নাম কে পরিচিত ?
উত্তর : নেতাজি সুভাষচন্দ্র বসু।

দেখে নাও : নেতাজি কুইজ – বাংলা কুইজ – সেট ৯৩

বাংলার বাঘ কাকে বলা হয় ?
উত্তর : আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়।

বিভিন্ন দিবস সম্পর্কিত কুইজের প্রশ্ন

কার জনবার্ষিকীতে ভারতে জাতীয় যুব দিবস পালন করা হয় ?
উত্তর : স্বামী বিবেকানন্দের জন্মদিনে।

ভাষা দিবস কত তারিখে পালন করা হয় ?
উত্তর : ২১ শে ফেব্রুয়ারি।

ভারতে কার জন্মদিনে শিশু দিবস পালন করা হয় ?
উত্তর : পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনে।

আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ পালন করা হয়ে থাকে ?
উত্তর : ৮ই মার্চ।

কোন দিনে ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ?
উত্তর : ২৬শে জানুয়ারি।

কার জন্মদিনে ও কবে ভারতে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে ?
উত্তর : ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে , ৫ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে।

কার জন্মদিনে ও কবে ভারতে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে ?
উত্তর : ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে , ৫ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে।

ভারত সম্পর্কিত কুইজের প্রশ্ন ও উত্তর

ভারতের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : গঙ্গা নদী।

ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর : ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2

আয়তনের বিচারে বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে ভারতের স্থান কোথায় ?
উত্তর : সপ্তম ( এশিয়ার মধ্যে দ্বিতীয় ) ।

আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তর : গোয়া

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি ?
উত্তর : উত্তর প্রদেশ

ভারতের রাজধানীর নাম কি ?
উত্তর : নতুন দিল্লি ।

বর্তমানে ভারতের মোট রাজ্যের সংখ্যা কতগুলি ?
উত্তর : বর্তমানে ভারতে মোট ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

দেখে নাও : ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা ও তাদের রাজধানীর নাম

বর্তমানে ভারতের মোট রাজ্যের সংখ্যা কতগুলি ?
উত্তর : বর্তমানে ভারতে মোট ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

ভারতের জাতীয় গান কোনটি ?
উত্তর : বন্দেমাতরম।

ভারতের জাতীয় ফুল কোনটি ?
উত্তর :পদ্ম ।

দেখে নাও : ভারতের জাতীয় প্রতীক তালিকা | National Symbols of India – PDF

প্রতিবেশী দেশ সম্পর্কিত কুইজের প্রশ্ন ও উত্তর

ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তর : মালদ্বীপ ।

পাকিস্তানের রাজধানীর নাম কি ?
উত্তর : ইসলামাবাদ ।

ভুটানের রাজধানীর নাম কি ?
উত্তর : থিমফু ।

দেখে নাও : ভারতের প্রতিবেশী দেশসমূহ । Neighbouring Countries of India – PDF

কোন দেশের সাথে ভারতের সীমানা সর্বাধিক ?
উত্তর : বাংলাদেশ ।

বিশ্বের রিকশার রাজধানী কাকে বলা হয় ?
উত্তর : বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের রিকশার রাজধানী বলা হয়ে থাকে।

বিশ্বের রিকশার রাজধানী কাকে বলা হয় ?
উত্তর : বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের রিকশার রাজধানী বলা হয়ে থাকে।

আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : আফগানিস্তানের দীর্ঘতম নদী হেলমন্দ।

আফগানিস্তানের মুদ্রার নাম কি ?
উত্তর : আফগানী ।

দেখে নাও : বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা – প্রশ্ন ও উত্তর

ভারত কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করেছে ?
উত্তর : সাতটি দেশের সাথে ভারত তার সীমানা ভাগ করে নিয়েছে, এগুলি হল যথাক্রমে মায়ানমার, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান, চীন ও বাংলাদেশ।

সৌরজগৎ সম্পর্কিত কুইজের প্রশ্ন ও উত্তর

বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কটি ?
উত্তর : পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তর : বৃহস্পতি ।

সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তর : বুধ ।

দেখে নাও : সৌরজগৎ ও সৌরজগতের গ্রহসমূহ – Solar System in Bengali

পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি ?
উত্তর : চাঁদ ।

সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি ?
উত্তর : বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ।

সৌরজগতের উচ্চতম পাহাড় কোনটি ?
উত্তর : অলিম্পাস মন্স।

নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়ে থাকে ?
উত্তর : পৃথিবী ।

লাল গ্রহ কোন গ্রহকে বলা হয়ে থাকে ?
উত্তর : মঙ্গল ।

পৃথিবীর বোন বলা হয়ে থাকে কোন গ্রহকে ?
উত্তর : শুক্র ।

মিক্সড কুইজ প্রশ্ন ও উত্তর

অধিবর্ষে দিনের সংখ্যা কয়টি ?
উত্তর : ৩৬৬।

মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে ?
উত্তর : উঁট ।

রামধনুতে কয়টি রং থাকে ?
উত্তর : সাতটি ।

মৌলিক রং কয়টি ও কি কি ?
উত্তর : তিনটি – লাল, নীল, সবুজ ।

ভালোবাসার আপেল কোন ফলকে বলা হয়ে থাকে ?
উত্তর : টমেটো।

এক ঘন্টায় সেকেন্ডের সংখ্যা কয়টি ?
উত্তর : ৩৬০০।

ইংরেজি বর্ণমালায় কয়টি বর্ণ রয়েছে ?
উত্তর : ২৬টি ।

বছরের ছোট মাস কোনটি ?
উত্তর : ফেব্রুয়ারি ।

বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?
উত্তর : নীল তিমি ।

পৃথিবীর ছাদ নামে পরিচিত কোন মালভূমি ?
উত্তর : পামির মালভূমি ।

উচ্চতম প্রাণীর নাম কি ?
উত্তর : জিরাফ ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali