QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬৬

Bengali Quiz – Set 66

১. “At the feet of Mahatma Gandhi”–কার লেখা?

উত্তর :
ড. রাজেন্দ্র প্রসাদ

২. কাজী নজরুল ইসলাম কার মৃত্যুতে বিখ্যাত গ্রন্থ “ইন্দ্রপতন” লিখেছিলেন?

উত্তর :
চিত্তরঞ্জন দাস

৩. বাইবেলের কিছু অংশ খোদাই করা আছে কোন মুঘল স্থাপত্যে?

উত্তর :
বুলন্দ দরওযাজা

৪. “গীতগোবিন্দ” – এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?

উত্তর :
লক্ষ্মণ সেন

৫. দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি?

উত্তর :
অন্ধ্রপ্রদেশ

৬. “আব্দুল রাশিদ সেলিম” – ভারতের কোন বিখ্যাত অভিনেতার নামের অংশ?

উত্তর :
সালমান খান

৭. কে প্রথম ক্রিকেট টেস্ট খেলায় প্রথম বলেই ৬ মেরেছিলেন?

উত্তর :
ক্রিস গেইল

৮. এশিয়ার রোম ভারতের কোন শহরকে বলা হয়?

উত্তর :
দিল্লী

৯. সাধারণ আয়না (Common Mirror ) কি রঙের হয়?

উত্তর :
হালকা সবুজ

১০. ঘটনাক্রমে চকলেটকে গলতে দেখে পারসি স্পেন্সার কি আবিষ্কার করে ফেলেন?

উত্তর :
মাইক্রো ওয়েভ

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button