QuizQuiz

দোলযাত্রা ক্যুইজ – Holi Special Quiz – হোলি কুইজ – দোল পূর্ণিমা

Quiz on Holi

দোলযাত্রা ক্যুইজ – Holi Special Quiz

দোল যাত্রা বা দোল পূর্ণিমা বা হোলি সারা ভারত জুড়ে পালিত হয়। নানা রঙে রেঙে ওঠে সারা ভারত বর্ষ। এই দিনে সবাই ভেদাভেদ ভুলে মেতে ওঠে হোলির মজায়। এই প্রেম ও রঙের উৎসব সবাইকে একঘেয়ে জীবন থেকে পুনরুজ্জীবিত করে তোলে। আজ আমরা এই আর্টিকেলে দোলযাত্রা নিয়ে কিছু কুইজের প্রশ্ন ও উত্তর আপনাদের সবার জন্য পোস্ট করলাম। দেখে নিন আপনারা হোলি সম্পর্কে ঠিক কতটা ওয়াকিবহল।

১. দোল সাধারণত বাংলা কোন মাসে পালন করা হয়?
[spoiler title=”উত্তর : “]ফাল্গুন। [/spoiler]


২. হোলি উৎসব এর পূর্বে কোন দৈত্য কে পোড়ানো/দহন করা  হয়?
[spoiler title=”উত্তর : “]হোলিকা। [/spoiler]


৩. ওড়িশা তে হোলি উৎসব কোন নামে পালন করা হয়?
[spoiler title=”উত্তর : “]দোলা। [/spoiler]


৪. লাঠ মার হোলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়?
[spoiler title=”উত্তর : “]উত্তরপ্রদেশ। [/spoiler]


৫. হোলি/দোল পালনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কোন উৎসব চালু করেন?
[spoiler title=”উত্তর : “]বসন্ত উৎসব। [/spoiler]


৬. কোন তিথীতে দোল পালন করা হয়?
[spoiler title=”উত্তর : “]পূর্ণিমা। [/spoiler]


৭. হোলি/রং খেলার সাথে কোন ফুল যুক্ত?
[spoiler title=”উত্তর : “]পলাশ। [/spoiler]


৮. ভারতের কোন প্রতিবেশী দেশে হোলি উৎসব পালন করা হয়?
[spoiler title=”উত্তর : “]নেপাল। [/spoiler]


৯. মৈতেই উপজাতির মানুষরা রঙের উৎসব ইয়াওসং পালন করেন। এটি ভারতের কোন রাজ্যের ঐতিহ্য ?
[spoiler title=”উত্তর : “]মনিপুর। [/spoiler]


১০. কুমাওনি হোলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়?
[spoiler title=”উত্তর : “]উত্তরাখন্ড। [/spoiler]


১১. শিখদের মধ্যে এই উৎসব উদযাপনের রীতি চালু করেন কোন শিখগুরু ?
[spoiler title=”উত্তর : “]দশম শিখগুরু গোবিন্দ সিং । [/spoiler]


১২. হোলিকা কার বোন ছিলেন ?
[spoiler title=”উত্তর : “]অসুর রাজা হিরণ্যকশিপুর । [/spoiler]


আরো দেখে নাও : 

কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz

বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ। Quiz on Durga Puja

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)

রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button