QuizQuiz

মিলখা সিং কুইজ – জানা অজানা তথ্য

Quiz on Milkha Singh - the Flying Sikh

মিলখা সিং কুইজ – জানা অজানা তথ্য

৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি  ভারতের সর্বকালে শ্রেষ্ঠ ক্রীড়া আইকন – মিলখা সিং। ক্রীড়া ক্ষেত্রে বেশিরভাগ সময় জয়ের মুখ দেখলেও  করোনা ভাইরাস (COVID-19) এর কাছে জীবন যুদ্ধে হেরে গেলেন ‘উড়ন্ত শিখ’। কিংবদন্তী ভারতীয় দৌড়বিদ মিলখা সিংকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইল একটি কুইজ সেট । দেখে নাও মিলখা সিং কুইজ।

১. ১৯৫৮ সালের কমন ওয়েলথ গেমস এ প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণ পদক জয় লাভ করেন মিলখা সিং। তিনি কোন বিভাগে এই পদক অর্জন করেন ?

উত্তর :
পুরুষদের ৪৪০ গজ দৌড় প্রতিযোগিতা। [বর্তমানে যেটি ৪০০ মিটারের প্রতিযোগিতা হিসেবে পরিচিত ]

২. মিলখা সিং “The Flying Sikh” নামে পরিচিত । কে তাঁকে প্রথম এই নাম দিয়েছিলেন ?

উত্তর :
পাকিস্তনের তৎকালীন রাষ্ট্রপতি আয়ুব খান।

৩. ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদানের জন্য মিলখা সিং কোন পদ্ম সম্মান অর্জন করেন?

উত্তর :
পদ্মশ্রী। [১৯৫৯ সালে।]

৪. মিলখা সিংয়ের জীবনের উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্র ” Bhaag Milkha Bhaag” – এ কে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন?

উত্তর :
ফারহান আখতার।

আরো দেখে নাও :  ৯১ বছর বয়সে প্রয়াত উড়ন্ত শিখ মিলখা সিং

৫. ২০০১ সালে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি জানতে মিলখা সিংকে একটি পুরস্কার প্রদান করা হয়। কিন্তু পুরস্কারের যোগ্যতা মান এবং বিজয়ীদের বেছে নেওয়ার পদ্ধতি নিয়ে ক্ষোভ উগরে সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন মিলখা সিং। কোন পুরস্কার ?

উত্তর :
অর্জুন পুরস্কার।

৬. তাঁর জীবনের দ্বিতীয় বারের অলিম্পিকে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা ৪৫.৭৩ সেকেন্ডে শেষ করে জাতীয় রেকর্ড সৃষ্টি করেন মিলখা সিং। যদিও একটুর জন্য তিনি চতুর্থ স্থান অর্জন করেন এবং পদক তালিকা থেকে বঞ্চিত হন । কোন অলিম্পিকে তিনি রেকর্ড তৈরি করেছিলেন ?

উত্তর :
১৯৬০ সালের রোম অলিম্পিক।

৭. মিলখা সিং তাঁর ক্রীড়া জীবনে প্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছিলেন ?

উত্তর :
১৯৫৮ সালের এশিয়ান গেমস এর পুরুষদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায়। [ টোকিও ]

আরো দেখে নাও : দিয়েগো মারাদোনা কুইজ – কিছু জানা-অজানা তথ্য

৮. মিলখা সিংয়ের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী ?

উত্তর :
“The Race of My Life”

৯. ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসে মিলখা সিংহের ঐতিহাসিক স্বর্ণ পদকের জয়ের মুহূর্তের অনুকরণে তাঁর একটি ওয়াক্স স্ট্যাচু তৈরি করা হয় । এই স্ট্যাচু এখন কোথায় রাখা হয়েছে ?

উত্তর :
নতুন দিল্লির মাদাম তুসো জাদুঘর/মিউজিয়াম।

১০. মিলখা সিংয়ের জীবনের উপর তৈরি সিনেমা “ভাগ মিলখা ভাগ” ১০০+ কোটি টাকার ব্যবসা করলেও , এই সিনেমার রাইটস সিং অল্প মূল্যে বিক্রি করেছিলেন । কত টাকায় তিনি এই রাইটস বিক্রি করেন ?

উত্তর :
₹ ১।

আরো দেখে নাও : শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১)  ক্যুইজ প্রশ্ন, পুরস্কার, গ্রন্থ তালিকা

সৌমিত্র চট্টোপাধ্যায়  কিছু জানা-অজানা তথ্য

প্রণব মুখোপাধ্যায়  কিছু জানা অজানা তথ্য

ক্যুইজ সেট  ২০০। Bengali Quiz Set  200

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button