QuizQuiz

বাংলা কুইজ – সেট ১২৩

Bengali Quiz - Set 123

বাংলা কুইজ – সেট ১২৩

১. বাঙালীদের কোন প্রিয় খাবারটি নভোশ্চর সুনিতা উইলিয়াম মহাকাশে নিয়ে গিয়েছিলেন ?

উত্তর :
সিঙ্গারা

২. আমরা কথায় বলে থাকি সাত সাগর আর তেরো নদীর পাড় । কোন ভারতীয় মহিলা প্রথম সাত সাগর অতিক্রম করেন ?

উত্তর :
বুলা চৌধুরী

৩. আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :
সেইন ( Seine ) নদী

৪. লীলা মজুমদারের গল্প অনুযায়ী পদি পিসির কাছে কোন বাক্স ছিল ?

উত্তর :
বর্মী বাক্স

৫. বিখ্যাত মৃৎ শিল্পী জিতেন পাল কোন সিনেমায় দূর্গা প্রতিমা বানিয়েছিলেন ?

উত্তর :
জয় বাবা ফেলুনাথ


৬. ২০০২ সালে চোয়াল ভেঙে যাওয়ার পরেও কোন ভারতীয় বোলার ওয়েস্ট ইন্ডিজের এন্টিগুয়াতে ব্যান্ডেজ বেঁধে বল করেছিলেন ?

উত্তর :
অনিল কুম্বলে

৭. কোন সিনেমার একটি গানে সোনু নিগম ৫৪ রকম আলাদা আলাদা কণ্ঠস্বরে গান গেয়েছিলেন ?

উত্তর :
তিস মার খান

৮. পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কোন নাচটি UNESCO -এর সাংস্কৃতিক হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে ?

উত্তর :
ছৌ

৯. QWERTY কিবোর্ডে ইংলিশ অ্যালফাবেটগুলির মধ্যে সবথেকে প্রথমে থাকে Q । সবথেকে শেষে কোন ইংলিশ অ্যালফাবেট থাকে ?

উত্তর :
M

১০. এখনো পর্যন্ত সর্বাধিক পুরস্কার প্রাপ্ত হিন্দি সিনেমা কোনটি ?

উত্তর :
কহো না প্যায়ার হে ( ৯২ টি পুরস্কার হয়েছে , ২০০২ সালে গিনেস রেকর্ড করেছে )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button