
Googly Quiz। গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর
দাদাগিরি নিশ্চয় তোমার সবাই দেখো বা দেখেছো । এই টিভি সিরিয়ালটির একটি মজাদার এবং আকর্ষণীয় রাউন্ড হলো গুগলি রাউন্ড। আমাদের কুইজ প্রেমী বন্ধুরা অনেকদিন থেকেই আমাদের বলছিলো কিছু গুগলি প্রশ্ন ছাড়তে। তাই আজকে শুরু করলাম আমাদের গুগলির সেট (Googly Quiz)। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ো। ভালো লাগলে আমরা চেষ্টা করবো আরো অনেক গুগলি সেট দেওয়ার ।
১. ছয় কে না ঘুরিয়ে নয় করবেন কি করে ?
SIX – S সরালে IX ( রোমান নয় )
২. তেরোর থেকে তেরো বাদ দিলে শুন্য থাকে না । তাহলে কি থাকে ?
র ( তেরোর – তেরো = র )
[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১২৫ ]
৩. দশটা ডিম্ ছিল, দুটো ভাঙলেন, দুটো খেলেন, দুটো সিদ্ধ করলেন, কতগুলি ডিম্ গোটা রইলো ?
৮ টা ( যে দুটো সিদ্ধ করলেন , সেই দুটোই ভাঙলেন , সেই দুটোই খেলেন )
৪. “27, 37, 47, 57” তোমার মোবাইলের সাথে সংখ্যাগুলির সম্পর্ক কি ?
2G, 3G, 4G, 5G ( G হলো 7 নম্বর আলফাবেট )
[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১২৪ ]
৫. গানে সুর দেওয়া হয়, স্বর দেওয়া হয় । সার দেওয়া হয় কখন ?
গানে ‘বা’ যোগ করলে বাগান হয় তখন সার দেওয়া হয়
৬. আটটি ইংরেজি লেটার দিয়ে সঠিক বানানে গাধা লিখুন ?
A double S
৭. বরফ থাকা স্বত্বেও বাঙালি কোন খাবারটি গরম করে খায় ?
RICE ( বানানে ICE আছে )
[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১২৩ ]
৮. পাঁচ বোনের মধ্যে হিয়া ইস্ত্রি করছিলো , প্রিয়া রান্না করছিলো, জিয়া দাবা খেলছিল, টিয়া হোমওয়ার্ক করছিলো । তাহলে দিয়া কি করছিলো ?
জিয়ার সাথে দাবা খেলছিল ।
৯. দাদা আর বৌদি মিলে বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করছিলেন । বৌদি ওড়ালেন মোট ৮ টা ঘুড়ি আর দাদা ওড়ালেন ১২ টা ঘুড়ি । তাহলে কে কার কতগুলি ঘুড়ি কাটলেন ?
কেউ কারোর ঘুড়ি কাটেনি , কাটে সুতো – ঘুড়ি না
[ আরো দেখো : Googly Quiz – Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর ]
১০. একটি ঝুড়িতে ৪ টি আপেল রয়েছে । ৪ জনকে একটি করে আপেল দিয়েও ঝুড়িতে একটি আপেল রাখতে হবে । কি করে ?
যে কোনো একজনকে ঝুড়ি শুদ্ধ আপেল দিতে হবে