QuizQuiz

Quiz on Bappi Lahiri in Bengali

বাপ্পি লাহিড়ী কুইজ প্রশ্ন ও উত্তর

Quiz on Bappi Lahiri in Bengali

প্রয়াত হলেন বলিউডের ডীস্কো কিং বাপ্পি লাহিড়ী । বাপ্পি লাহিড়ীর প্রয়াণ দিবস দেওয়া রইলো বাপ্পি লাহিড়ী সম্পর্কিত কিছু কুইজের প্রশ্ন ও উত্তর। Quiz on Bappi Lahiri in Bengaliবাপ্পি লাহিড়ী কুইজ

১. বাপ্পী লাহিড়ীর আসল নাম কী ?
[spoiler title=”উত্তর”]আলোকেশ লাহিড়ী ।[/spoiler]


২. বাপ্পী লাহিড়ী প্রথম কোন হিন্দী চলচ্চিত্রে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন ?
[spoiler title=”উত্তর”]Nanha Shikari (১৯৭৪).[/spoiler]


Also Check : বাপ্পি লাহিড়ী জীবনী – Bappi Lahiri

৩. একবছরে ৩৩ টি চলচ্চিত্রে ১৮০ টিরও বেশি গান রেকর্ড করার জন্য বাপ্পী লাহিড়ীর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয় । কোন বছর তিনি এই কীর্তি অর্জন করেছিলেন ?

[spoiler title=”উত্তর”]১৯৮৬.[/spoiler]

Also Check : Quiz on Lata Mangeshkar in Bengali –  লতা মঙ্গেশকর কুইজ

৪. একমাত্র কোন চলচ্চিত্রে বাপ্পী লাহিড়ী মুখ্য নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ?

[spoiler title=”উত্তর”]Rocking Dard-E-Disco[/spoiler]

৫. বাপ্পী লাহিড়ীর গান ‘ জিম্মি জিম্মি আজা আজা ‘ অ্যাডাম স্যান্ডেলর অভিনীত একটি হলিউডের চলচ্চিত্রে স্থান করে নেয়, কোন চলচ্চিত্র ?

[spoiler title=”উত্তর”]You Don’t Mess With the Zohan[/spoiler]

Also Check : মকর সংক্রান্তি – পোঙ্গল –  লোহরি –  কুইজ

৬. বাপ্পী লাহিড়ী প্রথম কোন বাংলা চলচ্চিত্রে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন ?

[spoiler title=”উত্তর”]দাদু ।[/spoiler]

৭. Justice for Widows নামক স্বেচ্ছাসেবী সংস্থায় বাপ্পী লাহিড়ীর অবদানের জন্য তাঁকে কোন সম্মান দেওয়া হয়েছিল ?

[spoiler title=”উত্তর”]House of Lords .[/spoiler]

Also Check : ভগিনী নিবেদিতা কুইজ প্রশ্নোত্তর । Quiz on Bhagini Nivedita

৮. বাপ্পী লাহিড়ীর বিখ্যাত গান “ডিস্কো ড্যান্সার” কত সালে মুক্তি পায় ?

[spoiler title=”উত্তর”]১৯৮২ সালে।[/spoiler]

৯. ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বাপ্পী লাহিড়ী কোন দলের প্রার্থী ছিলেন ?

[spoiler title=”উত্তর”]ভারতীয় জনতা পার্টি ।[/spoiler]

১০. বাপ্পী লাহিড়ী পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম কী ?

[spoiler title=”উত্তর”]Ek Adhura Sangeet .[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button