মকর সংক্রান্তি – পোঙ্গল – লোহরি – কুইজ
দেওয়া রইলো মকর সংক্রান্তি – পোঙ্গল – লোহরি সম্পর্কিত কিছু কুইজের প্রশ্ন ও উত্তর । তবে কুইজে যাবার আগে দেখে নেওয়া যাক কেন এই দিনটি পালন করা হয়।
কেন মকর সংক্রান্তি পালন করা হয় ?
- এই দিনে শেষ হয় সূর্যের দক্ষিণায়ন এবং শুরু হয় সূর্যের উত্তরায়ণ। অর্থাৎ বলতে গেলে শীতের শেষের সূচনা হয় এই দিনে । তবে হিন্দু মতে এই দিনটির আরও অনেক গুরুত্ব রয়েছে।
- এই দিন পিতামহ ভীষ্ম ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন।
- পুরাণমতে এই দিনে সূর্যদেব এক মাসের জন্য শনিদেবের গৃহে ঘুরতে যান।
- আবার মনে করা হয় এই দিনেই দেবী সংক্রান্তি শঙ্করাসুর নামক এক অসুরকে হত্যা করেন।
- অন্য মতে এই দিনে সুর ও অসুর অর্থায় দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়েছিল । যুদ্ধশেষে মৃত অসুরদের মাথা মন্দিরা পর্বতের নিচে পুঁতে দেওয়া হয়।
১. পোঙ্গল হল তামিল জাতিগোষ্ঠীর মানুষদের একটি অন্যতম উৎসব । তামিল সূর্য বর্ষপঞ্জির দশম মাসের প্রথম দিন থেকে ৩/৪ দিনব্যাপী পঙ্গাল উৎসব পালন শুরু হয় । তামিল বর্ষপঞ্জি অনুসারে কোন মাসে পোঙ্গল উৎসব পালন করা হয় ?
২. কোথাও কোথাও পোঙ্গল ৪ দিন ব্যাপী পালন করা হলেও, এটি তিনদিনের উৎসব, যার দুটি হল ভোগী পোঙ্গল, সূর্য পোঙ্গল অপরটি কী?
৩. মকর সংক্রান্তি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পরিচিত । যেমন গুজরাতে উত্তরায়ণ, আসামে মাঘী বিহু, পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি, তেমনি এই উৎসব ত্রিপুরা রাজ্যে কী নামে পালন করা হয় ?
৪. পোঙ্গল উৎসবের একটি বিশেষ অংশ হল চালের আটা দিয়ে আঁকা শিল্প । এটি কী নামে পরিচিত ?
৫. ভারতে লোহরি (Lohri) মূলত পাঞ্জাবে পালন করা হলেও, জম্মু কাশ্মীরে ও এই উৎসবের আলাদা ঐতিহ্য রয়েছে । জম্মুতে শিশুরা ময়ূরের প্রতিরূপ তৈরি করে এবং বাড়ি বাড়ি গিয়ে লোহরি পালন করে। তাদের তৈরি মৌয়ুরে এই প্রতিরূপ কী নামে পরিচিত ?
৬. চন্দ্র বর্ষপঞ্জি ( Lunar Calander) অনুসারে কোন মাসে মকর সংক্রান্তি পালন করা হয় ?
৭. লোহরি (Lohri) উৎসবের অন্যতম অংশ হল ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গাওয়া। পাঞ্জাবে লহরী এর সময় গাওয়া এই লোকসঙ্গীত গুলি মূলত কার ওপর কেন্দ্র করে গাওয়া হয় ?
দেখে নাও : বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎসব তালিকা – PDF
৮. তামিল সাহিত্যে পোঙ্গল কথার আক্ষরিক অর্থ কী ?
৯. ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি Pedda Panduga নামে পরিচিত ?
১০. সংক্রান্তি কথার আক্ষরিক অর্থ কী ?
দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা (PDF সহ)
মকর সংক্রান্তির বিভিন্ন রূপ
দেখে নেওয়া যাক ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি কি নাম পালন করা হয় ।
আসাম | ভোগালী বিহু |
পশ্চিমবঙ্গ | পৌষ সংক্রান্তি |
তামিলনাড়ু | পোঙ্গল |
গুজরাট | উত্তরায়ণ |
দিল্লি, হরিয়ানা | মকর সংক্রান্তি |
অন্ধ্রপ্রদেশ | পেড্ডা পাণ্ডুয়া |
কেরালা | মাকারাভিলাক্কু |
কর্ণাটক | মাকারা শঙ্করামানা |
উত্তর ভারত | লোহরি |
ওড়িশা | মাকারা চাউলা |
মহারাষ্ট্র ও হরিয়ানা | মাঘি সংক্রান্ত |
কাশ্মীর | শিশু সায়েঙ্করাত |
উত্তর প্রদেশ ও বিহার | খিচড়ি পর্ব |
To check our latest Posts - Click Here