Bengali MythologyQuiz

মকর সংক্রান্তি – পোঙ্গল – লোহরি – কুইজ

Makar Sankranti - Pongal - Lohri

মকর সংক্রান্তি – পোঙ্গল – লোহরি – কুইজ

দেওয়া রইলো মকর সংক্রান্তিপোঙ্গললোহরি সম্পর্কিত কিছু কুইজের প্রশ্ন ও উত্তর । তবে কুইজে যাবার আগে দেখে নেওয়া যাক কেন এই দিনটি পালন করা হয়।

কেন মকর সংক্রান্তি পালন করা হয় ?

  • এই দিনে শেষ হয় সূর্যের দক্ষিণায়ন এবং শুরু হয় সূর্যের উত্তরায়ণ। অর্থাৎ বলতে গেলে শীতের শেষের সূচনা হয় এই দিনে । তবে হিন্দু মতে এই দিনটির আরও অনেক গুরুত্ব রয়েছে।
  • এই দিন পিতামহ ভীষ্ম ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন।
  • পুরাণমতে এই দিনে সূর্যদেব এক মাসের জন্য শনিদেবের গৃহে ঘুরতে যান।
  • আবার মনে করা হয় এই দিনেই দেবী সংক্রান্তি শঙ্করাসুর নামক এক অসুরকে হত্যা করেন।
  • অন্য মতে এই দিনে সুর ও অসুর অর্থায় দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়েছিল । যুদ্ধশেষে মৃত অসুরদের মাথা মন্দিরা পর্বতের নিচে পুঁতে দেওয়া হয়।

১. পোঙ্গল হল তামিল জাতিগোষ্ঠীর মানুষদের একটি অন্যতম উৎসব । তামিল সূর্য বর্ষপঞ্জির দশম মাসের প্রথম দিন থেকে ৩/৪ দিনব্যাপী পঙ্গাল উৎসব পালন শুরু হয় । তামিল বর্ষপঞ্জি অনুসারে কোন মাসে পোঙ্গল উৎসব পালন করা হয় ?

উত্তর
Tai ( Thai  )

২. কোথাও কোথাও পোঙ্গল ৪ দিন ব্যাপী পালন করা হলেও, এটি তিনদিনের উৎসব, যার দুটি হল ভোগী পোঙ্গল, সূর্য পোঙ্গল অপরটি কী?

উত্তর
মাত্তু পোঙ্গল

৩. মকর সংক্রান্তি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পরিচিত । যেমন গুজরাতে উত্তরায়ণ, আসামে মাঘী বিহু, পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি, তেমনি এই উৎসব ত্রিপুরা রাজ্যে কী নামে পালন করা হয় ?

উত্তর
Hanagrai

৪. পোঙ্গল উৎসবের একটি বিশেষ অংশ হল চালের আটা দিয়ে আঁকা শিল্প । এটি কী নামে পরিচিত ?

উত্তর
কোলাম ( Kolam)

৫. ভারতে লোহরি (Lohri) মূলত পাঞ্জাবে পালন করা হলেও, জম্মু কাশ্মীরে ও এই উৎসবের আলাদা ঐতিহ্য রয়েছে । জম্মুতে শিশুরা ময়ূরের প্রতিরূপ তৈরি করে এবং বাড়ি বাড়ি গিয়ে লোহরি পালন করে। তাদের তৈরি মৌয়ুরে এই প্রতিরূপ কী নামে পরিচিত ?

উত্তর
Chajja

৬. চন্দ্র বর্ষপঞ্জি ( Lunar Calander) অনুসারে কোন মাসে মকর সংক্রান্তি পালন করা হয় ?

উত্তর
পৌষ

৭. লোহরি (Lohri) উৎসবের অন্যতম অংশ হল ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গাওয়া। পাঞ্জাবে লহরী এর সময় গাওয়া এই লোকসঙ্গীত গুলি মূলত কার ওপর কেন্দ্র করে গাওয়া হয় ?

উত্তর
Dulla Bhatti Jat

দেখে নাওবিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎসব তালিকা – PDF

৮. তামিল সাহিত্যে পোঙ্গল কথার আক্ষরিক অর্থ কী ?

উত্তর
সেদ্ধ করা ( To Boil)

৯. ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি Pedda Panduga নামে পরিচিত ?

উত্তর
অন্ধ্রপ্রদেশ

১০. সংক্রান্তি কথার আক্ষরিক অর্থ কী ?

উত্তর
সূর্যের রাশি অতিক্রমন ( Transmission of Sun from one Zodiac to another)

দেখে নাওভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা (PDF সহ)

মকর সংক্রান্তির বিভিন্ন রূপ

দেখে নেওয়া যাক ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি কি নাম পালন করা হয় ।

আসামভোগালী বিহু
পশ্চিমবঙ্গপৌষ সংক্রান্তি
তামিলনাড়ুপোঙ্গল
গুজরাটউত্তরায়ণ
দিল্লি, হরিয়ানামকর সংক্রান্তি
অন্ধ্রপ্রদেশ পেড্ডা পাণ্ডুয়া
কেরালা মাকারাভিলাক্কু
কর্ণাটক মাকারা শঙ্করামানা
উত্তর ভারত লোহরি
ওড়িশা মাকারা চাউলা
মহারাষ্ট্র ও হরিয়ানামাঘি সংক্রান্ত
কাশ্মীর শিশু সায়েঙ্করাত
উত্তর প্রদেশ ও বিহার খিচড়ি পর্ব

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button