QuizQuiz

মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi

Quiz Questions and Answers on Gandhiji

মহাত্মা গান্ধী কুইজ

আজ ২ রা অক্টোবর – গান্ধী জয়ন্তী | ১৮৬৯ সালে পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে আজকের দিনে গান্ধীজি জন্মগ্রহণ করেন | আজকের এই স্বরণীয় দিনে বাংলা কুইজের পক্ষ থেকে গান্ধীজি সম্পর্কিত কিছু জানা অজানা প্রশ্ন-উত্তর পোস্ট করা হল | আশা করি  আপনাদের এই মহাত্মা গান্ধী কুইজ ভালো লাগবে |

১. সাল ১৮৬৯ – জন্ম।
সাল ১৮৮৩ – কস্তুরবা গান্ধী কে বিবাহ
সাল ১৮৯৩ – দক্ষিণ আফ্রিকায় গমন।
১৯০৬ – ?

উত্তর :
জোহানেসবার্গে প্রথম সত্যাগ্রহ ।

২. ভারতে ব্যাবহৃত নোটে দেখা যায় গান্ধীজির ছবি।
কোন বছর থেকে ভারতের নোটে গান্ধীজির ছবির ব্যাবহারের প্রচলন (গান্ধী সিরিজ) শুরু হয়?

উত্তর :
১৯৯৬

৩. ১৮৯৩ সালে মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকায় যান।কোন কোম্পানির আইনজীবী হিসাবে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন? 

উত্তর :
দাদা আব্দুল্লা এন্ড সন্স।

৪. গান্ধীজিকে উৎসর্গ করে ভারতে দুটি মন্দির রয়েছে, একটি নিদাঘট্টা গ্রাম,চিকমাগালুর, কর্নাটকে ; অপরটি কোথায়?

উত্তর :
সম্বলপুর, ওড়িশা।

আরো দেখে নাও : [ গান্ধী কুইজ ]

৫. মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে কত সালে জাতি সংঘ তাঁকে উৎসর্গ করে পোস্টকার্ড প্রকাশ করে?

উত্তর :
২০০৯

৬.  গান্ধীজির আত্মজীবনী মূলক গ্রন্থের ইংরেজী নাম : “My Experience with Truth” , বইটির আসল নাম কী?

উত্তর :
Satya Na Prayogo

৭. ভারতে গুজরাটের রাজধানী গন্ধীনগরের নামকরণ করা হয়েছে গান্ধীজির নামে। ভারত ছাড়া আর কোন দেশের কোন রাজ্যে গান্ধীজির নামে একটি জেলা রয়েছে?

উত্তর :
হাউষ্টন,টেক্সাস, আমেরিকা যুক্তরাষ্ট্র।

৮. গান্ধীজির আত্মজীবনী মূলক গ্রন্থ “My Experience with Truth”, যেটিতে তাঁর বাল্যকাল থেকে ১৯২১ সাল পর্যন্ত জীবনের কথা বর্ণিত আছে,এটি কোন সাপ্তাহিক পত্রিকায় লেখা হত?

উত্তর :
নবজীবন(Navjivan)

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল ]

৯. মহাত্মা গান্ধী প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের অধিবেশনে অংশগ্রহণ করেন ১৯০১ সালের কলকাতা অধিবেশনে। সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তর :
দিনশ এদুলজি ওয়াচা

১০. গান্ধীজির জীবন,মতাদর্শ এবং কার্যকলাপকে সম্মান জানাতে তাঁর ১২৫ তম জন্মদিবস উপলক্ষ্যে ১৯৯৫ সাল থেকে, ভারত সরকার বাৎসরিক “গান্ধী পিস প্রাইজ” প্রদান করা চালু করে। প্রথম কে এই পুরষ্কার অর্জন করেছিলেন?

উত্তর :
জুলিয়াস নেরিরি

১১. ১৮৯৩ সালে ট্রেনে করে ডারবান থেকে প্রিটোরিয়া যাত্রা কালে গান্ধীজি টিকিট পরীক্ষক দ্বারা নিগৃহীত হন এবং তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। কোন স্টেশনে ঘটনাটি ঘটেছিল?

উত্তর :
পিটারমারাইটজবার্গ

১২. নোবেল শান্তি পুরষ্কারের জন্য বহুবার মনোনীত হয়েও সেটি অর্জন করতে পারেননি মহাত্মা গান্ধী।
তিনি মোট কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?

উত্তর :
৫(১৯৩৭,১৯৩৮,১৯৩৯,১৯৪৭,১৯৪৮)

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল ]

১৩. দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন একই নামে তিনিটি  ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি। সেই ফুটবল ক্লাবটির নাম কী?

উত্তর :
Passive Resisters Soccer Club

১৪. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী। কোন যুদ্ধে অংশগ্রহণের জন্য তাঁকে কাইজার-ই-হিন্দ উপাধি প্রদান করা হয়েছিল ?

উত্তর :
দ্বিতীয় বোয়ার যুদ্ধ (১৮৯৯-১৯০১) [Second Boer War]

১৫. গান্ধীজির অনিচ্ছার সত্ত্বেও ১৯৩৯ সালে ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে নেতাজি সুভাষ চন্দ্র বসু অংশগ্রহণ করেন এবং তিনি গান্ধীজি মনোনীত প্রার্থীকে ২০৩ টি ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন।
গান্ধীজি মনোনীত সেই প্রার্থী কে ছিলেন?

উত্তর :
পট্টভি সীতারামাইয়া

১৬.  গান্ধীজি তাঁর আত্মজীবনী মূলক গ্রন্থ “The Story of My Experience With Truth” গুজরাতি ভাষাই লিখেছিলেন। এটিকে কে ইংরেজীতে অনুবাদ করেন?

উত্তর :
মহাদেব দেশাই

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৩১ –  বিশ্বকবি স্পেশাল ]

১৭. একমাত্র কোন কংগ্রেস অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন?

উত্তর :
বেলাগাঁও (১৯২৪)

১৮. দুজন মহিলা মহাত্মা গান্ধীর ব্রিটিশ কন্যা হিসেবে পরিচিত ছিলেন। একজন হলেন মীরা বেন অপর জন কে?

উত্তর :
সরলা বেন

১৯.  গান্ধীজির জীবনের উপর ভিত্তি করে ১৯৮২ সালে মুক্তি পায় “গান্ধী” নামের এক চলচ্চিত্র।
এই সিনেমায় গান্ধীজির ভূমিকায় কে অভিনয় করেছিলেন?

উত্তর :
স্যার বেন কিংসলে

২০.  ব্রিটিশ সরকারের সাইমন কমিশন ভারতের সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৯৩০ সাল থেকে ১৯৩২ সালের মধ্যে তিনবার গোল টেবিল বৈঠক করে,এর মধ্যে গান্ধীজি মোট কতগুলি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন?

উত্তর :

আরো দেখে নাও : [ ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button