General Knowledge Notes in BengaliQuizQuiz

ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে

25 Facts about India that will make you feel proud!

ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে

প্রিয় পাঠকেরা, আজ ১৫ই আগস্ট – ভারতের স্বাধীনতা দিবস, সকল ভারতবাসীর কাছে এক গর্বের মুহূর্ত। আজ দেওয়া রইলো একটু অন্য ধরণের একটি পোস্ট। আমরা দেখে নিয় ভারত সম্পর্কিত ২৫টি তথ্য যা  ভারতকে  বিশ্বের অন্য দেশগুলি থেকে একটু আলাদা করে তুলেছে।

incredible India১. ভারতবর্ষ আয়তন অনুসারে পৃথিবীর সপ্তম বৃহত্তম ও জনসংখ্যা অনুসারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা।

২. ভারতে প্রায় ৪৫৪ টি ভাষাভাষি, ৯ এর অধিক ধর্ম, প্রায় ৬৪৫ টি উপজাতির মানুষ বসবাস করেন।
এই বৈচিত্র্যের মধ্যেও এক একতা লক্ষ্য করা যায়।
ভারতে ২২ টি ভাষাকে আধিকারিক মর্যাদা দেওয়া হয়েছে (পৃথিবীর মধ্যে সর্বাধিক!)| ভারতের সংস্কৃত ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষার একটি।

৩. ভারতের ডাক ব্যাবস্থা পৃথিবীর বৃহত্তম ডাক ব্যাবস্থা। ভারতে মোট ১৫৫,৫৩১ টি পোস্ট অফিস রয়েছে।Hikkim Post Office
হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকাই অবস্থিত হিক্কিম পোস্ট অফিস (সমুদ্র পৃষ্ঠ থেকে ৪৪০০ মিটার উচ্চতায়) পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসের একটি। পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস ভারতের শ্রীনগরের ডাল লেকে অবস্থিত।

৪. ভারতীয় রেলওয়ে হল এশিয়ার দ্বিতীয় ও পৃথবীর চতুর্থ দীর্ঘতম রেল নেটওয়ার্ক। প্রায় ১৬ লক্ষ লোক ভারতীয় রেলে কর্মরত,যা প্রতিদিন প্রায় ২৫০ লক্ষ যাত্রীর যাতায়াতের মাধ্যম। ১৩৬৬ মিটার লম্বা,গোরখপুর রেলস্টেশনের প্লাটফর্মে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম

৫. ভারতীয় সড়ক ব্যবস্থা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম (৫,৮৯৭,৬৭১ কিলোমিটার)। ভারতে প্রায় ২২৫+ হাইওয়ে রয়েছে।

Indian Army৬. সৈন্য সংখ্যার নিরীখে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর মধ্যে বৃহত্তম (১৪,০০,০০০+ সক্রিয় সৈন্য)
পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেন ভারতীয় সেনার অধীনে।

৭. অ্যালফাবেট, গুগল,মাইক্রোসফট,মাস্টারকার্ড, অ্যাডোব সহ বিভিন্ন মুখ্য কোম্পানির কর্ণধার ভারতীয় বংশোদ্ভূত
ভারতে মুকেশ আম্বানি বর্তমানে পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি ( আগস্ট ৯, ২০২০ ) ।

৮. চিকিৎসা শাস্ত্রের প্রাথমিক শাখা আয়ুর্বেদের জন্ম ভারতে। যোগ (Yoga) ও মার্শাল আর্টের প্রচলনও প্রথম ভারতেই শুরু হয়। এছাড়াও বহু আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা ভারতের প্রাচীন গ্রন্থগুলিতে পাওয়া যায়।

[ আরো দেখে নাওভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য 

৯. স্বামী বিবেকানন্দ,ডক্টর বি আর আম্বেদকর, জোতিবা ফুলে, রাজা রাম মোহন রায় এর মত বিখ্যাত সমাজ সংস্কারক;
নেতাজি সুভাষচন্দ্র বসু,মহাত্মা গান্ধী, ভগৎ সিং সহ জগৎ বিখ্যাত সহস্র স্বাধীনতা সংগ্রামী বিশ্বের ইতিহাসে ভারতের মুখ উজ্জ্বল করেছেন।
বিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম, প্রেমচান্দ,আর কে নারায়ন ভারতীয়।
প্রাচীন যুগের পানিনি,চড়ক,কালীদাস, তুলসিদাস,কৌটিল্য,সুশ্রুত দের লেখা ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে।
রামায়ন,মহাভারত হল ভারতের দুই অন্যতম মহাকাব্য।কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা এশিয়ার সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী।

 

১০. বিজ্ঞান ও আবিষ্কারের ক্ষেত্রে ভারতের অবদান অনস্বীকার্য।
সত্যেন্দ্র নাথ বোস (বোস- আইনস্টাইন স্ট্যাটিসটিক্স),ডক্টর এপিজে আবদুল কালাম(স্পেস রিসার্চ), জগদীশ চন্দ্র বসু (উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেন,রেডিও  আবিষ্কার করেন) প্রফুল্লচন্দ্র রায় (mercurous nitrate), সিভি রমন (রমন ইফেক্ট), সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর (নক্ষত্র সক্রান্ত গবেষণা) প্রভৃতি তাদের বিজ্ঞান সাধনার মাধ্যমে ভারতের বিজ্ঞানচর্চা কে এক অন্য স্তরে নিয়ে গিয়েছেন।
এছাড়াও বোতাম,পেনের কালি,শ্যাম্পু ইত্যাদির আবিষ্কারও ভারতেই হয়েছে।

১১. ভারতের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা জগৎ বিখ্যাত।
পৃথিবীর উচ্চতম স্ট্যাচু- স্ট্যাচু অফ ইউনিটি (১৮২ মিটার) ভারতের গুজরাটে অবস্থিত।Status of Unity
অগ্রার তাজমহল পৃথিবীর সপ্তশ্চর্যের একটি।
ভারতে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা ৩৮ টি।

১২. পৃথিবীতে কেবলমাত্র ভারত-ই প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহে তাদের যান (মঙ্গলযান) পাঠাতে সক্ষম হয়েছে (সবথেকে কম খরচে)। মঙ্গল গ্রহ অভিযানের ক্ষেত্রে ভারতের সাফল্যের হার ১০০% ।

১৩. চাঁদে জলের অস্তিত্বের কথা প্রথম প্রকাশ করে ভারতবর্ষ। ২০০৯ সালে ভারতের প্রথম চন্দ্র অভিযান চন্দ্রযান-১ এর মাধ্যমে চাঁদে জলের খোজ পাওয়া যায়।

১৪. গণিতশাস্ত্রে শূন্য,দশমিক পদ্ধতি ইত্যাদির আবিষ্কার হয় প্রাচীন ভারতে। ক্যালকুলাসের উৎপত্তি ও ভারতে হয়েছে বলে মনে করা হয়। মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবী,অসামান্য প্রতিভাবান গণিতবিদ শ্রীনিবাস রামানুজন ছিলেন ভারতীয়।

১৫. পৃথিবীর মধ্যে সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভারতে।
ছাত্র ছাত্রী সংখ্যার নিরীখে লখনউ এর সিটি মন্টেসরী বিদ্যালয় (৫৫৫৪৭ জন শিক্ষার্থী) পৃথিবীর বৃহত্তর বিদ্যালয়।

[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩৮ – যোগ দিবস –  জানা অজানা কিছু তথ্য 

১৬. ভারতে প্রতি বছর প্রায় শতাধিক সাহিত্য সম্মেলন আয়োজিত হয়। জয়পুরের সাহিত্য সম্মেলন পৃথিবীর মধ্যে বৃহত্তম,
এটিকে Greatest Literary Show on Earth, হিসেবে গণ্য করা হয়।

Beauty of India
Beauty of India

১৭. ভারত খাদ্যশস্যের মধ্যে বাজরা উৎপাদনে প্রথম এবং ধান,গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
আদা,লাউ,ঢেঁড়শ উৎপাদনে প্রথম এবং আলু,পেঁয়াজ,টমেটো,ফুলকপি,কুমড়ো,সবুজ মটর, বাঁধাকপি উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
ডাল, ছোলা, বিভিন্ন মশলা উৎপাদনের ক্ষেত্রেও ভারতের স্থান এক নম্বরে।
ফলের মধ্যে আম,কলা,পেয়ারা,লেবু উৎপাদনে ভারত বিশ্বে প্রথম এবং পেঁপে উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
দুধ ও চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান যথাক্রমে প্রথম ও দ্বিতীয়।

১৮. পৃথিবীর উচ্চতম ক্রিকেট স্টেডিয়াম ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত চাইল্(Chail) ক্রিকেট স্টেডিয়াম(৭৩৪০ ফুট) ।
পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হল ভারতের আহমেদাবাদের সরদার প্যাটেল আন্তর্জাতিক স্টেডিয়াম (ধারণক্ষমতা ১,১০,০০০)

১৯. ব্যাডমিন্টন,পোলো,দাবা,লুডো,খো খো,কবাডি ইত্যাদি খেলার উৎপত্তি ভারতে।

[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৬ –  ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন 

২০. ভারতের একমাত্র দেশ যেটি ৬০(৬০-৬০), ৫০(৫০-৫০) ও ২০(২০-২০) ওভারের বিশ্বকাপ জিতেছে।
১৯৮৩ বিশ্বকাপ (৬০-৬০)
২০০৭ বিশ্বকাপ (টি -২০)
২০১১ বিশ্বকাপ (৫০-৫০)India Cricket

২১. ভারতীয় পুরুষ কবাডি দল স্ট্যান্ডার্ড স্টাইল কবাডির সবকটি বিশ্বকাপে ও সাইক্লিক স্টাইল কবাড়ির ক্ষেত্রে ৭ টির মধ্যে ৬ টি বিশ্বকাপে চ্যাম্পিয়েন হয়েছে। ভারতীয় মহিলা কবাডি দল সাইক্লিক স্টাইল কবাডির সবকটি বিশ্বকাপে চ্যাম্পিয়েন হয়েছে।

২২. অলিম্পিকে হকিতে সর্বাধিক পদক জয় করার রেকর্ড রয়েছে ভারতীয় দলের নামে। (মোট ১১ টি পদক – ৮ টি স্বর্ণ,১ টি রৌপ্য, ২ টি ব্রোঞ্জ) । ভারতের ধ্যান চাঁদ হকির জাদুকর নামে পরিচিত।

২৩. পুরুষদের একদিবসীয় ক্রিকেটে  প্রথম চারটি ডাবল সেঞ্চুরির ভারতীয় ই করেছেন।(শচিন টেন্ডুলকার, বিরেন্দ্র সেহওয়াগ,রোহিত শর্মা- ২ বার)।
টেস্ট ও একদিবসীয় ক্রিকেটে সর্বকালের সর্বাধিক রানের অধিকারী একজন ভারতীয় – শচিন টেন্ডুলকার।

২৪. ভারত পৃথিবীর একমাত্র দেশ যেখানে বন্য বাঘ, সিংহ, এক শিং গন্ডার দেখতে পাওয়া যায়।

২৫. ভারত পৃথিবীর একমাত্র দেশ যার নামে কোনো মহাসাগর রয়েছে (ভারত মহাসাগর)|

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

  1. Extremely resourceful informations of our glorious n great country India!
    Jai Hind!
    VandeMataram!

Back to top button