QuizQuiz

যোগ দিবস – জানা অজানা কিছু তথ্য

Yoga Day Quiz

যোগ দিবস – জানা অজানা কিছু তথ্য

যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর yoga logoউদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। আজ যোগ দিবসে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যোগ দিবস সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য নিয়ে।

১. কোন দিন আন্তর্জাতিক যোগ (Yoga) দিবস পালন করা হয়?

উত্তর :
২১ শে জুন।

২. কোন বছর থেকে ২১ শে জুন জাতীয় যোগ দিবস পালন শুরু হয়?

উত্তর :
২০১৫

৩. ২০২০ সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী ছিল ?

উত্তর :
India:’Yoga at Home and Yoga with Family’

International : ‘Yoga for Health – Yoga at Home’ 


৪. ২১শে জুন যোগ দিবস পালন করার প্রস্তাব কবে কোথায় পাস হয়?

উত্তর :
২০১৪ সালের ১১ ডিসেম্বর,রাষ্ট্রসংঘ – এর সাধারণ পরিষদে।

[ আরো দেখে নাওবাংলা কুইজ -সেট -১৩৪ –  রামকৃষ্ণদেব স্পেশাল

৫. কোন বেদে যোগ (Yoga) এর বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ আছে?

উত্তর :
ঋগ্ বেদ।

৬. ভারতে যোগ দিবস পালন হয় কোন মন্ত্রকের অধীনে?

উত্তর :
আয়ুষ মন্ত্রক (Ministry of AYUSH)

[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল ] 

৭. যোগ শব্দটি এসেছে একটি সংস্কৃত শব্দ থেকে,এর আক্ষরিক অর্থ কী?

উত্তর :
“নিয়ন্ত্রণ করা”, “যুক্ত করা” বা “ঐক্যবদ্ধ করা”

৮. সূর্য নমস্কার বা প্রণাম, হল একপ্রকার যোগ, এতে কতগুলি ভিন্ন প্রকারের আসন আছে?

উত্তর :
১২


৯. ২০২১ সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী?

উত্তর :
“Yoga for well-being”

[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ] 

১০. ২০২১ সালের যোগ দিবস কততম যোগ দিবস?

উত্তর :

১১. ২১ শে জুন যোগ দিবস ছাড়া আর কোন দিবস পালন করা হয়?

উত্তর :
বিশ্ব সঙ্গীত দিবস.

[ আরো দেখে নাও : Googly Quiz –  Set 1 ] 

১২. কাকে ভারতে যোগ এর জনক হিসাবে গণ্য করা হয়?

উত্তর :
পতঞ্জলি।

১৩.পশ্চিমি দুনিয়ায় প্রথম কোন ভারতীয় যোগ নিয়ে চর্চা করে ছিলেন?

উত্তর :
স্বামী বিবেকানন্দ

১৪. প্রথমবার যোগ দিবস পালন করা হয় ২০১৫ সালে,সেই বছর যোগ দিবসে থিম কী ছিল?

উত্তর :
Yoga for Harmony and Peace

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button