
যোগ দিবস – জানা অজানা কিছু তথ্য
যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। আজ যোগ দিবসে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যোগ দিবস সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য নিয়ে।
১. কোন দিন আন্তর্জাতিক যোগ (Yoga) দিবস পালন করা হয়?
২. কোন বছর থেকে ২১ শে জুন জাতীয় যোগ দিবস পালন শুরু হয়?
৩. ২০২০ সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী ছিল ?
International : ‘Yoga for Health – Yoga at Home’
৪. ২১শে জুন যোগ দিবস পালন করার প্রস্তাব কবে কোথায় পাস হয়?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট -১৩৪ – রামকৃষ্ণদেব স্পেশাল ]
৫. কোন বেদে যোগ (Yoga) এর বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ আছে?
৬. ভারতে যোগ দিবস পালন হয় কোন মন্ত্রকের অধীনে?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল ]
৭. যোগ শব্দটি এসেছে একটি সংস্কৃত শব্দ থেকে,এর আক্ষরিক অর্থ কী?
৮. সূর্য নমস্কার বা প্রণাম, হল একপ্রকার যোগ, এতে কতগুলি ভিন্ন প্রকারের আসন আছে?
৯. ২০২১ সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]
১০. ২০২১ সালের যোগ দিবস কততম যোগ দিবস?
১১. ২১ শে জুন যোগ দিবস ছাড়া আর কোন দিবস পালন করা হয়?
[ আরো দেখে নাও : Googly Quiz – Set 1 ]
১২. কাকে ভারতে যোগ এর জনক হিসাবে গণ্য করা হয়?
১৩.পশ্চিমি দুনিয়ায় প্রথম কোন ভারতীয় যোগ নিয়ে চর্চা করে ছিলেন?
১৪. প্রথমবার যোগ দিবস পালন করা হয় ২০১৫ সালে,সেই বছর যোগ দিবসে থিম কী ছিল?
To check our latest Posts - Click Here