QuizQuiz

রামকৃষ্ণদেব কুইজ

Sri Ramkrishna Paramhansa Quiz

বাংলা কুইজ -সেট -১৩৪ – রামকৃষ্ণদেব কুইজ

বন্ধুরা আজ চলে এসেছি এক স্পেশাল কুইজ পর্বে । রামকৃষ্ণদেব সম্পর্কিত জানা-অজানা তথ্য নিয়ে আজকের এই স্পেশাল রামকৃষ্ণদেব কুইজ।দেখে নাও রামকৃষ্ণদেব কুইজ

১. রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কি ?

উত্তর :
গদাধর চট্টোপাধ্যায়

২. রামকৃষ্ণদেব কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

উত্তর :
১৮ই ফেব্রুয়ারি, ১৮৩৬ – হুগলির কামারপুকুর

৩. রামকৃষ্ণদেবের পিতা-মাতার নাম কি ?

উত্তর :
পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা – চন্দ্রমণি দেবী

৪. রামকৃষ্ণদেব তার পিতার কততম সন্তান ছিলেন ?

উত্তর :
চতুর্থ ও শেষ সন্তান

৫. রামকৃষ্ণদেব তার পিতার কততম সন্তান ছিলেন ?

উত্তর :
চতুর্থ ও শেষ সন্তান

[ আরো দেখোবাংলা কুইজ – সেট ১৩১ –  বিশ্বকবি স্পেশাল কুইজ ] 

৬. রামকৃষ্ণদেবের জন্মের অব্যবহিত পূর্বে কোথায় তীর্থভ্রমণে গিয়ে রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়  গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন ?

উত্তর :
গয়া ( এই কারণেই ছেলের নাম রাখেন গদাধর )

৭. রামকৃষ্ণদেবের পিতা কোন বছর প্রয়াত হন ?

উত্তর :
১৮৪৩ খ্রিস্টাব্দ

৮. রামকৃষ্ণদেব কলকাতায় আসেন কত খ্রিস্টাব্দে ?

উত্তর :
১৮৫২

৯. রামকৃষ্ণদেবের গুরু কে ছিলেন ?

উত্তর :
তোতাপুরী

১০. গদাধর চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণ নাম দেন কে ?

উত্তর :
রাণী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস ( অন্য মতে, এই নামটি তার অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া )

১১. কত বছর বয়সে রামকৃষ্ণদেবের বিবাহ হয় ?

উত্তর :
২৩ বছর বয়সে

[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল কুইজ  ] 

১২. রামকৃষ্ণদেবের পত্নী সারদাদেবীর পিতার বাড়ি কোথায় ছিল ?

উত্তর :
জয়রামবাটিতে

১৩. রামকৃষ্ণদেবের যখন সারদাদেবীর সাথে বিবাহ হয়, তখন সারদাদেবীর বয়স কত ছিল ?

উত্তর :
৬ বছর

১৪. কার পথনির্দেশনায় শ্রীরামকৃষ্ণ তন্ত্রমতে সাধনা শুরু করেন তাঁর  শারীরিক ও মানসিক পীড়ার উপশম করার জন্য ?

উত্তর :
ভৈরবী ব্রাহ্মণী ( প্রকৃত নাম ছিল যোগেশ্বরী )

১৫. গুরুর নাম গ্রহণ করা শাস্ত্রমতে বারণ হওয়াতে রামকৃষ্ণ তাঁর গুরু তোতাপুরীকে কি বলে উল্লেখ করতেন ?

উত্তর :
‘ল্যাংটা’ বা ‘ন্যাংটা’

১৬. কার কাছ থেকে বাইবেল পাঠ শুনে রামকৃষ্ণ  খ্রিস্টীয় মতে সাধনা শুরু করেন?

উত্তর :
শম্ভুচরণ মল্লিক (১৮৭৩ সালে )

১৭. শ্রীরামকৃষ্ণের প্রথম অনুগামী কে ছিলেন ?

উত্তর :
সারদাদেবী

[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১০৮ –  সত্যজিৎ রায় স্পেশাল কুইজ  ] 

১৮. নববিধানের পত্রপত্রিকায় কে বেশ কয়েকবছর শ্রীরামকৃষ্ণের উপদেশাবলি প্রচার করেছিলেন?

উত্তর :
কেশবচন্দ্র সেন

১৯. কে প্রথম ইংরেজিতে শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা করেন?

উত্তর :
প্রতাপচন্দ্র মজুমদার

২০. প্রতাপচন্দ্র মজুমদার শ্রীরামকৃষ্ণের ইংরেজিতে  যে জীবনী রচনা করেন সেটি ১৯৭৯ সালে থেইস্টিক কোয়ার্টারলি রিভিউ পত্রিকায় কি নামে প্রকাশিত হয়েছিল ?

উত্তর :
“দ্য হিন্দু সেইন্ট” নামে

২১. স্কটিশ চার্চ কলেজের কোন অধ্যক্ষ  শ্রেণীকক্ষে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত দ্য এক্সকারসন কবিতাটিতে ব্যবহৃত “ট্র্যান্স” শব্দটি বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, শব্দটির প্রকৃত অর্থ অনুধাবন করতে হলে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট যাওয়া আবশ্যক?

উত্তর :
ডক্টর ডব্লিউ ডব্লিউ হেস্টি

২২. হেস্টির মুখে রামকৃষ্ণদেব সম্পর্কে শুনে উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকজন তরুণ দক্ষিণেশ্বরে যান। এদের মধ্যে অন্যতম কে ছিলেন ?

উত্তর :
নরেন্দ্রনাথ দত্ত ( স্বামী বিবেকানন্দ )

[ আরো দেখোবাংলা কুইজ – সেট ১২১ –  শচীন টেন্ডুলকার স্পেশালকুইজ  ] 

২৩. কার বাড়িতে নরেন্দ্রনাথ প্রথম রামকৃষ্ণের দর্শনলাভ করেছিলেন ?

উত্তর :
সুরেন্দ্রনাথ দত্তের

২৪. রামকৃষ্ণদেব কোন যুক্তিবাদী ব্যক্তির কান মুলে দেন যিনি শেষপর্যন্ত তিনি শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্তে পরিণত হন ?

উত্তর :
সুরেন্দ্রনাথ মিত্র

২৫. রামকৃষ্ণদেবের শিষ্য “স্বামী ব্রহ্মানন্দ” -এর প্রকৃত নাম কি ছিল ?

উত্তর :
রাখালচন্দ্র ঘোষ

২৬. রামকৃষ্ণদেবের শিষ্য “স্বামী অভেদানন্দ” -এর প্রকৃত নাম কি ছিল ?

উত্তর :
কালীপ্রসাদ চন্দ্র

২৭. রামকৃষ্ণদেবের শিষ্য “স্বামী শিবানন্দ” -এর প্রকৃত নাম কি ছিল ?

উত্তর :
তারকনাথ ঘোষাল

২৮. রামকৃষ্ণদেবের শিষ্য “স্বামী রামকৃষ্ণানন্দ” -এর প্রকৃত নাম কি ছিল ?

উত্তর :
শশীভূষণ চক্রবর্তী

২৯. রামকৃষ্ণদেবের দুটি নারী ভক্ত -এর নাম লেখো ।

উত্তর :
গৌরী মা ও যোগীন মা

৩০. রামকৃষ্ণদেব কোন রোগে মারা যান ?

উত্তর :
ক্যানসার, কবিরাজি ভাষায় রোহিণী রোগ

৩১. কোন বছর শ্রীরামকৃষ্ণ ক্যান্সার বা কর্কট রোগে আক্রান্ত হন ?

উত্তর :
১৮৮৫ খ্রিস্টাব্দে

৩২. মৃত্যুর পূর্বে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে কি বলেছিলেন ?

উত্তর :
“আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি।”

৩৩. মৃত্যুর ঠিক আগে রামকৃষ্ণদেব কি খেয়েছিলেন ?

উত্তর :
পায়েস

৩৪. রামকৃষ্ণদেব যখন দেহত্যাগ করেন তখন তিনি কোন স্থানে ছিলেন ?

উত্তর :
কাশীপুর উদ্যানবাটীতে

৩৫. কাশিপুর উদ্যানবাটীর জন্য তখন রামকৃষ্ণে শিষ্যরা কত টাকা ভাড়া দিতেন ?

উত্তর :
৮০ টাকা মাসিক

৩৬. কত তারিখে রামকৃষ্ণদেব দেহত্যাগ করেন ?

উত্তর :
১৮৮৬ খ্রিস্টাব্দের ১৬ই অগাস্ট

[ আরো দেখোবাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল কুইজ

আমাদের সমস্ত কুইজ সেট একসাথে দেখতে এখানে ক্লিক করো 

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button