QuizQuiz

কুইজ গেম খেলো – দাদাগিরি কুইজ প্রশ্ন ও উত্তর

Quiz Game Bangla

কুইজ গেম খেলো – দাদাগিরি কুইজ প্রশ্ন ও উত্তর

কুইজ গেম খেলো : নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন কোনো কুইজ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়নি। প্রতিযোগিতামূলক পোস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করতে করতে আমাদের আসল নেশা কুইজ গেম ভুলেই গেছিলাম। অনেকদিন পর তাই কিছু সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি । তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ো।

১. কলকাতা ১৬ অ্যালবামের গান ‘হাফ চকলেট’ – এই গানে দুটি লাইন ছিল।
“আজ দেওয়ালে সৌরভ গাঙ্গুলি / কাল লিওনার্দো ডিক্যাপ্রিও “
এই জনপ্রিয় গানটি কে গেয়েছেন ?

[spoiler title=’উত্তর’ ] অঞ্জন দত্ত [/spoiler]

২. স্বাধীনতা সংগ্রামী ননী গোপালের ছেলে ১৩ বছর বয়সে ফিলাডেলফিলাতে রেডিও সারাতেন। পরবর্তীকালে একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি নিজেকে গড়ে তোলেন এবং শব্দ জগতে বিশেষ জায়গা অর্জন করেন। ইনি কে ?

[spoiler title=’উত্তর’ ] অমর গোপাল বোস। তিনি বিখ্যাত কোম্পানি “BOSE ” এর প্রতিষ্ঠাতা [/spoiler]

৩. ১৯৩৯ সালে ভারতে প্রথম ব্লাড ব্যাঙ্ক শুরু করেন এই ডাক্তার। ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইটহুড উপাধি এবং দুবার মনোনীত হন নোবেল পুরস্কারের জন্য। ইনি কে ?

[spoiler title=’উত্তর’ ]ডাঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী [/spoiler]

৪. এই ধরণের ছাগল ভারত ছাড়াও দেখা যায় – আফগানিস্তান, তুর্কি, মঙ্গোলিয়া, চীন, ইরাক, ইরানে। এই ছাগলের নামকরণ হয় ভারতেই এবং এই ছাগলের লোম থেকে তৈরী হয় এক জনপ্রিয় ফ্যাব্রিক যার নাও এই ছাগলের ওপরেই। এই ছাগলগুলির নাম কি ?

[spoiler title=’উত্তর’ ]ক্যাশ মেয়ার ( CASHMERE )।
ইংরেজরা কাশ্মীর উচ্চারণ করতে পারতো না। তাই এই ছাগলের নাম এই রকম হয়ে যায় [/spoiler]

৫. করোনা মহামারীতে স্তব্ধ হয়ে গেছিলো পুরো বিশ্ব। এই করোনা কথাটির আক্ষরিক অর্থ কি ?

[spoiler title=’উত্তর’ ]মুকুট [/spoiler]

৬. জনপ্রিয় গান “মানিকে মাগে হিতে” – গানটির গায়িকা কে ?

[spoiler title=’উত্তর’ ] ইয়োহানি দিলোকা ডি’সিলভা [/spoiler]

এবারে দেখে নেওয়া যাক কয়েকটি মজাদার গুগলি প্রশ্ন ও উত্তর –

৭. কখন টাকা দিয়ে পছন্দের কিছু পাওয়া যায় অথচ সেই টাকা খরচ হয় না ?

[spoiler title=’উত্তর’ ] টস করলে। হেড বা টেল পাওয়া যায় কিন্তু টাকাটি খরচ হয় না [/spoiler]

৮. একটি রাজ্যে পাঁচজন নাগরিকের বয়স – ৮, ১৭, ৩৩, ৫৩, ৬৯। রাজ্যটির নাম কি ?

[spoiler title=’উত্তর’ ] ছত্তিশগড়। সংখ্যা ৫টির গড় ৩৬ [/spoiler]

৯. সবার মুখে মুখে ঘুরছে প্রশ্নটি M দিয়ে শুরু। কি ?

[spoiler title=’উত্তর’ ] মাস্ক । M – ASK [/spoiler]

১০. ক, ট ছাড়া চারটি অক্ষর ব্যবহার করে বাংলায় ১ টাকা বোঝাবেন কি করে ?

[spoiler title=’উত্তর’ ] ষোলোআনা [/spoiler]

এবারে একটু অন্য টাইপের প্রশ্ন –

১১. পুরাণমতে ভগবান বিষ্ণুর কোন অবতারের জন্ম নবমীতে হয়েছিল ?

[spoiler title=’উত্তর’ ] রাম [/spoiler]

১২. কিছু না জানলে আমরা বলি “বিন্দু __ জানি না। ” শূন্যস্থানে কি বসবে ?

[spoiler title=’উত্তর’ ] বিসর্গ (ঃ ) [/spoiler]

১৩. “দো দিল মিল রাহা হে ” – গানটি কার কণ্ঠে জনপ্রিয় ?

[spoiler title=’উত্তর’ ] কুমার সানু [/spoiler]

১৪. শক্তিগড় জায়গাটি কোন মিষ্টির জন্য বিখ্যাত?

[spoiler title=’উত্তর’ ] ল্যাংচা [/spoiler]

১৫. ফেডোরা, পানামা, বোলার, ব্যারেট – এগুলো কিসের প্রকার ?

[spoiler title=’উত্তর’ ] টুপি [/spoiler]

এরকম আরও কিছু পোস্ট :

দাদাগিরি গুগলি কোশ্চেন । Googly Quiz – Set 4।গুগলি ধাঁধা ।

দাদাগিরি গুগলি । Googly Quiz – Set 3 ।গুগলি ধাঁধা ।

বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর । Riddles in Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button