QuizQuiz

দাদাগিরি গুগলি কোশ্চেন । Googly Quiz – Set 4।গুগলি ধাঁধা ।

Dadagiri Googly Questions

দাদাগিরি গুগলি কোশ্চেন

দাদাগিরি নিশ্চয় তোমার সবাই দেখো বা দেখেছো । এই টিভি সিরিয়ালটির একটি মজাদার এবং আকর্ষণীয় রাউন্ড হলো গুগলি রাউন্ড। আমাদের কুইজ প্রেমী বন্ধুরা অনেকদিন থেকেই আমাদের বলছিলো কিছু দাদাগিরি গুগলি কোশ্চেন ছাড়তে। আজকে দেওয়া রইলো গুগলির চতুর্থ  সেটটি। এই গুগলি ধাঁধা / গুগলি প্রশ্ন ও উত্তর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ো। ভালো লাগলে আমরা চেষ্টা করবো আরো অনেক গুগলি সেট দেওয়ার।

১.বাবরের সাথে ইব্রাহিম লোধির পানিপথের যুদ্ধে ২ লক্ষ সৈনিক হাজির। বাবরের অশ্বারোহী সৈন্যরা বিপক্ষের ১৮,৪০০ সৈন্য নিধন করলো। তীরের আঘাতে প্রাণ হারালো ৪৮০০০ সৈন্য। হাতির পিঠে চেপে সৈন্যেরা নিধন করলো বিপক্ষের ৬,৫০০ সৈন্য কে।তাহলে এখন কতজন সৈন্য বেচেঁ আছে?

উত্তর :
একজনও নয়। [ যুদ্ধ ষোড়শ শতকে হয়েছে,তাই তখনকার একটি সৈন্যও এখন বেঁচে নেই] .

২.রাত তখন ১.৩০ । একটি নির্জন অন্ধকার রাস্তা । একটি মেয়ে সেই রাস্তায় হাঁটছিলো, হঠাৎ সে দেখলো,তিনজন অপরিচিত ছেলে তাকে ফলো করেছে। এই পরিস্থিতিতে মেয়েটি একটুও বিচলিত না হয়ে,সোজা বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। কী করে?

উত্তর :
কারণ তারা তাকে সোশ্যাল মিডিয়া তে ফলো করেছিল।

৩.টিয়া,পায়রা,শালিক , ময়ান, চড়ুই এগুলোর মধ্যে কোনটি আমাদের ডাকার নিরখে আলাদা?

উত্তর :
পায়রা । [ আমরা টিয়া পাখি, শালিক পাখি, ময়না পাখি ,চড়ুই পাখি বলি কিন্তু পায়রা পাখি বলিনা] .

আরো দেখে নাও : [ Googly Quiz Set 1 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর ]

৪.কী এমন যা এক থেকে পাঁচ অবধি থাকে ,ছোট থেকে বড় পরপর সাজানো থাকে কিন্তু তাতে পাঁচ বড় নয় ঋণ বড় থাকে?

উত্তর :
হাতের আঙ্গুল।

৫.৫ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় নেয় কে?

উত্তর :
ঘন্টার কাটা।

৬.প্রফেসর দামোদর শেঠ বাড়িতে তৈরি কোন খাবারটি বেশিরভাগ দিন বাড়িতে বসে খেতে পারেন না?

উত্তর :
লাঞ্চ। [তিনি প্রফেসর তাই বেশিরভাগ দিন লাঞ্চ এর সময় কলেজ এ থাকেন ]

আরো দেখে নাও : [ Googly Quiz  Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর ]

৭.একজন ছিঁচকে চোর,একজন বড় ডাকত একজন বহুদিনের আসামী আর একজন সদ্য পকেটমার। বিচারের দায়িত্ব আপনার। এখনই কাকে মুক্তি দেবেন?

উত্তর :
আসামিকে। [কারণ তিনি কোনো অপরাধ করেননি।তিনি আসামের বাসিন্দা ] .

৮.(৩*৮ =২৪) এবং (গলতি সে মিস্টেক ) এর মধ্যে মানুষকে প্রশংসা করা। কিভাবে?

উত্তর :
গুণগান। [৩*৮=২৪ এটি গুণ ,গলতি সে মিস্টেক এটি একটি গান ]

৯.কোন দুটি রাশি মিলে ১৬৫ হয় ?

উত্তর :
বিরাশি এবং তিরাশি (৮২+৮৩=১৬৫) .

১০.দই এর চামচ, পায়েস এর চামচ , আইসক্রিম এর চামচ ছোট থেকে বড় সাজাও ?

উত্তর :
সম্ভব নয়। কারণ দই, পায়েস এবং আইস ক্রিম এর চামচ হয় না।

 

আরো দেখে নাও : [ দাদাগিরি গুগলি । Googly Quiz – Set 3 ।গুগলি ধাঁধা ।  ]

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

One Comment

  1. Apnader WhatsApp Group e join hote parchi na , karon group full hoye geche , mane group e 257 jon royeche . Please ekta notun group er link din , please

Back to top button